২৭ জুলাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Babuy2k (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
 
== ঘটনাবলী ==
* ১৬৫৬ - ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।
* [[১৬৯৪]] - ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে ।
* ১৭৬১ - পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
* ১৭৭২ - পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ।
* ১৭৯৪ - ফ্রান্সে ম্যাক্সিমিলিয়োন রোবিস পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ।
* ১৮৬৮ - আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে।
* ১৮৮৯ - ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
* ১৯০৮ - লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।
* ১৯২০ - বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।
* ১৯২১ - টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।
* ১৯৪১ - জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।
* ১৯৫৩ - কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল এই দিন। আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে।
* ১৯৫৫ - অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।
* ১৯৭১ - প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।
* ১৯৮৭ - ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষর।
* ২০০৫ - আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।
* ২০০৭ - ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।
 
== জন্ম ==
৯ ⟶ ২৫ নং লাইন:
* [[১৬৬৭]] - [[ইয়োহান বার্নুয়ি]], সুইস [[গণিতবিদ]]। (মৃ. [[১৭৪৮]])
* [[১৮৩৫]] - [[জোযুয়ে কার্দুচ্চি]], নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি এবং শিক্ষক। (মৃ. [[১৯০৭]])
* ১৮৫৭ - প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিস।
* [[১৮৮১]] - হান্স ফিশার নোবেলবিজয়ী জার্মান জৈবরসায়ন বিজ্ঞানী। (মৃ.৩১/০৩/[[১৯৪৫]])
* [[১৮৯৯]] - [[পার্সি হর্নিব্রুক]], অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. [[১৯৭৬]])
২৭ ⟶ ৪৪ নং লাইন:
== মৃত্যু ==
* [[১২৭৬]] - [[আরাগনের প্রথম জেমস]], আরাগণের রাজা। (মৃ. [[১২০৮]])
* ১৮৪১ - রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।
* [[১৮৪৪]] - [[জন ডাল্টন]] , ইংরেজ রসায়নবিদ, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। (জ.০৬/০৯/[[১৭৬৬]])
* [[১৯১৭]] - [[এমিল টেওডোর কখার]], সুইস চিকিৎসক এবং চিকিৎসা গবেষক। (জ. [[১৮৪১]])