স্কট মুলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তি!
Suvray (আলোচনা | অবদান)
বিতর্কিত ভূমিকা - অনুচ্ছেদ সৃষ্টি!
৬ নং লাইন:
| fullname = স্কট অ্যান্ড্রু মুলার
| nickname =
| birth_date = {{birthজন্ম dateতারিখ and ageবয়স|1971|07|11|df=y}}
| birth_place = হারস্টন, কুইন্সল্যান্ড, [[অস্ট্রেলিয়া]]
| death_date =
| death_place =
৭৯ নং লাইন:
}}
 
'''স্কট অ্যান্ড্রু মুলার''' ({{lang-en|Scott Muller}}; জন্ম: ১১ জুলাই, ১৯৭১) কুইন্সল্যান্ডের হারস্টন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের শেষদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে [[কুইন্সল্যান্ড ক্রিকেট দল|কুইন্সল্যান্ড দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন '''স্কট মুলার'''।
 
১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত স্কট মুলারের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯ বছর বয়সে প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রেখে খেলার জগতে অগ্রসর হন। কিন্তু, খুব শীঘ্রই তিনি এ ধারা থেকে নিজেকে বিচ্যুত করেন ও ১৯৯৬-৯৭ মৌসুমের পূর্ব-পর্যন্ত আর কুইন্সল্যান্ডের পক্ষে খেলতে পারেননি।
 
ব্যবসায়িক দায়বদ্ধতা সত্ত্বেও খেলা চালিয়ে যেতে থাকেন। বুলসের পক্ষে [[শেফিল্ড শিল্ড]] প্রতিযোগিতার চূড়ান্ত খেলা থেকে সড়ে দাঁড়ান। এমনকি, অল্প কিছুকাল পরই প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেন তিনি। এক পর্যায়ে কুইন্সল্যান্ডের কোচ জন বুকাননের অনুরোধক্রমে পুণরায় খেলার জগতে ফিরে এসেছিলেন। পরবর্তী দুই বছর হতাশার পাশাপাশি ক্রমাগত আঘাতপ্রাপ্তির ফলে দীর্ঘসময় মাঠের বাইরে তাকে অবস্থান করতে হয়।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন স্কট মুলার। সবগুলো টেস্টই পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। ৫ নভেম্বর, ১৯৯৯ তারিখে ব্রিসবেনে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৮ নভেম্বর, ১৯৯৯ তারিখে হোবার্টে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
== বিতর্কিত ভূমিকা ==
১৯৯৯-২০০০ মৌসুমের অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার হোবার্ট টেস্টের মাইক্রোফোনে সরাসরি সম্প্রচারকৃত ‘কান্ট বোল, কান্ট থ্রো’ শীর্ষক কুখ্যাত বাক্য সংক্রান্ত ঘটনায় স্বীয় নামকে জড়িয়ে রেখে স্মরণীয় করে রেখেছেন স্কট মুলার। তবে, ডানহাতি পেস বোলার ও অসাধারণ ফিল্ডার হিসেবে তার সাফল্যকে ম্লান করে দিতে পারেনি এ ঘটনাটি।
 
== তথ্যসূত্র ==
৯৪ ⟶ ৯৯ নং লাইন:
* {{ক্রিকেটআর্কাইভ}}
*[http://observer.guardian.co.uk/osm/story/0,6903,562547,00.html An article from [[The Observer]]]
{{কুইন্সল্যান্ড দল ১৯৯৬-৯৭ শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন}}
{{কুইন্সল্যান্ড দল ১৯৯৯-০০ শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}