হেমন্ত মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, অনুবাদ
সম্প্রসারণ, অনুবাদ
২৩ নং লাইন:
১৯৩৭ খ্রিস্টাব্দে কলাম্বিয়ার লেবেলে হেমন্ত তাঁর প্রথম গ্রামাফোন রেকর্ড প্রকাশ করেন। চলচ্চিত্রের বাইরে রেকর্ডের ওই গানগুলো ছিল 'জানিতে যদি গো তুমি' এবং 'বলো গো বলো মোরে', যেগুলোর কথা নরেশ ভট্টাচার্যের এবং সংগীত শৈলেশ দত্তগুপ্তের। তার পর থেকে ১৯৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর [[গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া|গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার]] (জিসিআই) জন্যে ধারাবাহিকভাবে চলচ্চিত্রের বাইরে হেমন্তের রেকর্ড প্রকাশিত হোত। তাঁর প্রথম হিন্দি গানগুলো 'কিতনা দুখ ভুলায়া তুমনে' এবং 'ও প্রীত নিভানেওয়ালি' ১৯৪০ খ্রিস্টাব্দে জিসিআইয়ের কলাম্বিয়া লেবেলেই প্রকাশিত হয়েছিল। ওই গানগুলোর সংগীতকার ছিলেন [[কমল দাশগুপ্ত]]; কথা লিখেছিলেন [[ফৈয়াজ হাসমি]]।
 
১৯৪১ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত [[পশ্চিমবঙ্গের চলচ্চিত্র|বাংলা চলচ্চিত্র]] ''[[নিমাই সন্যাস]]'' চলচ্চিত্রে হেমন্ত প্রথম গান গেয়েছিলেন। সংগীত দিয়েছিলেন হরিপ্রসন্ন দাস। ১৯৪৪ খ্রিস্টাব্দে চলচ্চিত্রের বাইরে বাংলা গানে হেমন্ত নিজে প্রথম সুর দিয়েছিলেন 'কথা কোয়োনাকো শুধু শোনো' এবং 'আমার বিরহ আকাশে প্রিয়া' এই দুটি গানে। এগুলোর কথা লিখেছিলেন অমিয় বাগচি। ১৯৪৪ খ্রিস্টাব্দে পণ্ডিত সংগীত পরিচালনায় তিনি ''[[ইরাদা (১৯৪৪ চলচ্চিত্র)]]'' চলচ্চিত্রে প্রথম হিন্দি গানগুলো গেয়েছিলেন। হেমন্তকে শীর্ষস্থানীয় [[রবীন্দ্র সংগীত]] শিল্পী হিসেবে ধরা হয়। ১৯৪৪ খ্রিস্টাব্দে ''[[প্রিয় বান্ধবী]]'' বাংলা চলচ্চিত্রে তাঁর প্রথম রবীন্দ্র সংগীত রেকর্ড করা হয়েছিল।<ref>[https://web.archive.org/web/20171205182037/http://faculty.ist.unomaha.edu/pdasgupta/hemanta/discography/tagore.html Tagore Songs by Hemanta Mukherjee]. faculty.ist.unomaha.edu</ref> গানটা ছিল 'পথের শেষ কোথায়'। ১৯৪৪ খ্রিস্টাব্দেই তিনি কলাম্বিয়া লেবেলের অধীনে চলচ্চিত্রের বাইরে প্রথম রবীন্দ্র সংগীত রেকর্ড করেন। গানগুলো ছিল 'আমার আর হবে না দেরি' এবং 'কেন পান্থ এ চঞ্চলতা'। তার আগে তিনি অল ইন্ডিয়া রডিয়ো/আকাশবাণীতে ''আমার মল্লিকাবনে'' রেকর্ড করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রেকর্ডটা বিস্মৃতিতে চলে গিয়েছে।<ref>Debashis Dasgupta, ''Desh'', Bengali weekly magazine from [[Anandabazar Patrika]] Ltd., Calcutta, 11 November 1989. P. 36</ref><!-- গানগুলো ছিল ''প্রাঙ্গণে মোর শিরিষ শাখায়'' এবং ''হে নিরুপমা''।]] {{fact|date=June 2009}} -->
 
 
 
== পরিবার ==