তাতারস্তানের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, অনুবাদ
সম্প্রসারণ, অনুবাদ
১ নং লাইন:
{{কাজ চলছে/লক্ষ্য এবার লক্ষ ২০২০}}
'''[[তাতারস্তান]]''' হল বর্তমানে [[রাশিয়া|রাশিয়ান ফেডারেশনের]] অন্তর্ভুক্ত একটা অঞ্চল; প্রাগৈতিহাসিক যুগে যেখানে বিভিন্ন ধরনের নৃগোষ্ঠীর বসবাস ছিল। ভোলগা বুলগেরিয়া রাষ্ট্র বিস্তারলাভ করেছিল মধ্যযুগে এবং কোনো এক সময়ে এই ভূখণ্ড খাজারদের অধীন ছিল। কালক্রমে ভোলগা বুলগেরীয়রা [[মুসলিম]] হয়ে উঠেছিল এবং বিভিন্ন [[তুর্ক জাতি|তুর্কি জনগণের]] সমন্বয়ে ভোলগা তাতার নামে আধুনিক জাতিগত গোষ্ঠী গঠন করেছিল।
 
৭ ⟶ ৬ নং লাইন:
[[File:Tatarstan President's headquarter and Tower of Suyumbike - panoramio.jpg|thumb|300px|তাতারস্তান প্রেসিডেন্টের কেন্দ্রীয় কার্যালয় ও সুয়ুম্বাইক টাওয়ার]]
== প্রাক-ইতিহাস ==
 
[[পুরা প্রস্তর যুগ|পুরোনো প্রস্তর যুগ]] থেকে তাতারস্তানে মানুষের বসবাস ছিল। তাতারস্তানের মাটিতে [[প্রস্তর যুগ|প্রস্তর]] এবং [[ব্রোঞ্জ যুগ|ব্রোঞ্জ যুগের]] বিভিন্ন সংস্কৃতির পুরাতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
 
১৩ নং লাইন:
ভোলগা-কামা অববাহিকার অধিকাংশ ভূখণ্ড ইমানকিসকা সংস্কৃতির উপজাতিরা দখল করে নিয়েছিল; সিথিয়ানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বলে মনে করা হয়; তারা [[ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহ|ইন্দো-ইউরোপীয় ভাষায়]] কথা বলত। তথাকথিত প্যানোবর সংস্কৃতি (সম্ভবত ফিনিক উৎসের) নামে একটা নতুন গোষ্ঠী খ্রিস্টীয় প্রথম শতকের শুরুর দিকে নিম্ন কামায় উদ্ভূত হয়েছিল।
 
পরবর্তী প্রাচীন [[সাইবেরিয়া|সাইবেরিয়ান]] [[তুর্ক জাতি|তুর্কিকতুর্কি]] এবং ইউগ্রিক উপজাতিগুলোর মহান অভিবাসনের সময় মধ্য ভোলগার পূর্বদিকের অঞ্চলটায় বসবাস করছিল এবং প্যানোবর সংস্কৃতিকে কামা অববাহিকা থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল। প্যানোবর উপজাতিরা যেখানে দীর্ঘকাল ছিল বর্তমানে সেগুলোই তাতারস্তানের উত্তর ও উত্তর-পশ্চিম অংশ।
 
== তুর্কি জনগণ ==
 
মোটামুটি ৫০০ থেকে ৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে তুর্কি [[তুর্কীয় ভাষাসমূহ|ভাষাভাষী]] যাযাবরদের অন্তঃপ্রবাহ ঘটতে দেখা গিয়েছিল। এই অভিবাসীদের সংস্কৃতি যেসব গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ছিল তারা হল: গোকটার্ক, খাজার এবং মহান বুলগেরিয়ার উপজাতিগণ।
 
== ভোলগা বুলগেরিয়া ==
 
এই অঞ্চলের প্রথম সংগঠিত রাষ্ট্র ভোলগা বুলগার খানেটের উত্থান দেখা গিয়েছিল নবম এবং দশম শতকে। ভোলগা বুলগেরিয়ার বেশির ভাগ জনগণই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। অন্যান্য শহরগুলির সঙ্গে বোলঘর, বিলার এবং সুয়ার শহরে শিল্প (ঢালাই, গঠন) এবং বাণিজ্যের উন্নয়ন দেখা গিয়েছিল। অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করেছিল শস্য উৎপাদন এবং গবাদি পশুর প্রজনন। কৃষকরা ছিল প্রধানত মুক্ত ভূমির মালিক।
 
৩২ ⟶ ৩৪ নং লাইন:
 
