অজয়-অতুল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
প্রারম্ভিক জীবন
২ নং লাইন:
| name = অজয়-অতুল
| image = File:Ajay-Atul 1.jpg
| caption = অজয়-অতুল
| background = group_or_band
| birth_date = অজয়: {{জন্ম তারিখ ও বয়স|১৯৭৬|৮|২১}} <br/> অতুল: {{জন্ম তারিখ ও বয়স|১৯৭৪|৯|১১}}
১৩ নং লাইন:
| website = {{ইউআরএল|ajayatul.com}}
}}
'''অজয়-অতুল''' হলেন ভারতীয় সঙ্গীত পরিচালক যুগল। তারা দুইভাই অজয় গোগাভালে (জন্ম ২১ আগস্ট ১৯৭৬) ও অতুল গোগাভালে (১১ সেপ্টেম্বর ১৯৭৪)।<ref name="toi">{{cite news |url=http://timesofindia.indiatimes.com/entertainment/filmi-parties/bollywood/Dancing-to-award-winning-tunes/articleshow/5523894.cms |title=Dancing to Award winning tunes |date=3 February 2010 |work=The[[দ্য Timesটাইমস ofঅব Indiaইন্ডিয়া]] |accessdate=30২৫ এপ্রিল November২০২০ 2011}}</ref> ২০০৮ সালে অজয়-অতুল মারাঠি চলচ্চিত্র ''জোগওয়া''-এর সঙ্গীতের জন্য [[শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)]] অর্জন করেন।<ref name="hin">{{cite web |url=http://josh18.in.com/hindi/news-movies/577202/0 |title=56वें राष्ट्रीय फिल्म पुरस्कार घोषित |language=Hindi |author=Indo-Asian News serviceহিন্দি |date=24 January 2010 |publisher=Hindiহিন্দি newsনিউজ |accessdate=7২৫ Februaryএপ্রিল 2010২০২০ |archiveurl=https://web.archive.org/web/20100131052456/http://josh18.in.com/hindi/news-movies/577202/0 |archivedate=31 January 2010 |url-status=dead |df=dmy-all }}</ref> ২০১৫ সালে ''[[ফোর্বস ইন্ডিয়া]]''র তারকা ১০০ তালিকায় তাদের অবস্থান ছিল ৮২।<ref>{{Cite web |url=http://forbesindia.com/celebprofile2015/ajay-atul/163 |title=Ajay-Atul |access-date=15২৫ Decemberএপ্রিল 2015২০২০ |archive-url=https://web.archive.org/web/20151215044703/http://forbesindia.com/celebprofile2015/ajay-atul/163 |archive-date=15 December 2015 |url-status=dead |df=dmy-all }}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=अजय-अतुलला मानाचं पान; 'फोर्ब्स'च्या यादीत स्थान |ইউআরএল=http://maharashtratimes.indiatimes.com/maharashtra/mumbai/ajay-atul-in-forbes-list/articleshow/50184555.cms?+ |সংগ্রহের-তারিখ=২৫ এপ্রিল ২০২০ |কর্ম=মহারাষ্ট্র টাইমস |ভাষা=mr}}</ref> তারা প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যারা ''[[সৈরাট]]'' চলচ্চিত্রের জন্য হলিউডের সনি স্কোরিং স্টুডিওজে তাদের সঙ্গীতের রেকর্ড করেন।
 
তারা একাধিক উল্লেখযোগ্য হিন্দি চলচ্চিত্রের গানের সুর করেছেন, তন্মধ্যে রয়েছে ''[[সিংঘাম]]'' (২০১১), ''[[অগ্নিপথ (২০১২-এর চলচ্চিত্র)|অগ্নিপথ]]'' (২০১২), ''[[পিকে (চলচ্চিত্র)|পিকে]]'' (২০১৪) ও ''[[ব্রাদার্স (২০১৫-এর চলচ্চিত্র)|ব্রাদার্স]]'' (২০১৫)। এছাড়া তাদের সুরারোপিত উল্লেখযোগ্য মারাঠি চলচ্চিত্র হল ''[[নটরং]]'' (২০১০), ''ফান্ড্রি'' (২০১৩), ''লাই ভারি'', ও ''[[সৈরাট]]'' (২০১৬)। তারা [[রণবীর কাপুর]] অভিনীত ''[[শমশেরা]]'', [[অমিতাভ বচ্চন]] অভিনীত ''[[ঝুন্দ]]'' ও [[সুজিত সরকার]] পরিচালিত ''সরদার উদম সিং'' এবং [[নাগরাজ মঞ্জুলে]]র বহুল প্রত্যাশিত ছত্রপতি শিবাজি মহারাজ মহাগাথা ত্রয়ীতে কাজ করছেন।
 
==প্রারম্ভিক জীবন==
অতুল গোগাভালে ১৯৭৪ সালের ১১ই সেপ্টেম্বর এবং অজয় গোগাভালে ১৯৭৬ সালের ২১শে আগস্ট জন্মগ্রহণ করেন। তাদের পিতা অশোক গোগাভালে [[পুনে]]র আলন্দির কর বিভাগের কর্মকর্তা। তারা দুজনেই [[মহারাষ্ট্র]] রাজ্যের [[পুনে]] শহরে জন্মগ্রহণ করেন। তাদের পিতার বদলির চাকরির কারণে পুনেসহ মহারাষ্ট্রের কয়েকটি ছোট গ্রামে তথা জুন্নর ও শিরুরে তাদের শৈশব কাটে।
 
শৈশবে পড়াশোনাতে তাদের বিশেষ মনযোগ ছিল না। কিন্তু বিদ্যালয়ে থাকা অবস্থাতেই সঙ্গীতের প্রতি তাদের আগ্রহ জন্মে। এই সময়ে তারা সঙ্গীত নিয়ে বিভিন্ন নিরীক্ষা শুরু করেন। এক এনসিসি প্রতিযোগিতায় অজয় একটি বিদ্যমান সুর ভিন্নভাবে পরিবেশন করেন এবং তারা তাদের নিরীক্ষার জন্য পুরস্কৃত হন। এই সাফল্য তাদের সঙ্গীত জগতে আরও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়।<ref name="maayboli">{{cite web |url=http://vishesh.maayboli.com/node/653 |title=Maayboli |language=মারাঠি |author=মালভাদে, সম্পদ |publisher=মায়বলি |accessdate=২৫ এপ্রিল ২০২০}}</ref>
 
==তথ্যসূত্র==