বিষয়শ্রেণী:মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ এডিটাথন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hossain Muhammad Ramzan (আলোচনা | অবদান)
রচনাশৈলী
Moheen-এর করা 4471158 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (TW)
ট্যাগ: প্রতিস্থাপিত পূর্বাবস্থায় ফেরত
১ নং লাইন:
[[বিষয়শ্রেণী:উইকিপিডিয়া অনলাইন আয়োজন]]
[[বিষয়শ্রেণী:অনলাইন এডিটাথন]]
জীব এবং জড় উভয়বিদ বস্তু-পদার্থ নিয়ে মহাবিশ্বের অস্তিত্ব এবং বাস্তবতা। আর এই উভয় সত্বার মধ্যে সর্বোত্তম সত্বার নাম "মানব" (Human) যার অপর নাম "আশরাফুল মাখলুকাত" (সৃষ্টির সেরা) -যাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীন "লাকাদ কাররমনা বনী আদামা" অর্থাৎ সন্মানিত সত্বা দ্বারা সৃষ্টি করেছেন। বস্তুতঃ অপরাপর জীব বা প্রাণীর তুলনায় মানুষই সবচাইতে বুদ্ধিমান সত্বা যার উৎস হচ্ছে জ্ঞান-বিজ্ঞান। একজন পরিপূর্ণ মানব সত্বার মর্যাদা ভিত্তিশীল তার হিতাহিত জ্ঞানের দ্বারা। আর হিতাহিত জ্ঞান নির্ভরশীল মানসিক সুস্থতার উপর।
 
উল্লেখ্য, সৌরজগতের মানব বসবাসোপযোগী গ্রহ এখনও পর্যন্ত মাত্র একটি- যার নাম "পৃথিবী" ( Earth)। এই পৃথিবীরই নেতৃত্বে এবং কর্তৃত্বে রয়েছে মানব জাতি। সুস্থ দেহ-মনের সমন্বয়ে একজন আদর্শ মানব। উভয়বিদ স্বাস্থ্যের অধিকারী মানবই পৃথিবীর নেতৃত্ব এবং কর্তৃত্বের যোগ্য।
 
শারীরিক অসুস্থতায় সাধারণত মানুষ হিতাহিত জ্ঞান হারায় না কিন্তু গুরুতর মানসিক অসুস্থতায় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে মনুষ্যত্ব হারিয়ে বসে। ফলে সে মানসিক অসুস্থতাজনিত কারণে অযোগ্য হয়ে পড়ে পরিবারে, সমাজে, রাষ্ট্র এমনি গোটা দুনিয়ায়। কথিত আছে যে, নাসায় (NASA) কর্মরত এক ভারতীয় বিজ্ঞানী তাঁর কর্মস্থল থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে একবার নিখোঁজ হয়ে যান। বহু বছর পর তাঁকে পাওয়া যায় ভারতেরই এক রেল স্টেশনে জরা জীর্ণ বেশভূষায়। সুতরাং সুস্থ জীবন, সুস্থ পরিবার, সমাজ, দেশ-রাষ্ট্র তথা বিশ্বের জন্য সুস্থ মানসিকতার বিকল্প নেই।