গঙ্গা (দেবী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩৯ নং লাইন:
 
=== অন্যান্য পৌরাণিক কাহিনি ===
 
[[Image:Gangadhara.jpg|thumb|শিবের জটায় গঙ্গাবতরণ, নন্দী, পার্বতী ও ভগীরথ দর্শক – ১৭৪০ খ্রিস্টাব্দে অঙ্কিত সন্ত নারায়ণের পাণ্ডুলিপিচিত্র]]
 
[[স্কন্দপুরাণ]] অনুসারে, [[শিব]] ও [[পার্বতী|পার্বতীর]] পুত্র [[কার্তিকেয়|কার্তিকেয়ের]] (মুরুগান) পালিকা-মাতা হলেন গঙ্গা।
৪৭ নং লাইন:
[[ব্রহ্মবৈবর্ত পুরাণ]] অনুসারে, বিষ্ণুর তিন স্ত্রী ছিলেন – [[লক্ষ্মী]], গঙ্গা ও [[সরস্বতী (দেবী)|সরস্বতী]]। তাঁরা সবসময় পরস্পর কলহ করতেন বলে বিষ্ণু লক্ষ্মীকে নিজের কাছে রেখে শিবকে গঙ্গা ও ব্রহ্মাকে সরস্বতী দান করেন।
 
হিন্দু মহাকাব্য [[মহাভারত]] অনুসারে, [[বশিষ্ট]] কর্তৃক অভিশপ্ত [[বসু|বসুগণ]] গঙ্গাকে তাঁদের জননী হওয়ার জন্য অনুরোধ করেন। গঙ্গা রাজা [[শান্তনু|শান্তনুকে]] এই শর্তে পতিত্বে বরণ করেন যে গঙ্গার কোনো কাজে রাজা বাধাস্বরূপ হবেন না। একে একে অষ্টবসুর সাত জন গঙ্গাগর্ভে জন্মগ্রহণ করেন এবং জন্মমাত্রেই গঙ্গা তাঁদের জলে নিমজ্জিত করে হত্যা করেন এবং তাঁরা শাপমুক্ত হন। রাজা তাঁকে বাধা না দিলেও অষ্টম সন্তান জন্মের পর শান্তনু গঙ্গাকে বাধা দিতে বাধ্য হন। এই কারণে গঙ্গার অষ্টম সন্তানটি জীবিত রয়ে যান। এই ব্যক্তিই মহাকাব্যের সর্বজনশ্রদ্ধেয় চরিত্র [[ভীষ্ম]]।
 
[[Image:Gangadhara.jpg|thumb|শিবের জটায় গঙ্গাবতরণ, নন্দী, পার্বতী ও ভগীরথ দর্শক – ১৭৪০ খ্রিস্টাব্দে অঙ্কিত সন্ত নারায়ণের পাণ্ডুলিপিচিত্র]]
 
== ঋগ্বেদে গঙ্গা ==