নবদ্বীপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ, রচনাশৈলী পরিবর্তন, সংশোধন
তথ্যসূত্র উন্নতি, সংশোধন
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৬৯ নং লাইন:
}}
 
'''নবদ্বীপ''' [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] রাজ্যের [[নদিয়া জেলা|নদিয়া জেলার]] একটি সুপ্রাচীন শহর ও পৌরসভা এলাকা। নবদ্বীপ [[চৈতন্য মহাপ্রভু|চৈতন্য মহাপ্রভুর]] জন্মস্থান ও লীলাক্ষেত্রর জন্য বিখ্যাত। [[নবদ্বীপ পৌরসভা]] ১৮৬৯ সালে স্থাপিত। বাংলায় [[সেন রাজবংশ|সেন রাজাদের]] আমলে (১১৫৯ - ১২০৬) নবদ্বীপ ছিল রাজধানী। ১২০২ সালে রাজা লক্ষ্মণ সেনের সময় [[ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজী|বখতিয়ার খলজি]] নবদ্বীপ জয় করেন<ref>{{ওয়েববই উদ্ধৃতি |শিরোনাম=Tourist Department |ইউআরএল=httphttps://wwwbooks.wbgoogle.nicco.in/westbg/nabadwip.html books?id=sxhAtCflwOMC&pg=PA53&lpg=PA53&dq=bakhtiyar+khilji+attack+nadia+in+1202&source=bl&ots=UJQUWZFhoB&sig=ACfU3U2LcafC2x1Ym7wrRikCBqehvIdaUg&hl=en&sa=X&ved=2ahUKEwiR35Oftf_pAhX26nMBHQXhAj0Q6AEwAnoECAkQAQ#v=onepage&q=bakhtiyar%20khilji%20attack%20nadia%20in%201202&f=false|সংগ্রহের-তারিখশিরোনাম=২২A এপ্রিলComprehensive ২০১৫History |আর্কাইভেরof Medieval India: From Twelfth to the Mid-ইউআরএলEighteenth Century|শেষাংশ=https://web.archive.org/web/20100209210539/http://www.wb.nic.in/westbg/nabadwip.htmlAhmed|প্রথমাংশ=Farooqui Salma|আর্কাইভের-তারিখ=2011|page=৫৩||প্রকাশক=Pearson ফেব্রুয়ারি ২০১০Education India|অকার্যকর-ইউআরএলভাষা=হ্যাঁ en|আইএসবিএন=978-81-317-3202-1}}</ref> যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। চৈতন্যের সময়ে [[বাসুদেব সার্বভৌম]], রঘুনাথ শিরোমণি, [[রঘুনন্দন ভট্টাচার্য্য|স্মার্ত রঘুনন্দন]] প্রমুখ এবং পরবর্তীতে [[কৃষ্ণানন্দ আগমবাগীশ]], বুনোরামনাথ প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃতচর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপ ছিল সেই সময়ে বিদ্যালাভের পীঠস্থান ও একে বলা হত ''বাংলার অক্সফোর্ড''।<ref>Cotton,{{বই Hউদ্ধৃতি|ইউআরএল=https://books.Egoogle.Aco.in/books/about/Calcutta_Old_and_New.html?id=a3scAAAAMAAJ&redir_esc=y|শিরোনাম=Calcutta, ''Calcutta Old and New'',: 1909/1980,A p1,Historical and Descriptive Handbook to the City|শেষাংশ=Cotton|প্রথমাংশ=Sir Evan|তারিখ=1980|প্রকাশক=General Printers and& Publishers Pvt. Ltd.|ভাষা=en|page=১}}</ref>
 
