১৯৫০-এর পূর্ব পাকিস্তান দাঙ্গা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Al Riaz Uddin Ripon ১৯৫০ পূর্ব পাকিস্তান দাঙ্গা পাতাটিকে ১৯৫০-এর পূর্ব পাকিস্তান দাঙ্গা শিরোনামে পুনির্নির্দেশনার মাধ্যমে স্থানান্তর করেছেন: পূর্বাবস্থায় ফেরত নেওয়া হোক
হালনাগাদ করা হল, সংশোধন
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৪৬ নং লাইন:
 
=== বরিশাল ===
১৩ ফেব্রুয়ারি তারিখে [[বরিশাল|বরিশালে]] শুরু হওয়া হত্যাকাণ্ডে হিন্দুদেরকে নির্বিচারে হত্যা,ধর্ষণ,অপহরণ,নির্যাতন করা হয়।<ref name="Encyclopaedia of Bangladesh">Singh, Nagendra Kumar (2003). [https://books.google.com.bd/books?id=x7hVmN0O-TcC&redir_esc=y Encyclopaedia of Bangladesh]. New Delhi: Anmol Publications. p. 113. {{আইএসবিএন|81-261-1390-1}}.</ref>[[পূর্ব বাংলা|পূর্ব-বাংলাপাকিস্তান প্রাদেশিক]] সরকারের প্রেস নোট অনুসারে, দুই অজ্ঞাত পরিচয়ের যুবক ১৩১৩ই ফেব্রুয়ারি দুপুর হতে উত্তেজনাপূর্ণ গুজব ছড়াতে শুরু করে বরিশাল শহর জুড়ে। ফলে বরিশালের দোকানপাট বন্ধ করে দেয়াদেওয়া হয়।আরওহয়। আরও একটি গুজব ছড়ানো হয় যে,[[এ কে ফজলুল হক|শেরে বাংলা এ কে ফজলুল]] হককেহক ও তাঁর ভগ্নিপতিকে [[কোলকাতা|কোলকাতায়]] খুন করা হয়েছে।বরিশালের আকাশেহয়েছে। সন্ধ্যা নেমে আসতেই কমপক্ষে আট জায়গাতে অগ্নি সংযোগ করা হয়।ত্রিশটিহয়। ত্রিশটি বাড়ি আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়াদেওয়া হয় এবং কমপক্ষে দশ জন আগুনে দগ্ধ হয়।<ref name="Encyclopaedia of Bangladesh"/> পরস্থিতির আরও অবনতি হতে শুরু করে যখন ১৬১৬ই ডিসেম্বরে বরিশাল জেলার অন্তর্গত [[গৌরনদী উপজেলা|গৌরনদী]], [[ঝালকাঠি জেলা|ঝালকাঠি]], [[নলছিটি উপজেলা|নলছিটি]] সাব-ডিভিশন গুলোতে নির্বিচারে হিন্দুদের উপর হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ শুরু করা হয়।এমনকিহয়। আইন প্রয়োগকারী সংস্থাকে নিস্ক্রিয় করে রাখা হয়। [[বরিশাল]]-[[ঢাকা]] যাত্রাপথেরজেলার স্টিমারগুলোতেওআগরপুর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে কয়েক হাজার হিন্দু যাত্রীদেরকেআশ্রয় হত্যানেয়। বরিশালের এ দাঙ্গার বিরুদ্ধে দাড়িয়েছিলেন বরিশাল জেলা মুসলিম লীগের সহ-সভাপতি এবং আগরপুর ইউনিয়নের প্রেসিডেন্ট আলতাফউদ্দীন মোহাম্মদ। তিনি তার এলাকার হিন্দুদের রক্ষা করতে তার নিজ বাড়িতে ও শুভাকাংখীদের কাছে আশ্রয় দেন। তিনি কিছুসংখ্যক গ্রামবাসী নিয়ে দাঙ্গা প্রতিরোধে অবতীর্ণ হন এবং নিজেই বন্দুক হাতে আশ্রয়প্রার্থীদের প্রহরায় নিযুক্ত হন। ১৮ ফেব্রুয়ারি তারিখে দাঙ্গাকারীরা দল বেঁধে আক্রমণ করতে আসে। আলতাফউদ্দীন তাদের নিরস্ত করতে ফাঁকা গুলি ছোড়েন। দুর্বৃত্তেরা দূর থেকে তাঁকে লক্ষ করে নদীতেবল্লম ফেলাছোড়ে। দেয়াআলতাফউদ্দীন হয়।<refতাতে name="Encyclopaediaবিদ্ধ ofহয়ে মাটিতে পড়ে গেলে তারা তাঁকে হত্যা Bangladesh"/>করে।
 
