ফুলন দেবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৩১ নং লাইন:
| spouse = Putti Lal, Vikram Mallah, Umaid Singh
}}
'''ফুলন দেবী''' ({{lang-en|Phoolan Devi}}, {{lang-hi|फूलन देवी}}) একজন [[ভারত|ভারতীয়]] নারী অধিকারকর্মী, পরবর্তীতে[[ডাকাতি|ডাকাত]] এবং পরে একজন রাজনীতিবিদ। "দস্যু রানী" নামেই তিনি বেশি পরিচিত। ভারতের নিচু বর্ণ হিসেবে পরিচিত [[মাল্লা]] বর্ণের এক পরিবারে ১৯৬৩ সালে জন্ম নেন ফুলন। তিনি একাধিক বার পুরুষ নিষ্ঠুরতার বলি হয়েছিলেন। পুলিশের নিকট থেকেও তিনি ন্যায় পান নাই যার জন্য তিনি বাধ্য হয়ে ডাকাত জীবন গ্রহণ করেছিলেন। [[উত্তর প্রদেশ|উত্তর প্রদেশের]] [[বেহমাই গাও]] নামক স্থানের কয়েকজন ঠাকুর সম্প্রদায়ের জমিদার ফুলন দেবীকে ২৩দিন যাবৎ ধর্ষন করে। ১৯৮১ সনে সেই গ্রামের ২২জন ঠাকুরকে ডাকাত হত্যা করেছিল। হত্যার জন্য ফুলন দেবীকে অভিযুক্ত করা হয়। বেশীরভাগ অপরাধ তিনি নির্যাতিত মহিলা ও বিশেষকরে নিম্ন শ্রেনীর মহিলাকে ন্যায় প্রদানের জন্য সংঘঠিত করেছিলেন। ২০বছরের কম বয়সের এক নিম্ন শ্রেনীর প্রায় নিরক্ষর কিশোরী সমগ্র ভারতে আলোড়নের সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে তিনি আত্ম-সমর্পন করেন ও ভারতীয় রাজনীতিতে যোগদান করেন।<ref name="দস্যুরাণী নিহত">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.guardian.co.uk/g2/story/0,3604,527406,00.html | শিরোনাম=দস্যুরাণী নিহত | সংগ্রহের-তারিখ=April 01, 2012}}</ref>
==শৈশব জীবন==
[[উত্তর প্রদেশ|উত্তর প্রদেশের]] [[জালৌন জেলা]]র অন্তর্গত [[ঘোড়া কা পুরয়া]] নামক স্থানে এক মাল্লা সম্প্রদায়ে ফুলন দেবী জন্মগ্রহণ করেন।<ref name="goodbyemag_queen">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://web.archive.org/web/20051228081825/www.goodbyemag.com/jul01/devi.html | শিরোনাম=Phoolan Devi, India's Bandit Queen |সংগ্রহের-তারিখ=2006-12-11 }}</ref> মাল্লা সম্প্রদায়কে নিম্ন বর্ন হিসেবে গণ্য করা হয়। মাল্লা সম্প্রদায় লোকের পেশা হচ্ছে [[নৌকা]] চালানো বা এককথায় [[মাঝি]] । ফুলনের [[পিতা|পিতার]] এক [[একর]] জমি জুড়ে [[নিম|নিমের]] বাগান ছিল। তার পিতার আশা ছিল যে এই মূল্যবান গাছ বিক্রয় করে ২কন্যার বিয়ের [[যৌতুক]] দিবেন। <ref name="JanS_2011">{{বই উদ্ধৃতি | শিরোনাম = Good Girls Don’t Make History | লেখক = Jan Stradling | প্রকাশক = Pier | বছর = 2011 | আইএসবিএন = 978-1-74266-623-5 | অধ্যায় = 12: Phoolan Devi - 'Bandit Queen', freedom fighter, politcian }}</ref> ফুলনের মাত্র ১১বৎসর বয়সে তার ঠাকুরদার মৃত্যু হয় ও তার পিতার বড়ভাই (জেঠা) ছলনায় পৈতৃক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নিজেকে ঘোষণা করেন। তার জেঠার মায়াদিন নামক এক পুত্র ছিল। মায়াদিন বাগানের গাছগুলি কেটে বিক্রি করা আরম্ভ করে।<ref name="John_Insurgents_2011">{{বই উদ্ধৃতি | শিরোনাম = Insurgents, Raiders, and Bandits | লেখক = John Arquilla | প্রকাশক = Rowman & Littlefield | বছর = 2011 | প্রকাশক = 9781566638326 | পাতাসমূহ = 245–251 }}</ref> ফুলন এর ঘোর বিরোধ করে। মায়াদিনকে [[চোর]] বলে নিন্দা করা হয় ও ফুলন এবং তার পিতা সেই মাটিতে উপস্থিত থেকে প্রতিবাদ সাব্যস্ত করেন। হিংসার আশ্রয় নিয়েও মায়াদিন ফুলনের কোন ক্ষতি করতে পারেন নাই। অবশেষে মায়াদিন, পুট্টিলাল নামক এক ৩০বৎসরের ব্যক্তির সহিত ফুলনের বিবাহের আয়োজন করে। সেই সময়ে ফুলনের বয়স ছিল মাত্র ১১বৎসর।<ref name="bbc_champion">{{সংবাদ উদ্ধৃতি | ইউআরএল=http://news.bbc.co.uk/2/hi/south_asia/1456441.stm | শিরোনাম=Phoolan Devi: Champion of the poor | তারিখ=2001-07-25 | সংগ্রহের-তারিখ=2006-12-11 | কর্ম=BBC News}}</ref> ফুলনে নিজের আত্মজীবনিতে লেখেছেন যে পুট্টিলাল একজন অসৎ চরিত্রের লোক ।