তারিসাই মুসাকান্দা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তি!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = তারিসাই মুসাকান্দা
| image =
৬ নং লাইন:
| fullname = তারিসাই মুসাকান্দা
| nickname =
| birth_date = {{birthজন্ম dateতারিখ and ageবয়স|1994|10|31|df=yes}}
| birth_place = মাসভিঙ্গো, [[জিম্বাবুয়ে]]
| heightft =
| heightinch =
৩৭ নং লাইন:
| lastodiyear = ২০১৮
 
| oneT20I = true
| T20Idebutagainst = পাকিস্তান
| T20Icap = ৪৯
৮২ ⟶ ৮১ নং লাইন:
}}
 
'''তারিসাই মুসাকান্দা''' ({{lang-en|Tarisai Musakanda}}; জন্ম: ৩১ অক্টোবর, ১৯৯৪) মাসভিঙ্গো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটার।<ref name="Bio">{{cite web |url=http://www.espncricinfo.com/ci/content/player/596375.html |title=Tarisai Musakanda |accessdate=27 June 2015 |work=ESPN Cricinfo}}</ref> [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কালে সংক্ষিপ্ত সময়েরসময়কাল জন্যেথেকে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।করছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে [[Mid West Rhinos|মিড ওয়েস্ট রাইনোজ দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ শীর্ষসারির ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।খেলছেন।
 
২০১৪== সাল থেকে তারিসাই মুসাকান্দা’র [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে।==
২০১৪ সাল থেকে তারিসাই মুসাকান্দা’র [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। [[2014 ICC Under-19 Cricket World Cup|২০১৪]] সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের অন্যতম সদস্য ছিলেন।
 
২০১৪ সালে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে তার। এ বছরেই তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। ১১ নভেম্বর, ২০১৫ তারিখে কিকিতে [[Matabeleland Tuskers|মাতাবেলেল্যান্ড তুস্কার্সের]] বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে ৮২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তারিসাই মুসাকান্দা।
 
ডিসেম্বর, ২০১৮ সালে [[লোগান কাপ|লোগান কাপের]] উদ্বোধনী খেলায় অংশ নেন। এ পর্যায়ে তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো তার [[শতক (ক্রিকেট)|শতরানের]] সন্ধান পান।<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/25469596/carl-mumba-eight-lifts-rhinos-top-logan-cup-table |title=Carl Mumba's eight-for lifts Rhinos to the top of Logan Cup table |work=ESPN Cricinfo |accessdate=6 December 2018}}</ref>
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]], পনেরোটি [[একদিনের আন্তর্জাতিক]] ও ছয়টিমাত্র [[টুয়েন্টি২০ আন্তর্জাতিক|টি২০আইয়ে]] অংশগ্রহণ করেছেন তারিসাই মুসাকান্দা। ১৪ জুলাই, ২০১৭ তারিখে কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার [[এক টেস্টের বিস্ময়কারী|একমাত্র টেস্টে]] অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। অন্যদিকে, ২৭ নভেম্বর, ২০১৬ তারিখে বুলাওয়েতে একই দলের বিপক্ষে [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অভিষেক ঘটে তার। ২০ জুলাই, ২০১৮ তারিখে একই মাঠে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।