উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/ZI Jony: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আত্মপ্রতীতি (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Jayantanth (আলোচনা | অবদান)
→‎বিরোধিতা: মন্তব্য
১৮৭ নং লাইন:
#: তাই আমি এখন বিরোধিতায় রাখলাম। এনাকে কয়েক বছর পর আবেদন করলে ভাবা যেতে পারে। -- [[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] – [[Special:Contributions/jayantanth|অবদান]]) ০৮:০৬, ২৬ মে ২০২০ (ইউটিসি)
#:: [[User:jayantanth|জয়ন্ত]] দা, মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার মনে হয় মিডিয়াউইকি নামস্থান সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা নেই! কেননা মিডিয়াউইকি নামস্থান প্রশাসক সম্পাদনা করতে পারে। শুধু <code>মিডিয়াউইকি:*.js/css</code> প্রশাসক সম্পাদনা করতে পারে না। যদি আপনার জানা না থাকে, তাহলে জেনে নিবেন। মেটা উইকি থেকে অপব্যবহার ছাঁকনি সক্রিয় করা হলেও তার প্রভাব বাংলা উইকিতে খুব কম। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:২৩, ২৮ মে ২০২০ (ইউটিসি)
#::: ধন্যবাদ {{ping|ZI Jony}} '''মিডিয়াউইকি নামস্থান''' বলতে আমি ইন্টারফেস অ্যাডমিনদের কথা বলতে চেয়েছি। এখানেও আপনার জেনে রাখা দরকার, আপনি '''মিডিয়াউইকি নামস্থান''' যা অনুবাদ বা কাজ করতে চাইছেন, তার বেশিরভাগটাই , ট্ন্সরানলেট, উইকি থেকে আসে। এখানে মাত্র কিছু ক্ষেত্রে কাজ ও তৈরি করা হয় স্থানিক প্রয়োজন মেটাতে। আমার মিডিয়াউইকি নাম স্থান সম্পাদনা ২০১১ থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন, আমার ধারণা আছে কি নেই। আর গত একমাসে কতবার মিডিয়াউইকি নামস্থানের পাতা তৈরি হয়েছে একবার দেখে নেবেন। [[বিশেষ:অপব্যবহার_ছাঁকনি |এখানে]] অপব্যবহার ছাঁকনি দরকার পড়ছে স্থানীয় ভাবে দেখে নেবেন। ভাল থাকবেন। --[[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] - [[Special:Contributions/jayantanth|অবদান]]) ১৯:৩৫, ২৮ মে ২০২০ (ইউটিসি)
 
#{{বিরোধিতা}}। আলোচ্য আবেদনকারীর দৃষ্টিভঙ্গী স্বীয় দৃষ্টিকোণে স্বচ্ছ নয়; বেশকিছুটা অস্পষ্ট, অনভিজ্ঞতা, ভাষাগত জটিলতা রয়েছে। কয়েক বছর পর আবেদন করলে হয়তো বেশ সুন্দর দেখাতো ও মানাতো! নিজেকে আরও উইকিময় স্বত্ত্বা নিয়ে অগ্রসর হওয়া প্রয়োজন ছিল। শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে নিয়মিত ব্যবহারকারীদের আবেদন করা উচিৎ নয় বলে মনে করি। ইতোমধ্যে ১১জন প্রশাসকের সক্রিয় উপস্থিতি বিরাজমান। এমন কোন পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি হয়নি, যাতে নতুন কাউকে প্রশাসক অধিকার প্রদান করা জরুরী হয়ে পড়েছে। নিজেকে স্বচ্ছ রাখার স্বার্থে এ আবেদনে আমি সাড়া দিতে পারিনি। আত্মপ্রতারণার শামিল হওয়ায় নেতিবাচক সাড়া দিতে হয়েছে। তজ্জ্বন্যে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে কেউ প্রশাসক অধিকার বিষয়ে আবেদনের পূর্বে পুরনো আবেদনগুলোর সারসত্ত্বাগুলো আরও গভীরভাবে মর্মে ধারনপূর্বক অগ্রসর হবার জন্যে অনুরোধ করছি। আশাবাদ ব্যক্ত করছি যে, বাংলা উইকিপিডিয়াকে ভালোবেসে তিনি আরও নিজেকে ঋদ্ধ ও পোক্ত করে তুলবেন। ধন্যবাদ সহযোগে - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১৭:০৭, ২৬ মে ২০২০ (ইউটিসি)
# জয়ন্ত দা ও সুব্রত দার সাথে আমি একমত। মোটা দাগে যদি বিবেচনা করি তাহলে বছরের মার্চ থেকে আবেদনকারী বাংলা উইকিপিডিয়ায় বেশ সক্রিয়। এত অল্প সময়ে একজনকে প্রশাসক করার ব্যপারে আমি আস্থা রাখতে পারছি না। দুঃখিত। তবে আবেদনকারীর যথেষ্ট সম্ভাবনা আছে। একটু অভিজ্ঞ হয়ে ভবিষ্যতে আবার আবেদন করলে আশা করি তখন সমর্থন জানাতে পারব। তবে এ মুহুর্তের জন্য আমার পক্ষ থেকে {{বিরোধিতা}}।--[[ব্যবহারকারী:RockyMasum|মাসুম-আল-হাসান]] ([[ব্যবহারকারী আলাপ:RockyMasum|আলাপ]]) ১৭:১৮, ২৬ মে ২০২০ (ইউটিসি)