জ্যাক রাদারফোর্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৬ নং লাইন:
| fullname = জন ওয়াল্টার রাদারফোর্ড
| nickname =
| birth_date = {{birthজন্ম dateতারিখ and ageবয়স|1929|9|25|df=yes}}
| birth_place = ব্রুস রক, পশ্চিম অস্ট্রেলিয়া
| death_date =
৬২ নং লাইন:
}}
 
'''জন ওয়াল্টার রাদারফোর্ড''' ({{lang-en|Jack Rutherford}}; জন্ম: ২৫ সেপ্টেম্বর, ১৯২৯) পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুস রক এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে [[ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল|ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন '''জন রাদারফোর্ড''' নামে পরিচিত '''জ্যাক রাদারফোর্ড'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৫২-৫৩ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত জ্যাক রাদারফোর্ডের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
১৯৫২-৫৩ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত জ্যাক রাদারফোর্ডের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। রক্ষণাত্মক ধাঁচের উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। এছাড়াও, মাঝে-মধ্যে লেগ ব্রেক বোলিং করতেন। সিডনিতে ইংল্যান্ড গমনার্থে যাচাইবাছাইয়ের খেলায় অংশগ্রহণের পূর্বে সড়ক দূর্ঘটনার কবলে পড়েছিলেন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন জ্যাক রাদারফোর্ড। ২৬ অক্টোবর, ১৯৫৬ তারিখে মুম্বইয়ে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার [[এক টেস্টের বিস্ময়কারী|একমাত্র টেস্টে]] অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।