১২ সেপ্টেম্বর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Babuy2k (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
 
== ঘটনাবলী ==
* ১১২৫ - ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
* ১২৫০ - ক্রসেড যুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল।
* ১৫০১ - মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।
* ১৬০৯ - অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক (Muh-he-kun-ne-tuk) নামে।
* [[১৬৮৩]] - [[অষ্ট্রিয়া]] ও [[পোল্যান্ড|পোল্যান্ডের]] সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
* ১৭৮০ - বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।
* ১৭৮৮ - নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
* ১৭৮৯ - মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।
* ১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।
* ১৮৪৮ - [[সুইজারল্যান্ড]] ফেডারেল স্টেটে পরিণত হয়।
* ১৮৭৮ - ব্রিটিশ সেনারা [[সাইপ্রাস]] দখল করে।
* ১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।
* ১৯০৫ - [[নরওয়ে|নরওয়ের]] স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
* ১৯১৫ - ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।
* ১৯১৯ - [[অ্যাডলফ হিটলার]] [[ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি|জার্মান ওয়ার্কার্স পার্টি]]তে যোগ দেন।
* ১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।
* ১৯২৪ - [[চীন|চীনে]] গৃহযুদ্ধ বাঁধে।
* ১৯৪০ - বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
* ১৯৪৩ - [[জার্মানি]] [[মুসোলিনি|মুসোলিনিকে]] বন্দীদশা থেকে মুক্ত করে।
* ১৯৪৩ - জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
* ১৯৪৪ - [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালে [[জার্মানি|জার্মানির]] উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে [[লন্ডন|লন্ডনে]] [[যুক্তরাষ্ট্র]], [[বৃটেন]] ও সাবেক [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
* ১৯৪৮ - ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
* ১৯৫৯ - সোভিয়েত [[মহাকাশযান লুনিক-২]] চাঁদে অবতরণ করে।
* ১৯৬১ - পরমাণু পরীক্ষা বিরোধী [[বার্ট্রান্ড রাসেল]] ও [[আর্নল্ড ওয়েস্কার]] গ্রেফতার হন।
১৮ ⟶ ৩১ নং লাইন:
* ১৯৯০ - [[মস্কো|মস্কোয়]] দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
* ১৯৯৩ - [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[হোয়াইট হাউস|হোয়াইট হাউসে]] [[ইসরাইল]] ও [[ফিলিস্তিনি|পিএলও ফিলিস্তিনিদের]] মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
* ১৯৯৫ - শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
* ১৯৯৮ - বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
* ১৯৯৯ - শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আগমন।
* ২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।
* ২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট।
* ২০০৩ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।
* ২০০৮ - দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।
 
== জন্ম ==
* ৭৮৬ - আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুনের জন্ম
* ১০৮৭ - বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাসের জন্ম।
* ১৬৯৪ - কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওনের জন্ম।
* ১৮৮৬ - নোবেলজয়ী [১৯৪৭] ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসনের জন্ম।
* ১৮৮৭ - রসায়নে নোবেলজয়ী [১৯৩৯] সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকার জন্ম।
* ১৮৯৪ - [[বিভূতিভূষণ বন্দোপাধ্যায়]], একজন জনপ্রিয় [[বাঙালী]] কথাসাহিত্যিক।(মৃ.০১/১১/[[১৯৫০]])
* ১৮৯৭ - [[এরিন জুলিও কুরি]], প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ।
* ১৯০৪ - সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।
* ১৯১৩ - [[জেসি ওয়েন্স]], [[যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] দৌড়বিদ।
* ১৯১৬ - ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল জন্মগ্রহন করেন।
* ১৯২৩ - [[অরুণাচল বসু]] একজন বাঙালি কবি এবং অনুবাদক।(মৃ.২৪/০৭/[[১৯৭৫]])
* ১৯৩১ - [[নিমাইসাধন বসু]], বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।(মৃ.১৭/০৮/[[২০০৪]]) <ref name = আকাশবাণী>প্রাত্যহিকী, আকাশবাণী,কলকাতা, প্রচার-তারিখ=২০২০-০৯-১২</ref>
* ১৯৬৯ - বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম।
* ১৯৭৩ - ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো’র জন্ম।
* ১৯৭৭ - [[নাথান ব্রাকেন]], অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
* ১৯৮৯ - জার্মান ফুটবলার থমাস মুলারের জন্ম।
 
== মৃত্যু ==
* ১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের মৃত্যু।
* ১৮৭২ - জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখের মৃত্যু।
* ১৯১০ - প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরন করেন।
* ১৯২৯ - ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।
* ১৯৮১ - ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।
* ১৯৯২ - [[অ্যান্থনি পারকিন্স]], মার্কিন অভিনেতা। (জ. ১৯৩২)
* ২০০৯ - [[শাহ আবদুল করিম]], [[বাংলাদেশ|বাংলাদেশি]] [[বাউল গান|বাউল গানের]] শিল্পী। (জ. ১৯১৬)
* ২০১৩ - বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
* ২০১৪ - প্রণোদিত প্রজননের জনক ড.[[হীরালাল চৌধুরী]],প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।(জ.২১/১১/১৯২১)