পঞ্চকন্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.1
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.1
৫৪ নং লাইন:
{{মূল নিবন্ধ|সীতা}}
 
সীতা রামায়ণের প্রধান নারী চরিত্র। তিনি হিন্দু দেবতা রামের (বিষ্ণুর অবতার) সহধর্মিনী। এছাড়াও, বিষ্ণুর পত্নী এবং ধন-সম্পদের দেবী [[লক্ষ্মী|লক্ষ্মী’র]] অবতার হচ্ছেন সীতা। তিনি সকল হিন্দু মহিলার কাছে আদর্শবতী পত্নীসুলভ ও নারীসুলভ দৃষ্টিভঙ্গীরূপে বিবেচিত হন।<ref name="Sutherland AOS">{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=Sutherland|প্রথমাংশ=Sally J.|শিরোনাম=Sita and Draupadi, Aggressive Behaviuor and Female Role-Models in the Sanskrit Epics|ইউআরএল=http://sseas.berkeley.edu/sites/default/files/faculty/files/sita_and_draupadi.pdf|প্রকাশক=University of California, Berkeley|সংগ্রহের-তারিখ=16 January 2013|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20130513083122/http://sseas.berkeley.edu/sites/default/files/faculty/files/sita_and_draupadi.pdf|আর্কাইভের-তারিখ=১৩ মে ২০১৩|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref><ref name="Pauwels2007">{{বই উদ্ধৃতি|লেখক=Heidi Rika Maria Pauwels|শিরোনাম=Indian Literature and Popular Cinema: Recasting Classics|ইউআরএল=https://books.google.com/books?id=LiXU4ihgMpgC&pg=PA53|সংগ্রহের-তারিখ=3 January 2013|বছর=2007|প্রকাশক=Routledge|আইএসবিএন=978-0-415-44741-6|পাতা=53}}</ref> [[Videha|বিদেহের]] রাজা [[Janaka|জনকের]] পালিতা কন্যা তিনি। পৃথিবীতে পরিখা খননকালে তাকে খুঁজে পান।<ref name="Mani720">Mani pp. 720-3</ref> [[অযোধ্যা|অযোধ্যার]] রাজকুমার রাম [[svayamvara|স্বয়ংবর]] অনুষ্ঠানে সীতাকে জয় করেন। পরবর্তীতে রাম চৌদ্দবছরের জন্য নির্বাসনে যান, সীতাও রামের সাথে যোগ দেন। অযোধ্যায় অবস্থানের জন্য রামের ইচ্ছার বিপরীতে তার ভাই লক্ষ্মণ নির্বাসনকে বেছে নেন।<ref name="Mani720"/>
 
[[দণ্ডকারণ্য|দণ্ডকারণ্যে]] নির্বাসন থাকাকালে তিনি রাবণের পাতানো শিকারে পরিণত হন ও রামকে সোনার হরিণের খোঁজে প্রেরণ করলে রাবণ চাতুর্যতার সাথে তাকে অপহরণ করেন। সীতাকে লঙ্কার [[Ashoka Vatika|অশোক বাটিকার]] কুঞ্জবনে আটকিয়ে রাখা হয়। রাবণকে যুদ্ধে পরাভূত করে সীতাকে উদ্ধার করে আনেন রাম।<ref name="Mani720"/> অগ্নিপরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সীতা তার সতীত্বের প্রমাণ দেন। রাম ও সীতা অযোধ্যায় ফিরে আসেন ও রাম রাজা হিসেবে অভিষিক্ত হন।<ref name="Mani720"/> এক ধোপা তার সতীত্বের বিষয়ে সন্দেহ পোষণ করলে রাম গর্ভবতী সীতাকে বনে পাঠিয়ে দেন।<ref name="Mani720"/> সীতা ঋষি [[বাল্মীকি|বাল্মিকী’র]] তপোবনে [[Lava (Ramayana)|লব]] ও [[Kusha (Ramayana)|কুশ]] নামে যমজ পুত্রসন্তানের জন্ম দেন।<ref name="Mani720"/> সন্তানেরা বড় হয়ে পিতা রামের সাথে পুনর্মিলিত হয়। রাম তাকে ফিরিয়ে আনার পূর্ব সীতাকে আবারো তার সতীত্বের পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এবার সীতা তার মাতা পৃথিবীর কোলে ফিরে যেতে মত দেন।<ref name="Mani720"/> স্বামী বিবেকানন্দের মতে, সীতা ভারতের প্রতিনিধিস্থানীয়া - ভারতের আদর্শ। স্বামী বিবেকানন্দ আশ্বস্ত করেন যে, অতীতের বিশ্বসাহিত্য ও ভবিষ্যতের বিশ্বসাহিত্য একীভূত হলেও আরকেটি সীতাকে খুঁজে বের করে আনা অসম্ভব। কারণ, সীতা অদ্বিতীয়, তার চরিত্র সকলের জন্য একবারই গঠিত হয়েছে। স্বামী বিবেকানন্দ রামকে অনেকভাবে দেখেছেন, কিন্তু কখনো সীতাকে একবারের বেশি দেখেননি।