গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
DelwarHossain গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স পাতাটিকে জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স শিরোনামে পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর করেছেন: নিবন্ধকার GNU কে ভুলক্রমে গ্নু লিখেছেন,, যা প্রকৃতপক্ষে হবে জিএনইউ
সম্পাদনা সারাংশ নেই
১৫ নং লাইন:
}}
 
'''গ্নুজিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স''' বা '''গ্নুজিএনইউ, জিপিএল''' ({{lang-en|GNU General Public License, GNU GPL}}) হলো ব্যাপকভাবে ব্যবহৃত [[ফ্রি সফটওয়্যার লাইসেন্স]], যেটি ব্যবহারকারীর সফটওয়্যারটি রান করা, অধ্যয়ন করা, ভাগাভাগি করা ও মোডিফাই করার স্বাধীনতা নিশ্চিত করে। লাইসেন্সটি মূলত [[গ্নু প্রকল্প|গ্নু প্রকল্পের]] জন্যে [[ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন|এফএসএফের]] [[রিচার্ড স্টলম্যান]] লিখেছিলেন।<ref>জিপিএল বারবার জিজ্ঞাসিত প্রশ্ন: [https://www.gnu.org/licenses/gpl-faq.html#DoesUsingTheGPLForAProgramMakeItGNUSoftware কোন প্রোগ্রামের জন্যে জিপিএল গ্রহণ করা মানেই কি এটি গ্নু সফটওয়্যার?]</ref> জিপিএল একটি [[কপিলেফট]] লাইসেন্স, যার মানে ডেরিভেটিভ কার্য শুধুমাত্র একই লাইসেন্সের শর্তাবলী অনুযায়ী বিতরণ করা যাবে। এ বৈশিষ্ট্য অন্যান্য অনুমতিসূচক ফ্রি সফটওয়্যার লাইসেন্স যেমন বিএসডি লাইসেন্স ও এমআইটি লাইসেন্সের সাথে এর পার্থক্য গড়ে দেয়। জিপিএল হলো সাধারণ ব্যবহারের জন্যে প্রথম কপিলেফট লাইসেন্স।
 
ঐতিহাসিকভাবে, জিপিএল লাইসেন্স পরিবার ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার ডোমেইনে সবচেয়ে জনপ্রিয়গুলোর একটি। জিপিএলের অধীনে লাইসেন্সকৃত জনপ্রিয় ফ্রি সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে রয়েছে [[লিনাক্স কার্নেল]] এবং [[গ্নু|গ্নু কম্পাইলার কালেকশন]] (জিসিসি)। ড্যাভিড এ. হুইলার দাবী করেন, জিপিএলের প্রদত্ত কপিলেফটই [[লিনাক্স]]-ভিত্তিক সিস্টেমের সফটওয়্যার সাফল্যের কারণ। এটি এ কার্নেলের পেছনে অবদান রাখা প্রোগ্রামারদের এমন একটি নিশ্চয়তা দেয় যে, তাদের কাজ পুরো বিশ্বের জন্যে ভাল কিছু বয়ে আনবে। <ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.dwheeler.com/blog/2006/09/01/#gpl-bsd |শিরোনাম=কেন জিপিএল লিনাক্সকে সাফল্যের দিকে তাড়িত করলো? |উক্তি=সুতরাং যখন বিএসডি যখন প্রতিটি কোম্পানির সাথে জড়িত হয়ে আরও শক্তি হারিয়ে ফেলে, জিপিএল প্রোগ্রামগুলো তখন প্রতিটি কোম্পানিকে জড়িত করে লাভবান হয়।}}</ref>