বুদ্ধ পূর্ণিমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
সরিয়ে আনা হল
Sumangal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{বৌদ্ধধর্ম}}
'''বুদ্ধ পূর্ণিমা''' [[বৌদ্ধ ধর্ম|বৌদ্ধ]] ধর্মাবলম্বীদিগের সর্বাপেক্ষা পবিত্রতর উৎসব। ইহা চান্দ্র বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে ভগবান [[বুদ্ধ]] জন্মগ্রহণ করিয়াছিলেন, বোধিলাভ করিয়াছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করিয়াছিলেন। এই দিবসে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নাত হইয়া, শুচিবস্ত্র পরিধান করিয়া মন্দিরে মন্দিরে ভগবান তথাগতের বন্দনায় রত থাকেন। [[শ্রীলঙ্কা]] প্রভৃতি বৌদ্ধ ধর্মে প্রভাবিত দেশসমূহে বিশেষ মর্যাদা সহকারে এই উৎসব পালিত হইয়া থাকে। এতৎসকল দেশে এই দিনে সরকার কর্তৃক মদ্য, মৎস্য, মাংসাদির বিক্রয়ের প্রতি নিষিদ্ধাজ্ঞা আরোপিত থাকে। দেশবাসীগণকে সিতবস্ত্র পরিধানের পরামর্শ প্রদান করা হয়। ভক্তগণ প্রতিটি মন্দিরে শতসহস্র প্রদীপ প্রজ্জ্বলিত করিয়া, পুষ্পে মাল্যে মন্দিরগৃহ সুশেভিত করিয়া প্রভু সুগতের আরাধনায় নিমগ্ন হন।