অনলাইন বিশ্বকোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
দ্রুত অপসারণ প্রস্তাবনা (CSD স১)। (টুইং)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
'''ইন্টারনেট বিশ্বকোষ''' [[ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব]]-এর মাধ্যমে প্রবেশযোগ্য একটি বিশ্বকোষ। ইন্টারনেট ব্যবহার করে একটি মুক্ত বিশ্বকোষ গড়ে তুলতে ১৯৯৩ [[ইন্টারপিডিয়া]] প্রস্তাব রাখা হয়। এখানে সকলেই উপকরণ অনুযায়ী অবদান রাখতে পারে, যা ইন্টারনেটে একটি বিশ্বকোষ হিসাবে পরিকল্পনা করা হয়েছিল। এই প্রকল্প কখনো পরিকল্পনা পর্যায় ছেড়ে পুরানো মুদ্রিত বিশ্বকোষের মূল শাখা কর্তৃক এগোয় না। [[উইকি]], [[উইকিপিডিয়া]] ব্যতীত একটি ইন্ট্রা-ওয়েব সংযোগ পদ্ধতি অনুযায়ী কাজ করে, যেমন ৯০-শতাব্দীর একটি মিথস্ক্রিয় সিডি-রম-বিশ্বকোষের মত।
{{db-nonsense}}
২৮ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত আমরা পৌছে গিয়ে ছিলাম উর্দগতির যান্ত্রিক মানব সভ্যতায়। এই অগ্রযাত্রার স্পিড আমাদের পৌছে দিয়েছিল সমুদ্রের ১০,৯০০ মিটার নিচে আবার পৃথিবী থেকে ১৩০০ কোটি আলোকবর্ষ দূরে। অতি পরিচিত সম্পর্ক গুলো সময়ের আবর্তনে আমাদের অনেক দূরে চলে গিয়েছিল। মা,বাবা,সন্তান,বন্ধু, নিকট-আত্মীয়রাও ব্যস্ততায় কখনো কখনো অচেনা হয়ে উঠত। এখন আমাদের অজস্র সময়। স্কুল আর অফিসের ছুটাছুটি এখন শুধুই চার দেয়ালের মাঝে। করোনাভাইরাস মানব সভ্যতায় কতখনি বিপর্যয়!! তা হয়ত অবুঝ শিশুরা জানে না; বাবা-মায়ের ভালবাসার প্রকৃত চিত্রটা আজ জেগে উঠেছে; তা হয়ত এযুগের অনেকের কাছেই অজানা ছিল। ভাইরাসে কারো জীবন থেকে আবার চিরতরে মুছে গেছে কিছু সম্পর্কের প্রতিচ্ছবি। সময়ের এই বিপর্যয় পৃথিবীর সূচনাকাল থেকেই ; নিঃসন্দেহ এটাই জীবন, এটাই বাস্তবতা। এরই মাঝে যেন অমলিন থাকে সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা আর ভলবাসা। জেগে উঠুক মানবতা;বেঁচে থাকুক স্বপ্ন, টিকে থাকুক বিশ্বাস। আমাদের সকলের ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রচেষ্টাই পারে একজন দুঃখ ভারাক্রান্ত মানুষের মুখে সুন্দর হাঁসি ফুটাতে। আমাদের চারপাশে একটু খোজ খবর নিলে পাওয়া যাবে অসংখ্য মানুষের দুঃখ বেদনাভরা জীবনের বাস্তবচিত্র। তাদের পাশে যদি নাই দাড়াতে পারলাম তাহলে আমরা কিসের আশরাফুল মাখলুকাত!!!!!
আমাদেরই ঘরের পাশে অসংখ্য,পিতা-মাতা তাদের সন্তানদের দু বেলা পেট পুরে খাবার জুটাতে পারবে কিনা সে চিন্তায় মাথায় হাত দিয়ে বসে প্রতিক্ষার প্রখর গুণছে; কখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে মানবতার মুক্তির বাণী!! যখন সৃষ্টিকর্তা আমদের ক্ষমা করে দিবেন ; আমরা আবার বেরিয়ে পড়বো জীবিকার সন্ধানে। ততদিন এই কঠিন পরিক্ষায় আমাদের টিকে থাকতে হবে আর অসহায় মানুষের সামর্থ্য মত সহযোগীতার হাত প্রসারিত করে, মহান স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এরই মধ্যে যারা মানবতার হাত প্রসারিত করেছেন তাদের সবার জন্য রইল দোয়া ও শুভ কামনা।
-বুলবুল
২৬ এপ্রিল ২০২০