উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RockyMasum (আলোচনা | অবদান)
৬৪ নং লাইন:
=== মতামত প্রদান – [[ব্যবহারকারী:RockyMasum|মাসুম-আল-হাসান]] ===
* স্থানীয় এবং বৈশ্বিক দুই দলের সমন্বয়েই এটি করা উচিত। স্থানীয় দল সরাসরি নীতিমালা প্রয়োগের কাজটি করবে। বৈশ্বিক দলের কাজ হবে স্থানীয় দলগুলির মাঝে সমন্বয় সাধন করা এবং প্রয়োজনে অন্যান্য সহায়তা দেয়া।
 
== সবাইকে ধন্যবাদ ও আলোচনার সারমর্ম ==
 
প্রিয় সবাই, এই আলোচনায় অংশ নিয়ে যাঁরা মতামত দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। অনউইকি, ১:১ কল ও অফউইকিসহ বিভিন্নভাবে নতুন ও পুরাতন বেশ ব্যবহারকারী এই আলোচনায় তাঁদের মতামত দিয়েছেন। এর ভিত্তিতে একটি সারমর্ম প্রস্তুত করেছি। এই আলোচনা পাতার সাথে সাথে সম্প্রদায়ের মেইলিং লিস্টসমূহ, ফেসবুক গ্রুপ, চ্যাট গ্রুপসহ সতন্ত্রভাবে সম্প্রদায়ের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছিলো। এছাড়া, উইকিপিডিয়ার গণবার্তা ফিচার ব্যবহার করে গণবার্তা পাঠানো হয়েছিলো। সম্প্রদায়ের অধিকাংশ সদস্য যাতে তাঁদের মতামত ও অভিপ্রায় ব্যক্ত করতে পারেন তাই বিভিন্ন মাধ্যম/পর্যায়ে আলোচনার পাশাপাশি এ সম্পর্কিত জরিপে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো। একটা ব্যাপার লক্ষ্যনীয় যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রদায়ের সদস্যগণ অনউইকি মতামত দেওয়ার চাইতে ১:১ কলে মতামত দিতে স্বাচ্ছন্দবোধ করেন :) যাঁদের সাথে আলোচনা হয়েছে তারা সকলেই মতামত দিয়েছেন।
 
এছাড়া, বাংলা উইকিপিডিয়া নিয়ে কাজ করা আঞ্চলিক বিভিন্ন দলের সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়। এর মধ্যে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার এবং এর আওতাধীন আঞ্চলিক সম্প্রদায়সমূহ, পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ানস ইউজারগ্রুপ এবং সাঁওতালি উইকিপিডিয়া ইউজারগ্রুপও রয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ বোর্ড তাদের বোর্ডসভা এবং বোর্ডের প্রাইভেট মেইলিং লিস্টে আলোচনা করে ‘এমন বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা থাকা প্রয়োজন’ বলে মত দেন। এর ফলে ‘উইকিমিডিয়া প্লাটফর্মে বৈষম্য/হয়রানি অনেকাংশেই কমবে’ বলে তারা মনে করেন।
 
পশ্চিমবঙ্গ ইউজারগ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা তৈরির বিষয়ে তাঁদের কোন বক্তব্য নেই বলে জানায়। তাঁরা অভিযোগ করেন, ‘অতীতে বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে বা মতামত দিয়ে সেই অভিজ্ঞতা থেকে তাঁরা ধারণা করেছেন, ফাউন্ডেশন কমিউনিটির মতামতকে গুরুত্ব নাও দিতে পারে’। এর বাইরে সম্প্রতি প্রতিষ্ঠিত হওয়া সাঁওতালি ইউজার গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে হয়রানি ও অভদ্র আচরণ রোধে নির্দেশনাটি কাজে আসবে বলে মত দেন।
 
আলোচনা চলাকালীন বেশিরভাগ অংশগ্রহণকারী উইকিমিডিয়া প্রকল্পে আক্রমণাত্মক / অশোভন আচরণ / হয়রানি, অবদানকারী ধরে রাখা, সম্পাদনা যুদ্ধ, গোপনীয়তা সংক্রান্ত সমস্যা, স্প্যামিং এবং সর্বপোরি ধ্বংসপ্রবণতা সম্পর্কে আলোচনা করেছেন। অনউইকি ও অফউইকি অংশগ্রহণকারী সবাই এই প্রকল্পের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং সবাই যে মতামতগুলো দিয়েছেন তার সারাংশ অনেকটা এরকম:
 
