নিম, ফ্রান্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইতিহাস
→‎ইতিহাস: সম্প্রসারণ
৫ নং লাইন:
==ইতিহাস==
===প্রাচীন যুগ===
নিমের সের পারদিতে [[নব্যপ্রস্তরনব্য প্রস্তর যুগ|নব্যপ্রস্তুরনব্য প্রস্তর যুগীয়]] স্থান আবিষ্কারের মধ্য দিয়ে এই শহরে খ্রিষ্টপূর্ব ৪০০০ থেকে ৩০০০ অব্দে অর্ধ-বর্বর কৃষকদের বসবাসের প্রমাণ পাওয়া যায়।
 
কুরবেসাকে মধ্য [[ব্রোঞ্জ যুগ]]ে পাথরের স্তম্ভ পাওয়া গেছে। দুই মিটার উচ্চতা বিশিষ্ট এই চুনাপাথরের স্তম্ভ খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দের বলে ধারণা করা হয় এবং একে নিমের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ বলে গণ্য করা হয়।
১৭ নং লাইন:
 
খ্রিষ্টপূর্ব ১২৩ অব্দে রোমান সেনাপ্রধান [[কুইনতুস ফাবিউস মাক্সিমুস]] এই এলাকায় গ্যালিক উপজাতিদের আক্রমণ করে এবং আলোব্রোজেস ও আর্ভের্নিদের পরাজিত, অন্যদিকে ভোলকে জাতি কোন বাধা প্রদান করেনি। খ্রিষ্টপূর্ব ১২১ অব্দে রোমান প্রদেশ গালিয়া ত্রান্সালপিনা প্রতিষ্ঠিত হয়<ref>Maddison, Angus (2007), Contours of the World Economy 1–2030 AD: Essays in Macro-Economic History, Oxford: Oxford University Press, p. 41, {{ISBN|9780191647581}}</ref> এবং খ্রিষ্টপূর্ব ১১৮ অব্দে ভিয়া দোমিতিয়া নির্মিত হয়।
 
===ফরাসি বিপ্লব থেকে বর্তমান===
নিমে ইউরোপীয় অর্থনৈতিক সংকট পুরোদমে আঘাত হানার পর [[ফরাসি বিপ্লব|বিপ্লবী যুগে]] রাজনৈতিক ও ধর্মীয় বিরোধী ঘুমন্ত অপশক্তিকে জাগ্রত করে তোলে। ১৮১৫ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক মন্দা এবং খুন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের উপদ্রব বৃদ্ধি পায়। নিমকে পরবর্তী কালে বাস-লানিয়েদোকের মেট্রোপলিস হিসেবে উত্তীর্ণ করা হয় এবং নতুন ধরনের কাজ সৃষ্টির মধ্য দিয়ে এর শিল্পে পরিবর্তন আনা হয়। একই সময়ে পার্শ্ববর্তী গ্রামে বাজারের চাহিদা অনুযায়ী সম্পদের যোগান দেওয়া হয়।
 
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]]কালীন মাক্যু যোদ্ধা জঁ রোবের ও ভিনিসিও ফাইতাকে ১৯৪৩ সালের ২২শে এপ্রিল নিমে হত্যা করা হয়। ১৯৪৪ সালে নিমের মার্শালের স্থানটি মার্কিন বোমারু কর্তৃক বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়।
 
১৯৮৩ সালের নভেম্বর মাস থেকে ফরাসি বিদেশি পদাতিক সেনাদল [[দ্বিতীয় বিদেশি পদাতিক রেজিমেন্ট]] নিম শহরে মোতায়ন রয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Official Website of the 2nd Foreign Infantry Regiment, Historique du 2 REI, La Creation |ইউআরএল=http://2rei.legion-etrangere.com/mdl/info_seul.php?id=143&idA=28&block=15&idA_SM=0&titre=historique-du-2e-rei |ওয়েবসাইট=[[দ্বিতীয় বিদেশি পদাতিক রেজিমেন্ট]] |সংগ্রহের-তারিখ=২৩ সেপ্টেম্বর ২০২০}}</ref>
 
==তথ্যসূত্র==