নিম, ফ্রান্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
 
ইতিহাস
২ নং লাইন:
 
ইতালির বাইরে সবচেয়ে রোমান শহর<ref>{{Cite news|url=https://www.telegraph.co.uk/travel/destinations/europe/france/languedoc-roussillon/articles/nimes-musee-de-la-romanite/|title=Nîmes, the most Roman city outside Italy, just got more Roman|work=[[দ্য টেলিগ্রাফ]]|access-date=২৩ সেপ্টেম্বর ২০২০|language=en}}</ref> বলে অভিহিত নিম শহরটির ইতিহাস বেশ পুরনো। [[রোমান সাম্রাজ্য]]ের অধীনে শহরটি আঞ্চলিক রাজধানী ছিল এবং ৫০,০০০-৬০,০০০ লোকের আবাস ছিল।<ref name="Sear1983">{{cite book|author=Frank Sear|title=Roman Architecture|url=https://archive.org/details/romanarchitectur0000sear|url-access=registration|year=১৯৮৩ |publisher=কর্নেল বিশ্ববিদ্যালয় প্রেস |isbn=0-8014-9245-9|page=[https://archive.org/details/romanarchitectur0000sear/page/213 213]}}</ref><ref name="RingWatson2013">{{cite book|author1=টুডি রিং |author2=নোয়েল ওয়াটসন |author3=পল শেলিঞ্জার |title=Northern Europe: International Dictionary of Historic Places|url=https://books.google.com/books?id=uWjYAQAAQBAJ&pg=PT853|date=28 October 2013|publisher=টেইলর অ্যান্ড ফ্রান্সিস |isbn=978-1-136-63951-7|page=৮৫৩}}</ref><ref>{{Cite web |url=http://conservationengineers.org/conferences/2013presentations/Tuesday_Nimes_Aqueduct_GMihalevich.pdf |title=Archived copy |access-date=২৩ সেপ্টেম্বর ২০২০|language=en |archive-url=https://web.archive.org/web/20140326105238/http://conservationengineers.org/conferences/2013presentations/Tuesday_Nimes_Aqueduct_GMihalevich.pdf |archive-date=26 March 2014 |url-status=dead }}</ref><ref name="MobileReference2007">{{cite book|title=Travel Barcelona, Spain for Smartphones and Mobile Devices – City Guide, Phrasebook, and Maps|url=https://books.google.com/books?id=KH3MnM_v0_gC&pg=PT428|date=1 January 2007|publisher=মোবাইল রেফারেন্স|isbn=978-1-60501-059-5|page=৪২৮}}</ref> নিম শহরের কয়েকটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ হল অ্যারেনা অব নিম ও মেসন কারে। এই সকল কারণে শহরটিকে ফরাসি রোম বলে অভিহিত করা হয়।
 
==ইতিহাস==
===প্রাচীন যুগ===
নিমের সের পারদিতে [[নব্যপ্রস্তর যুগ|নব্যপ্রস্তুর যুগীয়]] স্থান আবিষ্কারের মধ্য দিয়ে এই শহরে খ্রিষ্টপূর্ব ৪০০০ থেকে ৩০০০ অব্দে অর্ধ-বর্বর কৃষকদের বসবাসের প্রমাণ পাওয়া যায়।
 
কুরবেসাকে মধ্য [[ব্রোঞ্জ যুগ]]ে পাথরের স্তম্ভ পাওয়া গেছে। দুই মিটার উচ্চতা বিশিষ্ট এই চুনাপাথরের স্তম্ভ খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দের বলে ধারণা করা হয় এবং একে নিমের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ বলে গণ্য করা হয়।
 
এখানকার গ্রামের কুটিরগুলোতে ব্রোঞ্জ যুগের চিহ্ন রয়ে গেছে। ব্রোঞ্জ যুগে এই এলাকার জনসংখ্যা বৃদ্ধি পায়।
 
===খ্রিষ্টপূর্ব ৬০০-১২১ অব্দ===
কাভালিয়ে পর্বতের চূড়ায় এই এলাকার প্রথম দিকের লৌহ যুগীয় দুর্গ বিশিষ্ট জনবসতির সন্ধান পাওয়া যায়, যেখান থেকে এই শহরের উৎপত্তি। খ্রিষ্টপূর্ব ৩য় ও ২য় শতাব্দীতে পর্বতের চূড়ায় চারপাশে দেয়াল বিশিষ্ট শুকনো পাথরের দালান নির্মাণ করা হয়, যা পরবর্তী কালে তুর মাইনের অন্তর্ভুক্ত হয়। ভোলকে আরেকোমিকি জাতি কাভালিয়ে পর্বতের পাদদেশে বসতি স্থাপন করে এবং নেমাউসুস দেবতার প্রার্থনার উদ্দেশ্যে একটি পুণ্যস্থান নির্মাণ করে।
 
ওয়ারিয়র অব গ্রেজঁকে দক্ষিণ গোলের প্রাচীনতম স্বদেশি স্থাপত্যকর্ম বলে অভিহিত করা হয়।
 
খ্রিষ্টপূর্ব ১২৩ অব্দে রোমান সেনাপ্রধান [[কুইনতুস ফাবিউস মাক্সিমুস]] এই এলাকায় গ্যালিক উপজাতিদের আক্রমণ করে এবং আলোব্রোজেস ও আর্ভের্নিদের পরাজিত, অন্যদিকে ভোলকে জাতি কোন বাধা প্রদান করেনি। খ্রিষ্টপূর্ব ১২১ অব্দে রোমান প্রদেশ গালিয়া ত্রান্সালপিনা প্রতিষ্ঠিত হয়<ref>Maddison, Angus (2007), Contours of the World Economy 1–2030 AD: Essays in Macro-Economic History, Oxford: Oxford University Press, p. 41, {{ISBN|9780191647581}}</ref> এবং খ্রিষ্টপূর্ব ১১৮ অব্দে ভিয়া দোমিতিয়া নির্মিত হয়।
 
==তথ্যসূত্র==