==নামকরণ==
নবদ্বীপ নামের উৎস সম্বন্ধে নানা ধারনা প্রচলিত আছে। নবদ্বীপ ও নদিয়া এই দুটি নামই এই জনপদে প্রচলিত। এই শহর বহু বার বৈদেশিক আক্রমণের শিকার হয়েছে, যার ফলে উচ্চারণের বিকৃতির মাধ্যমে নদিয়া ও নবদ্বীপ সম্পর্কযুক্ত হতে পারত, যদিও তা হয় নি। নবদ্বীপ, 'নূদীয়া' 'নওদিয়া'বা 'নদীয়াহ' হয়েছে ভাষান্তরের জন্য। রজনীকান্ত চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, "মিনহাজউদ্দিন সিরাজির গ্রন্থে নবদ্বীপকে নওদিয়ার বলা হইয়াছে। নওদিয়ার শব্দে নূতন দেশ।" <ref name=":0">{{বই উদ্ধৃতি|শিরোনাম=নবদ্বীপের ইতিবৃত্ত|শেষাংশ=মন্ডল|প্রথমাংশ=মৃত্যঞ্জয়|প্রকাশক=|বছর=|আইএসবিএন=|অবস্থান=|পাতাসমূহ=৫৯}}</ref> নূতন দেশ বলতে এখানে গঙ্গাবিধৌত পলিসঞ্জাত নুতন দ্বীপকেই বোঝান হয়েছে।
 
কবি কর্ণপুর তাঁর '''চৈতন্য চরিতামৃতাম্''' মহা কাব্যে নবদ্বীপকে '''নবীন দ্বীপং''' বলে উল্লেখ করেছেন।<ref>শ্রীচৈতন্যচরিতাম-কবি{{বই কর্ণপুরউদ্ধৃতি|ইউআরএল=http://archive.org/details/in.ernet.dli.2015.297956|শিরোনাম=Shree Krishna Chaitanya Charitamrita ৬।২৩Mahakavyam|শেষাংশ=Kabikarnapur|তারিখ=1958|page=১৬৮}}</ref> ষোড়শ শতাব্দীতে '''নুলো পঞ্চানন''' বলেছেন, ''কহেন রাজা কাহার কথা অভিলাশ। নব নব দ্বীপপুঞ্জ নবদ্বীপে প্রকাশ।''<ref>সম্বন্ধ{{বই নির্ণয়উদ্ধৃতি|ইউআরএল=http://archive.org/details/in.ernet.dli.2015.354530|শিরোনাম=Sambandha ৩য়Nirnay সং পৃEd. 3rd|শেষাংশ=Sharma|প্রথমাংশ=lalmohan|তারিখ=1908|page=৭১৪}}</ref> লক্ষ্মণ সেনের সমসাময়িক '''এডু মিশ্র''' নবদ্বীপ সম্বন্ধ্যে বলেছেন, ''গঙ্গাগর্ভোস্থিত দ্বীপ দ্বীপপূঞ্জৈবর্হিধৃত। প্রতিচ্যাং যস্য দেশস্য গঙ্গাভাতি নিরন্তরম।''
 