==রাশিয়ান আক্রমণের পরবর্তীকাল==
 
১৫৫২ খ্রিস্টাব্দের পর [[মস্কো]] শহরে গঠিত কার্যালয় থেকে কাজান প্রাসাদ দ্বারা খানাতে শাসন করা হোত। [[আইডেল-উরাল]] জনগণকে জবরদস্তি ব্যাপ্তাইজিত করার জন্যে ১৫৫৫ খ্রিস্টাব্দে [[কাজান|কাজানে]] একজন [[বিশপ]] নিয়োগ করা হয়েছিল। সেখানে অনেক গির্জা ও গুম্ফা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং রাশিয়ান কৃষক এবং হস্তশিল্পীরা তাতারস্তানের মধ্যে পুনর্বাসিত হয়েছিল। একই সময়ে জাতিগত তাতাররা মূল কাজান এবং নদী ও রাস্তার কাছাকাছি অঞ্চল থেকে বিতাড়িত হয়েছল। ষোলো এবং সতেরো শতকের সময়কালে রাশিয়ানদের তাড়নায় বহুসংখ্যক তাতার [[কামা (নদী)|ঊর্ধ্ব কামা]], কামার অপর পারে, [[বাশকোর্তোস্তান]], [[উরাল পর্বতমালা]] এবং [[সাইবেরিয়া|সাইবেরিয়ায়]] প্রবাসী হয়ে গিয়েছিল। ফলে এই পুরো অঞ্চল জুড়ে কৃষি, শিল্প এবং বাণিজ্যে পতন দেখা দিয়েছিল। স্থানীয় জনগণের কাছ থেকে জোর করে [[ইয়াসাক]] কর আদায় করা হোত। তাতার আভিজাত্যের কিছু অংশ [[রাশিয়ান সাম্রাজ্য|রাশিয়ান সাম্রাজ্যের]] আভিজাত্যের সঙ্গে সামিল ছিল; অনেকে সুযোগসুবিধে পাওয়ার জন্যে [[ব্যাপটিস্ট ধর্ম]] গ্রহণ করেছিল।
 
৪৪ ⟶ ৪৭ নং লাইন:
== বিপ্লব ও গৃহযুদ্ধ ==
[[চিত্র:Kazan1918_08_eng.jpg|থাম্ব| অগস্ট, ১৯১৮ খ্রিস্টব্দের যুদ্ধক্ষেত্র। ]]
 
১৯১৭ খ্রিস্টাব্দের [[অক্টোবর বিপ্লব|রাশিয়ান বিপ্লব]] সময়কালের বিশৃঙ্খলায় তাতারস্তান কার্যকরভাবে স্বাধীন হয়েছিল, সই সঙ্গে গঠিত হয়ছিল জাতীয় সংসদ ([[মিলান্ট ম্যাকলিস]]), জাতীয় সরকার ([[মিলি ইদারা]]), জাতীয় পর্ষদ ([[মিলি সুরা]]) এবং জাতীয় সেনা পর্ষদ ([[জারবি সুরা]])। কিছু সংখ্যক তাতার সেনা ইউনিট কমিউনিস্টদের বিরুদ্ধে [[রাশিয়ান গৃহযুদ্ধ|রাশিয়ান গৃহযুদ্ধে]] অংশগ্রহণ করেছিল। অ-কমিউনিস্ট তাতার বিপ্লবীরা স্বাধীন [[আইডেল-উরাল রাষ্ট্র]] ঘোষণা করেছিল, কিন্তু [[মস্কো|মস্কোর]] [[বলশেভিক]] সরকার তাদের পাশে স্বাধীন তাতারস্তান প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়েছিল। প্রধানত কাজান প্রদেশের তাতার-অধ্যুষিত অংশে ''বলাক আর্তি'' অথবা ''জাবুলাচি'' (ইংরেজিতে ''[[ট্রান্সবোলাকিয়া প্রজাতন্ত্র]]'' নামে 'মুসলিম পর্ষদ'কে 'ওয়ার্কার্স বলশেভিক কাউন্সিল' উচ্ছেদ করেছিল। মুসলিম পর্ষদ গ্রেপ্তার হয়েছিল।
 
১৯১৮ খ্রিস্টাব্দের অগস্টে [[সাদা চেক]] এবং [[কোমুচ]] বাহিনী কাজানে পৌঁছেছিল, কিন্তু [[কাজান অপারেশন|লাল চাপে পিছু হটেছিল]]।
 
== সোভিয়েত-পরবর্তী ইতিহাস ==
 
[[চিত্র:Tatar03.png|থাম্ব|300x300পিক্সেল| তাতারস্তানের মানচিত্র ]]
[[আবখাজিয়া]] এবং [[দক্ষিণ ওসেটিয়া|দক্ষিণ ওসেটিয়াকে]] স্বীকৃতি দেওয়ার ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়ায়, তাতার জনগণের মিলি মেজলিস তাতারস্তানের স্বাধীনতা ঘোষণা করেছিল ২০০৮ খ্রিস্টাব্দের ২০ ডিসেম্বর এবং [[জাতিসংঘ|জাতিসংঘের]] স্বীকৃতি প্রার্থনা করেছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://ireport.cnn.com/docs/DOC-183351|শিরোনাম=The Declaration of Independence of Tatarstan (archived copy)|তারিখ=9 January 2009|ওয়েবসাইট=CNN iReport|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140330111914/http://ireport.cnn.com/docs/DOC-183351|আর্কাইভের-তারিখ=30 March 2014|ইউআরএল-অবস্থা=dead}}</ref> যাইহোক, [[জাতিসংঘ]] এবং রাশিয়ান সরকার উভয়েই এই ঘোষণাকে উপেক্ষা করেছিল।