তাঁর আত্মাহুতিতে দাঙ্গা প্রতিরোধ করতে অনেকে এগিয়ে আসে এবং পরদিন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এক সশস্ত্র পুলিশ-বাহিনী ওই গ্রামে এসে দাঙ্গা দমন করতে থেকে যায়। আলতাফউদ্দীনের আত্মত্যাগের ফলে সেদিন বহু প্রাণ রক্ষা পেয়েছিল। তাঁর জীবনদান নিয়ে কবি জসীমউদ্দীন একটি মর্মস্পর্শী কবিতা লেখেন। ১৯৫১ সালে বরিশালে আলতাফ উদ্দীন স্মরণসভায় যোগ দিয়ে টাঙাইল এর রণদাপ্রসাদ সাহা রায় বাহাদুর তাঁর স্মৃতিরক্ষায় ৩৫ হাজার টাকা দান করেন এবং আরো ৭০ হাজার টাকা দানের প্রতিশ্রুতি দেন। আগরপুরে আলতাফউদ্দীন-প্রতিষ্ঠিত মডেল একাডেমীর নাম পরিবর্তন করে শহীদ আলতাফউদ্দীন মেমোরিয়াল ইনস্টিটিউশন করা হয় এবং সরকার তাঁর পরিবারের সাহায্যার্থে ৫০ বিঘা খাস জমি প্রদান করে।
 
নির্যাতনের বীভৎসতা সহ্য করতে না পেরে বরিশালের নৌ বন্দর এলাকা [[মুলাদি উপজেলা|মুলাদী]] পুলিশ স্টেশনে শত শত হিন্দু এসে আশ্রয় গ্রহণ করে।কিন্তু নিজেদের এলাকা থেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়া হতভাগ্য হিন্দুদেরকে পুলিশ স্টেশন কম্পাউণ্ডের মধ্যেই নির্মম ভাবে হত্যা করে আশেপাশের মুসলিমরা। এই ঘটনাটা [[মুলাদি হত্যাকাণ্ড]] নামে পরিচিত। একজন হিন্দু স্কুলশিক্ষককে তারই ছাত্ররা জ্যান্ত আগুনে পুড়িয়ে কাবাব তৈরি করে এবং জলন্ত আগুনের চারপাশে তারা নৃত্য করে হত্যা উদযাপন করে।<ref name="Roy, Tathagata 2002 p. 178">Roy, Tathagata (2002). My People, Uprooted. Kolkata: Ratna Prakashan. p. 178. {{আইএসবিএন|81-85709-67-X}}.</ref>[[বাবুগঞ্জ উপজেলা|বাবুগঞ্জ]] পুলিশ স্টেশনের অন্তর্গত মাধবপাশা গ্রামে প্রায় তিনশ হিন্দুকে ধাওয়া করে আটক করে মুসলিমরা।এরপরে তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে রাম দা দিয়ে মাথা কেটে নেয় তারা।<ref name="Roy, Tathagata 2002 p. 178"/> মাধবপাশা জমিদার বাড়ীতে ২০০ হিন্দুকে হত্যা করা হয় এবং আরও ৪০ জন মারাত্মক ভাবে আহত হয়। <ref>Indian Commission of Jurists, ed. (1965). [https://books.google.com.bd/books?id=Eag5AQAAIAAJ&redir_esc=y Recurrent exodus of minorities from East Pakistan and disturbances in India: A report to the Indian Commission of Jurists by its Committee of Enquiry]. Indian Commission of Jurists. p. 364.</ref>