নবদ্বীপ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাস ওঝার রামায়াণে।<ref>{{বই nameউদ্ধৃতি|ইউআরএল="নবদ্বীপhttp://archive.org/details/in.ernet.dli.2015.302457|শিরোনাম=Krittibas-birachita মহিমা">নবদ্বীপ মহিমাRamayan|শেষাংশ=Sen|প্রথমাংশ=Sattyendranath|তারিখ=1959|page=২১}}</ref> তিনি অবশ্য নদিয়া এবং নবদ্বীপ দুটি নামই উল্লেখ করেছেন- ''গঙ্গারে লইয়া জান আনন্দিত হইয়া আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদীয়া। সপ্তদ্বীপ মধ্যে সার নবদ্বীপ গ্রাম। একঅরাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম।।'' মৃত্যুঞ্জয় মণ্ডলের মতে গঙ্গা গর্ভোত্থিত নতুন দ্বীপটি সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সুসংবদ্ধ উচ্চারণে হয়ে ছিল ‘নবদ্বীপ’। পরে ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করার পর ফার্সি-ভাষায় নবদ্বীপ অর্থে নতুন দ্বীপ কথাটির ভাষান্তর ঘটিয়ে ‘নদিয়া’ করেছেন মাত্র।<ref>নবদ্বীপের ইতিবৃত্তname=":0" পৃ. ৫৯</ref><br/>অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম দাস) প্রচার করলেন নবদ্বীপ হচ্ছে নয়টি দ্বীপের সমষ্টি। তিনি বলেন- {{cquote|দ্বীপ নাম শ্রাবণে সকল দুঃখ ক্ষয়। গঙ্গা পূর্ব-পশ্চিম তিরেতে দ্বীপ নয়। পুরবে অন্তদ্বীপ, শ্রীসীমন্তদ্বীপ হয়। গোদ্রুমদ্বীপ, শ্রীমধ্যদ্বীপ চতুষ্টয়। কোলদ্বীপ, ঋতু, জহ্নু, মোদদ্রুম আর। রুদ্রদ্বীপ এই পঞ্চ পশ্চিমে প্রচার।।}} নরহরি চক্রবর্তীর পূর্বে রচিত বিশাল বৈষ্ণব-সাহিত্যের কথাও নবদ্বীপকে নয়টি দ্বীপের সমষ্টি বলা হয়নি। তিনিই প্রথম নয়টি স্থানকে দ্বীপ হিসাবে চিহ্নিত করে প্রচার করেন।<ref>ভক্তিরত্নাকর{{বই -উদ্ধৃতি|ইউআরএল=http://archive.org/details/BhaktiRatnakar|শিরোনাম=Bhakti নরহরিRatnakar|শেষাংশ=Srila চক্রবর্তী,Narahari ১২/Chakravarti Thakura|page=৫০-৫২}}</ref>
 
নদিয়ার নামকরণ প্রসঙ্গে '''কান্তিচন্দ্র রাঢ়ী''' একটি কিংবদন্তির উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে, {{cquote|ভাগীরথী তীরস্থ নবসৃস্ট চরভূমিতে এক তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যায় ন’টি দিয়া (প্রদীপ) জ্বালিয়ে তন্ত্র-সাধানা করতেন। দূর থেকে দেখে লোকে এই দ্বীপটিকে ন’দিয়ার চর বলত। আর সেই থেকেই নাকি লোকমুখে ‘নদিয়া’ নামের প্রচলন করে।<ref>{{বই nameউদ্ধৃতি|ইউআরএল="নবদ্বীপhttp://archive.org/details/in.ernet.dli.2015.512971|শিরোনাম=Nabadwip-mahima মহিমা"Ed. 2 Vol. 1 And 2|শেষাংশ=Dutta|প্রথমাংশ=phanibhushan Ed|তারিখ=1937|page=১৪}}</ref>}}
 
