অতিপ্রাকৃত কল্পকাহিনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen অতিপ্রাকৃত কাহিনি পাতাটিকে অতিপ্রাকৃত কাহিনী শিরোনামে পুনির্নির্দেশনার মাধ্যমে স্থানান্তর করেছেন: "কাহিনী" শুদ্ধ ও বহুকাল যাবৎ আজ অবধি অধিকতর প্রচলিত বানান
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন (বিবিধ)
১ নং লাইন:
'''অতিপ্রাকৃত কাহিনিকাহিনী'''<ref name= "SEF">{{বই উদ্ধৃতি |শেষাংশ= Cavaliero |প্রথমাংশ= Glen |লেখক-সংযোগ= |শিরোনাম= The Supernatural and English Fiction|ইউআরএল= https://archive.org/details/supernaturalengl0000cava |অবস্থান= Oxford, England |প্রকাশক= Oxford University Press |বছর= 1995}}</ref> একটি সাহিত্য ও মিডিয়াশিল্পকলার বর্গএকটি শাখা যেটার কাহিনিকৌশলকাহিনীকৌশল বা থিমেবিষয়বস্তুতে [[প্রকৃতি|প্রাকৃতিক]] বিশ্ব ও [[বস্তুবাদ|বস্তুবাদী]] দৃষ্টিভঙ্গীর অসঙ্গতি উঠে আসে, এক [[অতিপ্রাকৃত]] ঘটনা।
 
বিস্তৃতব্যাপকতর অর্থে, অতিপ্রাকৃত কাহিনিতেকাহিনীতে অলৌকিক কাহিনিকাহিনী, [[হররলোমহর্ষক ফিকশনকল্পকাহিনী]], ভ্যাম্পায়ার সাহিত্য, [[ভূতের গল্প]] এবং [[ফ্যান্টাসিঅলীক কল্পকাহিনী]] বর্গের(ফ্যান্টাসি) শাখার উদাহরণ পাওয়া যায়। আবার অতিপ্রাকৃত কাহিনিরকাহিনীর উপাদান ব্যবহৃত হয় [[কল্পবিজ্ঞান|বিজ্ঞান কল্পকাহিনিতেকল্পকাহিনীতে]]। অন্যান্য বর্গেরশাখার মূল বৈশিষ্ট্য, যেমন "ভৌতিকলোমহর্ষক কল্পকাহিনী" বা "ফ্যান্টাসিঅলীক কল্পকাহিনী" উপাদান বাদ দেওয়ায় একাডেমিকউচ্চশিক্ষায়তনিক অঙ্গন, পাঠক এবং সংগ্রাহকেরা অতিপ্রাকৃত কাহিনিকেকাহিনীকে একটি স্বনির্ভর বর্গশাখা হিসেবে স্থান দেন।<ref name= "SEF" /> কেবলমাত্র ঐতিহ্যবাহী [[ভৌতিক গল্প]] বর্গটিকেইশাখাটিকেই অতিপ্রাকৃত কাহিনিকাহিনী পুরোপুরি গ্রহণ করেছে।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ= Wilson |প্রথমাংশ= Neil |শিরোনাম= Shadows in the Attic: A Guide to British Supernatural Fiction, 1820–1950 |অবস্থান= London |প্রকাশক= The British Library |বছর= 2000}}</ref>
 
বিশ শতকে অতিপ্রাকৃত কাহিনিরকাহিনীর সাথে মনস্তাত্ত্বিক কাহিনিকাহিনী সংযুক্ত হতে দেখা যায়। ফলে গল্পের উদ্ভট পরিস্থিতির একমাত্র সমাধান হিসেবে [[অতিপ্রাকৃত|অতিপ্রাকৃতকে]] উপস্থাপন করা হয়। এরকম একটি ধ্রুপদী উদাহরণ হলো [[হেনরি জেমস|হেনরি জেমসের]] ''দ্য টার্ন অফ দ্য স্ক্রু'' যেখানে বর্ণিত ঘটনাগুলোর অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক দুই ধরনের ব্যাখ্যাই দেয়া হয়। এই দ্ব্যর্থতাদ্ব্যর্থকতা কাহিনিকেকাহিনীকে আরো রহস্যময় করে তোলে।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ= Bleiler |প্রথমাংশ= Everett F. |লেখক-সংযোগ= |শিরোনাম= The Guide to Supernatural Fiction |ইউআরএল= https://archive.org/details/guidetosupernatu0000blei |অবস্থান= Kent, Ohio |প্রকাশক=Kent State University Press |বছর= 1983 |পাতাসমূহ=[https://archive.org/details/guidetosupernatu0000blei/page/277 277]–278}}</ref> অনুরূপ আরেকটি দৃষ্টান্ত শার্লট পার্কিনস গিলম্যানের গল্প ''দ্য ইয়েলো ওয়ালপেপার''।
 
অতিপ্রাকৃত কাহিনিকাহিনী জনপ্রিয় হতে থাকে, কিন্তু যেহেতু এটি সংজ্ঞায়িত করা কঠিন এবং সাধারণ লোকেরা তা পুরো বুঝতে না পারায়, প্রকাশক, বইবিক্রেতা বা গ্রন্থাগারে এটিকে স্বতন্ত্র বিপণন শ্রেণী হিসেবে ধরা হয়না। বিক্রির সময় হয় একে মূলধারার সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয় নয়ত অন্য কোনো উপবর্গউপশাখা বলে চালিয়ে দেয়া হয়।
 
==তথ্যসূত্র==
২৪ নং লাইন:
[[বিষয়শ্রেণী:লোমহর্ষক কল্পকাহিনী]]
[[বিষয়শ্রেণী:ফ্যান্টাসি বর্গ]]
[[বিষয়শ্রেণী:অতিপ্রাকৃত কাহিনি| কাহিনী]]