ইউরোপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
২টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.5
Horope (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩২ নং লাইন:
ইউরোপের উত্তরে [[উত্তর মহাসাগর]], পশ্চিমে [[আটলান্টিক মহাসাগর]] দক্ষিণে [[ভূমধ্যসাগর]] এবং দক্ষিণ-পূর্বে কৃষ্ণ সাগর ও সংযুক্ত জলপথ রয়েছে। যদিও ইউরোপের সীমানার ধারণা ধ্রুপদী সভ্যতায় পাওয়া যায়, তা বিধিবহির্ভূত; যেহেতু প্রাথমিকভাবে ভূ-প্রাকৃতিক শব্দ "মহাদেশ"-এ সাংস্কৃতিক ও রাজনৈতিক উপাদান অন্তর্ভুক্ত।
 
ইউরোপ ভূপৃষ্ঠের দ্বারা বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ; {{রূপান্তর|10,180,000|km2|sqmi}} বা ভূপৃষ্ঠের ২% এবং তার স্থলভাগের ৬.৮% জুড়ে রয়েছে। ইউরোপের প্রায় ৫০টি দেশের মধ্যে, [[রাশিয়া]] মহাদেশের মোট আয়তনের ৪০% ভাগ নিয়ে এ পর্যন্ত আয়তন এবং জনসংখ্যা উভয়দিক থেকেই বৃহত্তম (যদিও দেশটির ভূভাগ ইউরোপ এবং এশিয়া উভয় অঞ্চলে আছে), অন্যদিকে [[ভ্যাটিকান সিটি]] আয়তনে ক্ষুদ্রতম। ৭৩৯–৭৪৩&nbsp;মিলিয়ন জনসংখ্যা বা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১১% নিয়ে ইউরোপ [[এশিয়া]] এবং [[আফ্রিকা|আফ্রিকার]] তৃতীয় সবচেয়ে জনবহুল মহাদেশ।<ref>"[http://esa.un.org/unpd/wpp/Excel-Data/population.htm World Population Prospects: The 2012 Revision] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20150510051033/http://esa.un.org/unpd/wpp/Excel-Data/population.htm |তারিখ=১০ মে ২০১৫ }}". UN Department of Economic and Social Affairs.</ref> সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা [[ইউরো]]।
 
ইউরোপ, বিশেষ করে [[প্রাচীন গ্রিস]], [[পাশ্চাত্য সংস্কৃতি|পাশ্চাত্য সংস্কৃতির]] জন্মস্থান।<ref>{{harvnb|Lewis|Wigen|1997|page=226}}</ref> এটি ১৫ শতকের শুরু থেকে আন্তর্জাতিক বিষয়াবলিতে প্রধান ভূমিকা পালন করে, বিশেষ করে [[colonialism|উপনিবেশবাদ]] শুরু হবার পর থেকে। ১৬ থেকে ২০ শতকের মধ্যে, ইউরোপীয় দেশগুলির বিভিন্ন সময়ে আমেরিকা, অধিকাংশ আফ্রিকা, [[ওশেনিয়া]], এবং অপ্রতিরোধ্যভাবে অধিকাংশ এশিয়া নিয়ন্ত্রণ করে। [[শিল্প বিপ্লব]], যা ১৮ শতকের শেষেভাগে [[গ্রেট ব্রিটেন|গ্রেট ব্রিটেনে]] শুরু হয়, পশ্চিম ইউরোপ এবং অবশেষে বৃহত্তর বিশ্বে আমূল অর্থনৈতিক, সাংস্কৃতিক, এবং সামাজিক পরিবর্তন আনে। জনসংখ্যাতাত্ত্বিক বৃদ্ধি বোঝায়, ১৯০০ সাল দ্বারা, বিশ্বের জনসংখ্যায় ইউরোপের ভাগ ২৫% ছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=PoPulation – Global Mapping International |ইউআরএল=http://www.gmi.org/index.php/download_file/view/1561/ |সংগ্রহের-তারিখ=১৬ জানুয়ারি ২০১৫ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140202232625/http://www.gmi.org/index.php/download_file/view/1561/ |আর্কাইভের-তারিখ=২ ফেব্রুয়ারি ২০১৪ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>