==ইতিহাস==
২২০ নং লাইন:
দ্বাদশ-ত্রয়োদশ শতক থেকে নবদ্বীপে শক্তি সাধনার প্রসার ঘটতে থাকে। নবদ্বীপের তন্ত্রসাধক [[কৃষ্ণানন্দ আগমবাগীশ]] দক্ষিণাকালীর রুপ বর্ণনা করে বাংলায় কালী পূজার প্রসার ঘটান।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/maa-kali-came-to-bengali-household-with-the-help-of-krishnananda-agamavagisha-1.689891|শিরোনাম=কৃষ্ণানন্দের হাত ধরে বাংলার ঘরে এলেন কালী|শেষাংশ=ভট্টাচার্য|প্রথমাংশ=বিভূতিসুন্দর|ওয়েবসাইট=anandabazar.com|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2020-06-13}}</ref> নবদ্বীপের শাক্তদেবীর মধ্যে অন্যতম পোড়ামাতলার [[পোড়ামা কালীমন্দির, নবদ্বীপ|মা পোড়ামা]]। এছাড়া [[কৃষ্ণানন্দ আগমবাগীশ]] পূজিত [[আগমেশ্বরী মাতা]], এল্যানেকালী মাতা, ওলাদেবী, সিদ্ধেশ্বরী মাতা উল্লেখযোগ্য।রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় [[নবদ্বীপের শাক্তরাস|নবদ্বীপে শাক্তরাসের]] জনপ্রিয়তা ও জৌলুস বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে রাজা গিরীশচন্দ্রের সময়ে এটি নবদ্বীপের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়। শাক্তদেবীদের বিশাল মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে শক্তি আরাধনা নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=http://archive.org/details/in.ernet.dli.2015.265018|শিরোনাম=Sekaler Darogar Kahini Ed. 2nd|শেষাংশ=Roy|প্রথমাংশ=Alok Ed|তারিখ=1958|page=৩৪-৩৫}}</ref> [[শিবের মুখোশ]] এখানকার শৈব সংস্কৃতির একটি উল্লেখযোগ্য উদাহরণ।
====বৈষ্ণব সংস্কৃতি====
নবদ্বীপের মহাপুরুষ [[চৈতন্য মহাপ্রভু]]র আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব ধর্মাবলম্বীর প্রসার ঘটতে থাকে। চৈতন্য জীবনীকে কেন্দ্র করে বৈষ্ণবসাহিত্যের যে অপার সম্ভার সৃষ্টি হয়, তাতে নবদ্বীপের তৎকালীন ভৌগোলিক অবস্থান ও খ্যাতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তৎকালীন সময়ে বাংলা তথা নবদ্বীপে জাতপাত সম্পর্কে যে বিদ্বেষী মনোভাব মানুষের মধ্যে ছিল, চৈতন্য মহাপ্রভু নামকীর্তনের মাধ্যমে সেই ভাবধারাকে চূর্ণ করতে পেরেছিলেন। [[কার্ল মার্ক্স|কার্ল মার্কসের]] জাতিতাত্তিক লেখায় চৈতন্যদেবের এই গণআন্দোলন ও সমাজসংস্কারের উল্লেখ পাওয়া যায়।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.co.in/books/about/The_Ethnological_Notebooks_of_Karl_Marx.html?id=Qi-0AAAAIAAJ&redir_esc=y|শিরোনাম=The Ethnological Notebooks of Karl Marx: (Studies of Morgan, Phear, Maine, Lubbock)|শেষাংশ=Marx|প্রথমাংশ=Karl|তারিখ=1972|প্রকাশক=Van Gorcum|ভাষা=en|page=২৫০-২৫১|আইএসবিএন=978-90-232-0924-9}}</ref> ভারতে বৈষ্ণবধর্মের যে চারটি সম্প্রদায় ছিল, তার মধ্যে চৈতন্যদেবের ধর্মমত ছিল সম্পূর্ণ মৌলিক, তাঁর ধর্মমতে অন্য কোনো সম্প্রদায়ের প্রভাব ছিল না।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=http://archive.org/details/in.ernet.dli.2015.68279|শিরোনাম=Early History Of The Vaisnava Faith And Movement In Bengal|শেষাংশ=De|প্রথমাংশ=sushil Kumar|তারিখ=1942|page=13}}</ref>
