ঢাকার নবাব পরিবার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Great Hero32 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Great Hero32 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১৪ নং লাইন:
হাফিজুল্লাহর কোনো ছেলে সন্তান না থাকায় জমিদারিরর দায়িত্ব পায় তার বড় ভাই খাজা আহসানুল্লাহের ছেলে [[খাজা আলীমুল্লাহ]]।তিনি [[জমিদার|জমিদারি]] ও [[তালুকদার|তালুকদারিকে]] একত্রিকরণ করেন। আরো জমি-সম্পত্তি ক্রয় করে নিজেদের সীমানা বিস্তৃত করেন। ১৮৫৪ সালে তিনি একটি ওয়াকফনামা করেন যেখানে দায়িত্ব একজন মোতোয়ালির কাছে থাকবে বলে উল্লেখ করেন। তিনি [[আহসান মঞ্জিল]] ক্রয় করেন যা আগে ফরাসি বাণিজ্যকুঠি ছিলো।তিনি ইংরেজি শিখেন ও পরিবারকে শিখতে উৎসাহিত করেন।যার ফলে ব্রিটিশদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়।তিনি ব্রিটিশদের সাহায্যে রমনা রেসকোর্স ও জিমখানা ক্লাব প্রতিষ্ঠা করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Alimullah,_Khwaja|শিরোনাম=Alimullah, Khwaja - Banglapedia|ওয়েবসাইট=en.banglapedia.org|সংগ্রহের-তারিখ=2020-01-20}}</ref> ১৮৫২ সালে একটি সরকারী নিলাম থেকে ''[[দরিয়া-ই-নূর]]'' নামক একটি বিখ্যাত হীরা ক্রয় করেন। বর্তমানে হীরাটি ঢাকা সোনালি ব্যাংকের একটি ভল্টে আছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Daria-i-Noor|শিরোনাম=Daria-i-Noor - Banglapedia|ওয়েবসাইট=en.banglapedia.org|সংগ্রহের-তারিখ=2020-01-20}}</ref>
 
১৮৪৬ সালে তিনি[[নবাব আলীমুল্লাহ]] তার দ্বিতীয় সন্তান [[আবদুল গনি|খাজা আবদুল গণিকে]] মোতোয়ালি হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে পরিবারের সর্বেসর্বা হন মোতোয়ালি প্রাপ্ত ব্যক্তিটি।তার ফলে উত্তরসূরিদের মধ্যে সম্পদভাগ হবে না।মূলত এটাই ঢাকা নবাব পরিবারে সফলতার এটাই মূল কারণ ছিলো। সুন্নি হলেও তিনি শিয়াদের মুহাররমের অনুষ্ঠানে অর্থ দান করতেন।১৮৫৪ সালে তিনি মারা যান। তাকে বেগম বাজার কবরস্থানে দাফন করা হয়।
 
আলিমুল্লাহের মৃত্যুর পর তার ও জিনাত বেগমের সন্তান [[আবদুল গনি|খাজা আবদুল গণি]] নবাব হন। তার আমলে জমিদারি বাকেরগঞ্জ,[[ত্রিপুরা]],ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত হয়। ব্যবস্থাপনার জন্য যাকে ২৬টি ভাগে ভাগ করা হয়।তা নিয়ন্ত্রণের জন্য ''কাছারি''র (কার্যালয়) প্রধান একজন ''নায়েব'' ও কিছু আমলা(কর্মকর্তা) থাকতো। ১৮৫৭ এর [[সিপাহী বিদ্রোহ ১৮৫৭|সিপাহী বিপ্লবের]] সময় তিনি ব্রিটিশদদের সাহায্য করেন।যার কারণে তাকে ১৮৭৫ সালে নবাব উপাধি দেওয়া হয়।১৮৭৭ সালে যা বংশগত করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Ghani,_Nawab_Khwaja_Abdul|শিরোনাম=Ghani, Nawab Khwaja Abdul - Banglapedia|ওয়েবসাইট=en.banglapedia.org|সংগ্রহের-তারিখ=2020-01-20}}</ref> তার আমলেই প্রথম নবাব পরিবার রাজনীতিতে জড়ায়।তিনি অনেক দানশীল কাজ করে গিয়েছেন।তার কাজগুলো বাংলার বাইরে এমনকি ভারতীয় উপমহাদেশের বাইরেও উল্লেখ্যযোগ্য ছিলো।তার সবচেয়ে উল্লেখ্যযোগ্য কাজটি হলো ঢাকার পানি ব্যবস্থাপনা।পানি পরিশোধন করে বিনামূল্যে জনগণকে দিতেন।তিনি কিছু স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।তিনি ঢাকার মিটফোর্ড হাসপাতাল,কলকাতা মেডিকেল হাসপাতাল,আলিগড় কলেজে অনেকে টাকা দান করেন।রক্ষণশীল সমাজের বিরোধিতা সত্ত্বেও তিনি মহিলাদের মঞ্চনাটকে অভিনয়ে সাহায্য করেন।তিনি [[বাকল্যানড বাঁধ]] তৈরি ও এর তত্ত্বাবধায়ন করেন।