* এই বিধিমালা বিভিন্ন প্রকল্পে অনুরূপ এবং / অথবা নিয়মিত আক্রমণাত্মক / অভদ্র আচরন মোকাবেলায় ভূমিকা রাখবে।
* লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য উইকিমিডিয়া আন্দোলনের ভেতর একটি সম্মানজনক ও হয়রানিমুক্ত পরিবেশ তৈরি করবে এবং অবদানকারী ধরে রাখা সংক্রান্ত উইকি প্রকল্পে যে দীর্ঘমেয়াদী সমস্যা সেটি কিছুটা হলেও কমাতে ভূমিকা রাখবে।
* গ্রহণযোগ্য একটি নীতিমালা রেফাসেন্স হিসেবে ব্যবহার করা যাবে। বিশেষ করে ছোট ও তুলনামূলকভাবে অপরিপক্ক প্রকল্পগুলোর ব্যবহারকারীদের উইকির চর্চা বোঝাতে ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
* অপ্রয়োজনীয় সম্পাদনা যুদ্ধ প্রতিরোধ এবং গোপনীয়তা বিষয়টি গুরুত্ব সহকারে নিতে ব্যবহারকারীদের সহায়তা করবে।
* অনেক সময় অনভিজ্ঞ ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যায় পড়ে যেমন কিছুক্ষেত্রে অভিজ্ঞ ব্যবহারকারীরা তাদের মতামত অন্য অনভিজ্ঞদের উপর চাপিয়ে দিতে দেখা যায়। এসবক্ষেত্রে এই বিধিমালা সাহায্য করতে পারে।
* মতামত প্রদানকারীগণ আর্থিক অনৈতিক লেনদেন নিয়েও কথা বলেছেন। এ ধরণের ক্ষেত্রে সম্প্রদায়ের স্বেচ্ছাসেবী কার্যক্রমকেই প্রশ্নের মুখে ঠেলে দেয়। এ ধরণের অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়ে ব্যবহারের শর্তাবলী আরো কঠোরভাবে প্রয়োগ করা উচিত এবং এটি বিধিমালাতে যুক্ত করা উচিত।
* স্থানীয় সম্প্রদায় যাতে তাদের সংস্কৃতি ও স্থানীয় প্রেক্ষাপটে নীতিমালার অনুচ্ছেদ সংযোজন ও বিয়োজন করতে পারে সে ব্যবস্থা রাখা উচিত।
* নীতিতে পারস্পরিক শ্রদ্ধা এবং শিষ্টাচারের উল্লেখ করা উচিত, কারও ধর্মীয় এবং / অথবা সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে যাতে এটি সামঞ্জস্যপূর্ণ হয়।
* কিছু কিছু ক্ষেত্রে এক সম্প্রদায় হয়ত কোন কোন বিষয় হালকাভাবে নিতে পারে আবার অন্য সম্প্রদায়ই উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে নিতে পারে। এ বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন।
* সামাজিক পরিসরে সহিষ্ণুতা বজায় রাখা এবং অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা উচিত।
* যে কোনও প্ল্যাটফর্মে স্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য কিছু নৈতিক নির্দেশিকা থাকা প্রয়োজন তবে এটি একটি ব্যাখ্যামূলক পোতা হিসেবে থাকা উচিত।
যে সব সম্প্রদায়ে এই আলোচনাটি হয়েছিলো সব কিছু মিলিয়ে একটি প্রতিবেদন মেটায় প্রকাশ করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। [[:m:Universal Code of Conduct/Initial 2020 Consultations|এখানে পড়ুন]]। মূল নীতিমালাটির খসড়া এ বছরের শেষের দিকে হয়ত দেখতে পারবো। ধন্যবাদ। – [[User:NahidSultan (WMF)|নাহিদ]] ([[User Talk:NahidSultan (WMF)|আলাপ]]) ১৮:৫১, ১৮ জুন ২০২০ (ইউটিসি)