হেমন্ত মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, অনুবাদ
৬৬ নং লাইন:
 
১৯৮৯ খ্রিস্টাব্দে [[মাইকেল মধুসূদন পুরস্কার]] গ্রহণের জন্যে তথা একটা কনসার্টে সংগীত পরিবেশনের জন্যে হেমন্ত [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[ঢাকা]] শহরে ভ্রমণ করেছিলেন। ওই সফরের অব্যবহিত পর ফিরেই ২৬ সেপ্টেম্বর তিনি আর একটা হৃদাঘাত পেয়েছিলেন এবং দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে রাত ১১:১৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 
 
==উত্তরাধিকার==
হেমন্ত মুখোপাধ্যায় প্রায় দেড়শোটি বাংলা ছবিতে সুর দিয়েছেন, গান গেয়েছেন। তাঁর প্রয়াণের প্রায় দুই দশক পরেও গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া প্রত্যেক বছর অন্তত একটা হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যালবাম প্রকাশ করে থাকে, বাণিজ্যিক সম্ভাব্যতা থাকায় তাঁর পুরোনো গানের পুনর্প্রস্তুতকরণ করে। যে গান তিনি রেকর্ড করেছেন, যে সুর তিনি সৃষ্টি করেছেন, এবং অসংখ্য গায়ক বাংলা এবং ভারতে তাঁর গায়কী ধরন অবিরত নকল/অনুকরণ করার ফলে তাঁর উত্তরাধিকার এখনো জীবন্ত!
 
==পুরস্কার==
* ১৯৫৬: [[ফিল্মফেয়ার বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড]]: [[''নাগিন(১৯৫৪ চলচ্চিত্র)|নাগিন]]''
* ১৯৭১: [[ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার]]: ''নিমন্ত্রণ''
* ১৯৮৬: [[ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার]]: ''লালন ফকির''
* ১৯৬২: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''স্বরলিপি'' - বিজয়ী
* ১৯৬৩: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড (হিন্দি); ''বিস সাল বাদ'' - বিজয়ী
* ১৯৬৪: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''পলাতক'' - বিজয়ী
* ১৯৬৭: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''মণিহার'' - বিজয়ী
* ১৯৬৮: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''বালিকা বধূ'' - বিজয়ী
* ১৯৭৫: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''ফুলেশ্বরী'' - বিজয়ী
* ১৯৮৬: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''ভালোবাসা ভালোবসা'' - বিজয়ী
* ১৯৮৭: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''পথভোলা'' - বিজয়ী
* ১৯৮৮: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ''আগমন'' - বিজয়ী
* ১৯৭২: বিএফজেএ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড ''ধন্যি মেয়ে'' - বিজয়ী
* ১৯৭৫: বিএফজেএ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড ''ফুলেশ্বরী'' - বিজয়ী
* ১৯৭৬: বিএফজেএ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড ''প্রিয় বান্ধবী'' - বিজয়ী
* ১৯৮৫: [[বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়]] কর্তৃক সাম্মানিক ডি.লিট
* ১৯৮৬: [[সংগীত নাটক আকাদেমি পুরস্কার]]
* ১৯৮৯: মাইকেল মধুসূদন পুরস্কার
 
 
== জনপ্রিয় গান ==