রিঅ্যাক্ট নেটিভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইতিহাস অংশ সম্প্রসারণ
১ নং লাইন:
রিয়েক্ট নেটিভ ফেসবুকের তৈরী একটু উন্মুক্ত উৎসের মোবাইল অ্যাপলিকেশন ফ্রেমওয়ার্ক। নেটিভ সক্ষমতার সাথে সংমিশ্রন ঘটিয়ে রিয়েক্ট নেটিভ একই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপারদের জন্য ডেস্কটপ অ্য়াপলিকেশন, ইউডব্লিউপি অ্যাপলিকেশন, অ্যানড্রয়েড ও আইওএস অ্যাপলিকেশন নির্মান ও উন্নয়ন সহজ করে দেয়। কিউটির জন্য এর একটি অসম্পূর্ণ পোর্টও রয়েছে।
 
==ইতিহাস==
২০১২ সালে মার্ক জুকারবার্গ মন্তব্য করেন, কোম্পানি হিশেবে তাদের সবচেয়ে বড় ভুল ছিলো নেটিভের বদলে এইচটিএমএলের উপর খুব বেশী মনোযোগ দেওয়া। সে মন্তব্য করে ফেসবুক খুব দ্রুত আরও ভালো মোবাইল অভিজ্ঞতা প্রদানে কাজ করবে।
 
ফেসবুকের জরডান ওয়াকে ব্যাকগ্রাউন্ড জাভাস্ক্রিপ্ট থ্রেড ব্যবহার করে আইওএসের জন্য ইউআই উপাদান তৈরীর একটা উপায় বের করেন। ফেসবুক এ প্রযুক্তিকে একটা পরিপক্ব রূপ দিতে নিজেদের মধ্যে একটা হ্যাকাথন আয়োজনের সিদ্ধান্ত নেয়।
 
==তথ্যসূত্র==