সাহারা (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zlatan990 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Zlatan990 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৪ নং লাইন:
"অর্ডার" সিনেমাতে আলেকজান্ডার বো'র সাথে সাহারার বিখ্যাত গান "চন্দ্রিমা" মুক্তি পেলে সবার চাহিদার নায়িকা হয়ে যান। এই গানে সাহারার অদম্য সাহসী তোয়ালে পরা উপস্থিতি সবাইকে তাক লাগিয়ে দেয়। অভিনয়ের সুযোগ পান বাংলাদেশের অন্যতম সেরা দুই নায়ক রুবেল ও রিয়াজ এর সাথে "বিষাক্ত চোখ" সিনেমাতে। জীবনের প্রথম বড় বাজেটের সিনেমা পেয়ে নিজেকে উজাড় করেন দেন সাহারা। বিশেষ করে, এই ছায়াছবিতে রুবেলের সাথে "হায় রে হায়" গানে তার বক্ষবন্ধনী প্রকাশিত পোশাক আলোচনার ঝড় তুলে। এরপর সাহারাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
 
তবে শুধু সংক্ষিপ্ত পোশাক পরে শরীর প্রদর্শন নয়, অভিনয় প্রতিভাতেও সাহারা ছিলেন দুর্দান্ত। যার ফলাফল নতুন নতুন চলচিত্র হাতে পান সাহারা। ২০০৮ সালে অভিনয় করেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল সিনেমা "প্রিয়া আমার প্রিয়া"তে<ref>https://www.thedailystar.net/news-detail-206218</ref>। সর্বশেষ তাকে ''তোকে ভালোবাসতেই হবে'' চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। ২০১৫ সালে বিয়ের পর তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেন<ref>https://bangladeshtimes.com/entertainment/news/15847</ref>।
 
== ব্যক্তিগত জীবন ==
খুব ছোটবেলা থেকেই সাহারা নাচ শিখেছেন বিখ্যাত নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে। ২০০৫ সালে বাবাকে হারানোর পর আর লেখাপড়া করা হয়ে ওঠেনি সাহারার। নিজের চলচ্চিত্রের আয় দিয়ে ভাইকে লেখাপড়া করান এই প্রতিভাবান নায়িকা। ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মাহবুবুর রহমান মনির সঙ্গে সাহারার পরিচয় হয় এই ছবির শুটিং এর সময়। প্রায় তিন বছর পর ২০১৫ সালেসালের জুলাইয়ে৮ মে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএসের রাওয়া ক্লাবে তাদের বিয়েবিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাহারা বিয়ের পর স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন<ref>https://www.jagonews24.com/entertainment/news/410678</ref>।
 
== সমালোচনা ==
 
 
==তথ্যসূত্র==