লিওনেল মেসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MSouvik01 (আলোচনা | অবদান)
Update
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Musabbir035 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
| years1 = ২০০৩–২০০৪ | clubs1 = [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা সি]] | caps1 = ১০ | goals1 = ৫
| years2 = ২০০৪–২০০৫ | clubs2 = [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা বি]] | caps2 = ২২ | goals2 = ৬
| years3 = ২০০৪– | clubs3 = [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]] | caps3 = ৪৭৮৪৮৫ | goals3 = ৪৪০৪৪৪
| nationalyears1 = ২০০৪–২০০৫ | nationalteam1 = আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ | nationalcaps1 = ১৮ | nationalgoals1 = ১৪
| nationalyears2 = ২০০৭–২০০৮ | nationalteam2 =আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ | nationalcaps2 = ৫ | nationalgoals2 = ২
| nationalyears3 = ২০০৫– | nationalteam3= [[আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল|আর্জেন্টিনা]] | nationalcaps3 = ১৩৮ | nationalgoals3 = ৭০
| pcupdate = ১৫:১৭, ২৫১৯ জুনজুলাই ২০২০ (ইউটিসি)
| ntupdate = ১৫:১৭, ২৫ জুন ২০২০ (ইউটিসি)
}}
'''লিওনেল আন্দ্রেস “লিও” মেসি কুচ্চিত্তিনি''' ({{IPA-es|ljoˈnel anˈdɾes ˈmesi|-|Lionel Andrés Messi - Name.ogg}}; জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টাইন পেশাদার [[ফুটবল]] খেলোয়াড় যিনি স্পেনের সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতা লা লিগা তে [[ফুটবল ক্লাব বার্সেলোনা]] এবং [[আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল|আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের]] হয়ে একজন [[আক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)|আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
লিওনেল মেসি রেকর্ডসংখ্যক,টানা অর্থাৎচারবারসহ মোট ছয়বার [[বালোঁ দর|ব্যালন ডি অর]] জয়জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যারযা মধ্যেফুটবলের চারটিইতিহাসে জিতেছেনসর্বোচ্চ। টানা চার বছরে।এর পাশাপাশি রেকর্ডতিনি সর্বোচ্চ ছয়বার [[ইউরোপীয় গোল্ডেন শু]]-ও জিতেছেন।জয়েরও তিনিকৃতিত্ব তারঅর্জন পুরোকরেছেন। তাঁর পেশাদার জীবনফুটবল পারজীবনের করেছেনপুরোটাই কেটেছে বার্সেলোনায়, যেখানে তিনি জিতেছেন মোট ৩৪টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১০টি [[লা লিগা]], ৪টি [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ]] এবং ৬টি [[কোপা দেল রে]]সহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল (৪৪০), লা লিগায়লিগা ও ইউরোপের যেকোনো লীগে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০), ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৭৩), এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (৯১), এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল (২৬) এবং চ্যাম্পিয়ন্সলা লিগেলিগা সর্বোচ্চ(৩৪) হ্যাট্রিকেরও চ্যাম্পিয়নস লীগে (৮) রেকর্ড।সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও সেরা।পরিচিত। তিনি লা লিগা (১৮৩) এবং কোপা আমেরিকার (১১১২) ইতিহাসেরইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর রেকর্ডেরওকৃতিত্বেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি [[সবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকা|৭০০ এর অধিক]] পেশাদার গোল করেছেন। জাতীয় দলে তার কোনো মেজর ট্রফি নেই।
 
