হাডসন প্রণালী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Map indicating Hudson Strait, Nunavut, Canada.png|right|thumb|300px|মানচিত্রে হাডসন প্রণালী {{legend|#ffff66|নুনাভুত}}{{legend|#ffffcc|গ্রিনল্যান্ড}}{{legend|#d5fe94|কেবেক}}{{legend|#ecebb6|নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর}}{{legend|#ccccff|ম্যানিটোবা}}{{legend|#ffcccc|অন্টারিও}}]]
'''হাডসন প্রণালী''' ({{lang-en|Hudson Strait}}) কানাডাতে[[কানাডা]]তে অবস্থিত একটি সমুদ্রপ্রণালী যা পশ্চিমে [[হাডসন উপসাগর]] ও ফক্স বেসিনকে পূর্বে [[ল্যাব্রাডর সাগর|ল্যাব্রাডর সাগরের]] সাথে সংযুক্ত করেছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.iho.int/iho_pubs/standard/S-23/S-23_Ed3_1953_EN.pdf|শিরোনাম=Limits of Oceans and Seas, 3rd edition|বছর=1953|প্রকাশক=International Hydrographic Organization|সংগ্রহের-তারিখ=6 February 2010|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20111008191433/http://www.iho.int/iho_pubs/standard/S-23/S-23_Ed3_1953_EN.pdf|আর্কাইভের-তারিখ=৮ অক্টোবর ২০১১|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> প্রণালীটির উত্তরে [[বাফিন দ্বীপ]] বা নুনাভুত দ্বীপ এবং দক্ষিণে কানাডার[[কানাডা]]র কেবেক প্রদেশের উনগাভা উপদ্বীপ অবস্থিত। প্রণালীটি প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এবং ৬৫-২৪০ কিলোমিটার প্রশস্ত। এর সর্বোচ্চ গভীরতা ৯৪২ মিটার। প্রণালীটির পশ্চিম প্রবেশপথে স্যালিসবারি ও নটিঙাম দ্বীপগুলি এবং পূর্ব প্রবেশপথে এজেল ও রেজোলিউশান দ্বীপগুলি অবস্থিত। পূর্ব প্রবেশপথটি রেজোলিউশান দ্বীপ ও চিডলি অন্তরীপের মধ্যে অবস্থিত।
 
হাডসন প্রণালীটি কেবল গ্রীষ্মকালের শেষভাগ ও শরৎকালের প্রথমভাগে নৌপরিবহনের উপযোগী থাকে, তবে বরফ-ভাঙা জাহাজের মাধ্যমে প্রায় সারা বছরই এখানে জাহাজ চলাচলের পথ তৈরি করা হয়। ১৫১৭ সালে ভেনিসের নাবিক [[সেবাস্তিয়ান কাবোতো]] প্রণালীটি আবিষ্কার করেন। ১৫৭৮ সালে ইংরেজ অভিযাত্রী স্যার মার্টিন ফ্রোবিশার প্রণালীটিতে আংশিক অভিযান চালান। ১৬১০ সালে ইংরেজ অভিযাত্রী হেনরি হাডসন "ডিস্কভারি" নামের জাহাজে করে প্রণালীটি সম্পূর্ণ ঘুরে দেখেন ও এর একটি মানচিত্র অঙ্কন করেন। শীঘ্রই এটি হাডসন বে কোম্পানির জাহাজগুলির প্রধান জলপথ হিসেবে ব্যবহৃত হওয়া শুরু করে।
 
==তথ্যসূত্র==