ব্লেয়ার হার্টল্যান্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পাকিস্তানের মুখোমুখি - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি!
১৩৫ নং লাইন:
এরপর তাকে দলের বাইরে রাখা হয়। এক বছরেরও অধিক সময়ে আন্তর্জাতিক খেলায় অংশ নেয়ার সুযোগ পাননি তিনি। আবারও তিনি দলে ফিরে [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানেরই]] মুখোমুখি হন। দুই ইনিংসে ১৩ রান সংগ্রহ করেন। তাসত্ত্বেও, তার দল পাঁচ [[উইকেট|উইকেটে]] জয় পায়। ১৯৯৩-৯৪ মৌসুমের বাদ-বাকী সময়ও তিনি নিউজিল্যান্ড দলে খেলেন। পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে ১৪৬ রানের জয়ের লক্ষ্যমাত্রায় [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ৬৮ রান তুলে ভূমিকা রাখেন। তবে, পরবর্তী এক টেস্ট ও সাতটি একদিনের আন্তর্জাতিকের কোনটিতেই ২৫-এর অধিক রান তুলতে পারেননি।
 
১৯৯৪ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে নিউজিল্যান্ড দলে রাখা হয়। নয়টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। এছাড়াও, একটি টেস্টে অংশ নেন। পরবর্তীতে এটিই তার সর্বশেষ টেস্টে পরিণত হয়। ৬ ও ২২ রান তুলেন। ঐ খেলায় তার দল ইনিংস ব্যবধানে পরাজিত হয়।<ref>https://cricketarchive.com/Archive/Scorecards/58/58946.html</ref> পরবর্তী খেলায় [[ব্লেয়ার পোকক|ব্লেয়ার পোকককে]] তার স্থলাভিষিক্ত করা হয়।<ref>https://cricketarchive.com/Archive/Scorecards/59/59027.html</ref> ১৯৯৪-৯৫ মৌসুমে তিনি আরও পাঁচটি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। কোনটিতেই অর্ধ-শতরানের ইনিংস খেলতে পারেননি তিনি। [[Mandela Trophy|ম্যান্ডেলা ট্রফির]] পর তাকে বাদ দেয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হবার পর আরও দুই মৌসুম ক্যান্টারবারির পক্ষে খেলে অবসর গ্রহণ করেন তিনি।
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হবার পর আরও দুই মৌসুম ক্যান্টারবারির পক্ষে খেলে অবসর গ্রহণ করেন তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। নিকি নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির এমা ও তেসা নাম্নী দুই কন্যা এবং বেঞ্জামিন নামীয় পুত্র রয়েছে।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== আরও দেখুন ==
* [[জন হেইস]]
* [[এডি ম্যাকলিওড]]
* [[নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা]]
* [[প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা]]
* [[আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা]]
* [[নিউজিল্যান্ডীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা]]
 
== বহিঃসংযোগ ==