মধ্য আর্জেন্টিনায় জন্ম এবং বেড়ে ওঠা মেসি ছোট বেলায় ''গ্রোথ হরমোন'' সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন। ১৩সেসময় বছরআর্জেন্টিনার বয়সেকোন তিনিক্লাবের বার্সেলোনায়পক্ষে যোগতাঁর দিতেচিকিৎসা স্পেনেখরচ চলেবহন আসেন,করা কারণসম্ভব তারাছিল না। কিন্তু বার্সেলোনা তারতাঁর চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নিয়েছিল।নেয়ায় ১৩ বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান। বার্সেলোনার যুব প্রকল্পে দ্রুততিনি অগ্রগতিরনিজের মধ্যপ্রতিভার দিয়েপ্রমাণ ১৭দেখাতে বছরশুরু বয়সেকরেন এবং ২০০৪ সালের অক্টোবরঅক্টোবরে মাসে১৭ তারবছর বার্সেলোনাবয়সে বার্সেলোনার মূল দলে তাঁর অভিষেক হয়। ক্যারিয়ারেরপেশাদার ফুটবল জীবনের শুরুতে ইনজুরি-প্রবণ হলেও, ২০০৭ সাল নাগাদ তিনি নিজেকে ক্লাবেরদলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। তিনি ২০০৭ সালের [[বালোঁ দর|ব্যালন ডিপুরস্কারে অর]]তৃতীয় এবং ফিফা বর্ষসেরা পুরস্কারে তিনিদ্বিতীয় প্রথমস্থান তিনজনেরঅর্জন একজনকরেন। হিসেবেপরবর্তী বছর তিনি উভয় পুরস্কারে দ্বিতীয় স্থান করেঅর্জন নেনকরেন এবং পরবর্তীএর পরের বছর তিনি প্রথমবারের মত উভয় পুরস্কার জয় করেন। তার প্রথম অবিচ্ছিন্ন মৌসুম ছিল ২০০৮-০৯ যেখানেমৌসুমে তিনি বার্সেলোনাকেবার্সেলোনার ট্রেবলমূল জয়েদলের সাহায্যএকজন করেন।নিয়মিত ২২খেলোয়াড়ে বছরপরিণত বয়সেহন। মেসিসে রেকর্ডমৌসুমেই ভোটেরতিনি ব্যবধানেবার্সেলোনাকে [[বালোঁপ্রথমবারের দর|ব্যালনমত ডিএবং অর]]প্রথম এবংস্পেনীয় ফিফাক্লাব বর্ষসেরাহিসেবে পুরস্কারট্রেবল জয়জয়ে সাহায্য করেন।
 
মেসির সেরা মৌসুম নিয়ে বিতর্ক থাকলেও পরিসংখ্যানগত দিক দিয়ে মেসিরতাঁর সেরা মৌসুম ছিল ২০১১-১২,১২। যখনসেই মৌসুমে তিনি লা লিগা এবং ইউরোপেইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোলেরগোল রেকর্ডকরার গড়েনকৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মেসিরতাঁর সেরা ফর্মেরপ্রতিভার আরেকটি ঝলক দেখা যায় ২০১৪-১৫ মৌসুেম, যখন তিনি লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগেলীগের ইতিহাসের সর্বোচ্চ গোলেরগোলদাতার রেকর্ডকৃতিত্ব ভেঙেঅর্জন দেনকরেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। ২০১৮ সালের আগস্ট মাসেআগস্টে মেসি বার্সেলোনার অধিনায়কেরঅধিনায়ক হিসেবে দায়িত্ব লাভগ্রহণ করেন।
 
মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে মেসিতিনি আর্জেনটিনাকে ''২০০৫ ফিফা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ'' জেতাতে সাহায্য করেন যে টুর্নামেন্টেপ্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়অর্জন করেন। এছাড়া তিনি ''২০০৮ গ্রীষ্মকালীন অলম্পিকে'' তিনিআর্জেন্টিনার হয়ে ফুটবলে স্বর্ণপদক জয় করেন। ২০০৫ সালের অগাস্টে তার [[আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল|আর্জেন্টিনা জাতীয় দল]] এ তার অভিষেক হয়। [[২০০৬ ফিফা বিশ্বকাপ]] এ গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। ২০০৭ কোপা আমেরিকায় তিনি টুর্নামেন্ট সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার লাভঅর্জন করেনকরেন। যেওই টুর্নামেন্টেআসরে আর্জেন্টিনা রানার-আপদ্বিতীয় হয়।স্থান অর্জন করে। ২০১১ সালের অগাস্টেআগস্টে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কেরঅধিনায়কে হিসেবে দায়িত্ব পান।গ্রহণ করেন। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনাকেআর্জেন্টিনার হয়ে টানা তিনটি টুর্নামেন্টেরপ্রতিযোগিতার ফাইনালেফাইনাল তোলেনখেলেছেন: [[২০১৪ ফিফা বিশ্বকাপ]], [[২০১৫ কোপা আমেরিকা]] এবং [[২০১৬ কোপা আমেরিকা]]। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপে ''গোল্ডেন বল'' অর্জনপুরস্কার জয় করেন। ২০১৮ সালে মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন, তবে কয়েক মাস পরেই তিনি তাঁর সিদ্ধান্ত বদলে পুনরায় জাতীয় দলে ফিরে আসেন এবং ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ খেলায় তিন গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেন। ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দেন।
 
== প্রারম্ভিক জীবন ==