কৈলাসচন্দ্র বিদ্যাভূষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরী হল
 
তথ্য যোগ হল
৪ নং লাইন:
১২৬৬ বঙ্গাব্দের ২৫শে অগ্রহায়ণ হাওড়া জিলার অন্তর্গত সাতরাগাছি্র প্রসিদ্ধ পণ্ডিত বংশে তাঁহার জন্ম হয় । তার পিতার নাম নন্দলাল বিদ্যারত্ন। তিনি ছিলেন পিতার মধ্যম পুত্র। তাহার পিতামহ দেশবিশ্রাত নৈয়ারিক পণ্ডিত হলধর ন্যায়রত্ন মহাশয়। পিতামহের টোলে ভারততবর্ষের বিভিন্ন স্থান থেকে ছাত্র পড়তে আসতেন। কৈলাসচন্দ্র কলিকাতাইয় মাতামহ কাশীনাথ তর্কবাগীশ মহাশয়ের বাড়িতে থেকে সংস্কৃত কলেজে পড়তেন। তিনি এম-এ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন ও ডাফ কলেজের সংস্কতের অধ্যাপকের পদে নিযুক্ত হন।
==অবদান==
বিখ্প্রযাত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণের মৃত্যুর পরে কৈলাসচন্দ্র তাঁর পুত্রদের কাছ থেকে সোমপ্রকাশ পত্রিকার সত্ত্ব ক্রয় কিনে নেন ও ও সম্কপাদনা করতে তাকেন। সংগীত শাস্ত্রে ও তাহার বিশেষ নৈপুণ্য ছিল। তিনি একজন বিখ্যাত মাৰ্দ্দঙ্গিকও ছিলেন। পণ্ডিত কৈলাসচন্দ্র ১৩০৯ বঙ্গাব্দের ২৭শে ফান্তুন মারা যান।
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}