উভচর প্রাণী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
রচনাশৈলী
১ নং লাইন:
{{Taxobox
| name = উভচর
| fossil_range = [[Late Devonian]], [[present]], {{fossil range|370|0}}
| image = Amphibians.png
| image_upright = 1.15
১৩ নং লাইন:
* [[লিসামফিবিয়া]]
}}
 
[[চিত্র:Australia green tree frog (Litoria caerulea) crop.jpg|right|thumb|250px|এক জাতের গেছো ব্যাঙ]]
[[চিত্র:Salamandra salamandra CZ.JPG|right|thumb|200px|একটি সালামান্ডার]]
[[চিত্র:Caecilian.jpg|right|thumb|200px|একটি সিসিলিয়ান]]
 
'''উভচর''' হল '''এ্যামফিবিয়া''' শ্রেণীর [[ectotherm]]ic, [[টেট্রাপড]] [[মেরুদন্ডি]] প্রাণী। আধুনিক উভচরেরা হল [[লিসামফিবিয়া]]। তারা বিভিন্ন ধরনের বসবাস অভ্যাস গড়ে তুলেছে, বেশিরভাগ প্রজাতিই [[ভূমির প্রাণী|মাটি]], [[fossorial]], [[arboreal]] বা স্বাদু পানির [[জলজ প্রাণী]]। উভচরেরা সাধারণত পানিতে [[লার্ভা]] হিসেবে জীবন শুরু করে কিন্তু কিছু প্রজাতি আচরণগত অভিযোজন করে এই ব্যবস্থাটি এড়িয়ে যেতে পারে। প্রাথমিকভাবে লার্ভা অবস্থায় পানিতে শ্বাস নেবার সক্ষমতা থেকে বড় হতে হতে শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে ফুসফুসের মাধ্যমে শ্বাস কাজ চালানোর সক্ষমতা অর্জন করে। উভচরেরা তাদের ত্বককে দ্বিতীয় শ্বসন সহায়ক বর্হিরাঙ্গ হিসেবে ব্যবহার করে এবং কিছু মাটির [[সালামান্ডার]] এবং [[ব্যাঙ]] শুধুমাত্র তাদের চামড়ার উপর নির্ভর করে কারণ তাদের কোন ফুসফুস নেই। তারা বাহ্যত [[টিকটিকি]]র সাথে মিলে কিন্তু সরীসৃপের স্তন্যপায়ী ও পাখির মত ভূমিতে বংশবৃদ্ধি করে তাদের পানির প্রয়োজন হয় না। এদের জটিল বংশবৃদ্ধি প্রক্রিয়া ও বিশেষ ত্বকের জন্য বাস্তব্যবিদ্যা নির্দেশক রয়েছে। তাছাড়া গত কয়েক দশকে সারা পৃথিবীতে উভচর প্রাণীর অনেক প্রজাতি সংখ্যা আশংকাজনক হারে কমেছে।
 
সাধারণত সেই সব প্রাণীদেরকে '''উভচর প্রাণী''' ({{lang-en|Amphibian}}) বলা হয় যাদের ত্বক চুলহীন ও ভেজা থাকে এবং এই ত্বকের মধ্য দিয়ে পানি দেহের ভেতরে-বাইরে আসা-যাওয়া করতে পারে। প্রায় সব উভচর প্রাণীই তাদের জীবনের প্রথম অংশ পানিতে কাটায় এবং পরবর্তী জীবন স্থলে অতিবাহিত করে। এই দ্বৈত জীবনযাপনের কারণেই এদের নাম দেয়া হয়েছে উভচর। এদের ইংরেজি নাম amphibian গ্রিক শব্দ amphi অর্থাৎ উভয় এবং bios অর্থাৎ জীবন থেকে এসেছে। উভচর প্রাণীরাই ছিল প্রথম মেরুদণ্ডী প্রাণী যারা অভিযোজনের মাধ্যমে স্থলে বসবাস করে শুরু করে। এরা সরীসৃপদের পূর্বপুরুষ, যেগুলি আবার পাখি ও স্তন্যপায়ীদের পূর্বপুরুষ।
 
উভচর প্রাণীরাই ছিল প্রথম মেরুদণ্ডী প্রাণী যারা অভিযোজনের মাধ্যমে স্থলে বসবাস করে শুরু করে। এরা সরীসৃপদের পূর্বপুরুষ, যেগুলি আবার পাখি ও স্তন্যপায়ীদের পূর্বপুরুষ।
 
সমস্ত উভচর প্রাণীকে তিনটি মূল বর্গে ভাগ করা যায়:
৩৩ ⟶ ৩১ নং লাইন:
 
সবচেয়ে কম সংখ্যক প্রজাতির উভচর হল সিসিলিয়ান জাতের উভচর। এদের প্রজাতির সংখ্যা ১৭৩। এদের কোন হাত-পা নেই, তাই এরা দেখতে অনেকটা কেঁচোর মত। এদের বেশির ভাগই ভূ-তলদেশে মাটি খুঁড়ে বসবাস করে, তবে এদের কিছু কিছু প্রজাতি পানিতেও থাকে।
==তথ্যসূত্র==
 
{{সূত্র তালিকা}}
[[বিষয়শ্রেণী:উভচর প্রাণী]]