সঠিকতা ও সূক্ষ্মতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Zaheen (আলোচনা | অবদান)
চিত্র
১ নং লাইন:
[[File:Accuracy and precision example.jpg|thumb|right|নিচে চারটি চিত্রে সঠিকতা ও সুক্ষ্মতার ধারণা দুইটিকে একটি নিশানাতে ছোঁড়া গুলির আঘাত দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। গুলির আঘাত নিশানার কেন্দ্রের যত কাছাকাছি হবে, তার সঠিকতাও বেশি হবে; অন্যদিকে গুলির আঘাতগুলি একে অপরের যত কাছাকাছি হবে, সুক্ষ্মতা ততই বেশি হবে।<br />
[[File:Precision versus accuracy.svg|thumb|right|350px|বৃত্তের কেন্দ্রবিন্দুতে আঘাত করা যদি লক্ষ্য হয়, তাহলে (a) চিত্রের আঘাতগুলির সঠিকতা ও সুক্ষ্মতা উভয়ই কম; (b) চিত্রটির আঘাতগুলির সঠিকতা ও সুক্ষ্মতা উভয়েই বেশি; (c) চিত্রটির আঘাতগুলির সুক্ষ্মতা বেশি, কিন্তু সঠিকতা কম]]
A চিত্রে সুক্ষ্মতার মাত্রা উচ্চ কেননা সবগুলি আঘাত একটি ছোট স্থানে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, এবং একই সাথে এর সঠিকতার মাত্রাও উচ্চ কেননা আঘাতগুলি নিশানার কেন্দ্রের কাছাকাছি ঘন হয়ে আছে।<br />
B চিত্রে সুক্ষ্মতার মাত্রা A চিত্রের মতোই উচ্চ, কেননা এখানেও আঘাতগুলি একইভাবে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, কিন্তু সঠিকতার মাত্রা নিম্ন, কেননা আঘাতগুলি নিশানার কেন্দ্রে থেকে দূরে বামে ও উপরে অবস্থিত।<br />
C চিত্রে সুক্ষ্মতা কম কেননা আঘাতগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সঠিকতা বেশি, কেননা আঘাতগুলি নিশানার কেন্দ্রের কাছেই অবস্থিত।<br />
D চিত্রে আঘাতগুলি অনেক জায়গা জুড়ে ছড়িয়ে আছে তাই এর সুক্ষ্মতা কম, আর নিশানার কেন্দ্রে থেকে দূরে বামে অবস্থিত বলে এর সঠিকতাও কম।<br />
সুতরাং সঠিকতা ও সুক্ষ্মতা দুইটি স্বতন্ত্র ধারণা।]]
[[বৈজ্ঞানিক পরীক্ষা]]তে ব্যবহৃত পরিমাপ ব্যবস্থার '''সঠিকতা''', '''নির্ভুলতা''', '''অভ্রান্ততা''' বা '''ভ্রমশূন্যতা''' বলতে কোনও রাশির পরিমাপকৃত মানগুলির সাথে রাশিটির প্রকৃত মান তথা বাস্তবিকভাবে সত্য মানের (কিংবা কোনও [[নির্দেশ মান|নির্দেশ মানে]]র) নৈকট্যকে বোঝায়।<ref name=metrology_terms>''[http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf JCGM 200:2008 International vocabulary of metrology]'' — Basic and general concepts and associated terms (VIM)</ref> কোনও পরিমাপ ব্যবস্থার '''সুক্ষ্মতা''', '''স্পষ্টতা''', '''সুসামাঞ্জস্য''' বা '''সুসংহতি''' (কদাচিৎ '''যথার্থতা''' ও '''যথাযথতা'''-ও বলা হয়) বলতে অপরিবর্তনশীল পরিস্থিতিতে কোনও রাশিকে বারংবার পরিমাপ করে প্রাপ্ত মানগুলির একে অপরের সাপেক্ষে নৈকট্যকে বোঝায়। অর্থাৎ সুক্ষ্মতার ধারণাটি রাশির প্রকৃত সত্য মান নয়, বরং পৌনঃপুনিক পরিমাপে একই মান পুনরুৎপাদিত হচ্ছে কি না, অর্থাৎ পরিমাপের পৌনঃপুনিকতা ও পরিমাপকৃত মানের পুনরুৎপাদনযোগ্যতার ধারণাগুলির সাথে জড়িত।<ref name=metrology_terms /><ref name=Taylor>{{cite book |title=An Introduction to Error Analysis: The Study of Uncertainties in Physical Measurements |first= John Robert |last= Taylor |url=https://books.google.com/books?id=giFQcZub80oC&pg=PA128 |pages=128–129 |isbn=0-935702-75-X |year=1999 |publisher=University Science Books}}</ref>