====শৈব সংস্কৃতি====
নবদ্বীপের সাংস্কৃতিক আভিজাত্যে শৈবসংস্কৃতির প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। পাল যুগে নবদ্বীপ বৌদ্ধ ধর্মের পীঠস্থান হওয়ায় নবদ্বীপের শিবলিঙ্গগুলোর বেশিরভাগই বৌদ্ধ প্রভাবিত। নবদ্বীপের পশ্চিমমে ‘পারডাঙা’র ঢিপির ( বর্তমানে ‘পাড়পুর’) ধ্বংসাবশেষ থেকে বৌদ্ধ-প্রভাবিত অনেকগুলি শিবমূর্তিগুলি পাওয়া যায়। নবদ্বীপের [[বুড়োশিব মন্দির, নবদ্বীপ|বুড়োশিব]], যোগনাথ, বানেশ্বর, হংসবাহন, পারডাঙার শিব প্রভৃতি বৌদ্ধ প্রভাবিত শিবলিঙ্গ বর্তমান।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=http://archive.org/details/BhaktiRatnakar|শিরোনাম=Bhakti Ratnakar|শেষাংশ=Srila Narahari Chakravarti Thakura|page=৫৫-৫৬}}</ref> এঁদের কোন গৌরীপট্ট নেই।
২৩৪ নং লাইন:
|footer=<small>বামদিকে: ২০১৪ সালে নবদ্বীপের [[নবদ্বীপের শাক্তরাস|রাসযাত্রায়]] [[গৌরাঙ্গিনী মাতা]]; ডানদিকে: নবদ্বীপের রাস্তায় কীর্তনরত [[চৈতন্য মহাপ্রভু]] এবং [[নিত্যানন্দ]]।</small>
}}
নবদ্বীপে বছরজুড়ে অনেক উৎসব পালিত হয়। এখানকার উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল- [[নববর্ষ]], [[নবদ্বীপের শাক্তরাস|শাক্তরাস]], [[চন্দনযাত্রা]], [[নবদ্বীপের গাজন|গাজন উৎসব]], [[রথযাত্রা]], [[দুর্গা পূজা]], [[শিবের বিয়ে|শিবের বিয়ে]], [[দোল পূর্ণিমা]], [[ঝুলন পূর্ণিমা]], [[ধুলোট]], [[গৌর-পূর্ণিমা]], [[গঙ্গা পূজা]], [[সরস্বতী পূজা]], [[গুরু পূর্ণিমা]] প্রভৃতি। এদের মধ্যে [[নবদ্বীপের শাক্তরাস|রাসযাত্রা]] এবং [[দোলযাত্রা]] ও [[রথযাত্রা]] মহাসমারহে পালিত হয়। নবদ্বীপের বিলুপ্তপ্রায় একটি উৎসব হল [[ধুলোট]]। এটি মাঘ মাসে হওয়া কীর্তনিয়াদের একটি সাধারণ সম্মেলন। সাধারণত সমগ্র বাংলার খ্যাতিমান কীর্তনীয়গণ নবদ্বীপে একত্রিত হয়ে তেরো দিন ব্যাপী নাম-সংকীর্তন করতেন।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.co.in/books?id=824sDwAAQBAJ&pg=PA80&dq=nabadwip&hl=en&sa=X&ved=0ahUKEwjJlbSuvMLpAhWOf30KHRLLAoQQ6AEIKzAB#v=onepage&q&f=false|শিরোনাম=Unforgetting Chaitanya: Vaishnavism and Cultures of Devotion in Colonial Bengal|শেষাংশ=Bhatia|প্রথমাংশ=Varuni|তারিখ=2017|প্রকাশক=Oxford University Press|ভাষা=en|page=৮০|আইএসবিএন=978-0-19-068624-6}}</ref>
=== শাক্তরাস===
{{মূল নিবন্ধ|নবদ্বীপের শাক্তরাস}}
২৭৩ নং লাইন:
* [[প্রসন্নচন্দ্র তর্করত্ন]]
 
===তথ্যসূত্র===
{{সূত্র তালিকা|2}}
 
== বহিঃসংযোগ ==
* [http://nabadwipmunicipality.org/ নবদ্বীপ পৌরসভার সরকারি ওয়েবসাইট]
* [https://wbtourismgov.in/destination/place/NABADWIP_DHAM পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তরের ওয়েবসাইট]
* [http://nabadwippuratattva.in/ নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের ওয়েবসাইট]
 
[[বিষয়শ্রেণী:নবদ্বীপ]]