ক্রোমোজোম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rocky6259-এর করা 4101029 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (TW)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
১ নং লাইন:
[[চিত্র:Chromosome.svg|thumbnail|ক্রোমোজোমের গঠন চিত্র]]
'''ক্রোমোজোম''' হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ক্রোমাটিন তন্তু [[কোষ]] বিভাজনের প্রোফেজ দশায় দণ্ডাকার গঠনে রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয় যা [[জীব|জীবের]] সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমেই বৈশিষ্ট্যসমূহ বংশ পরস্পরায় সঞ্চারিত হয়।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ=সাদিয়া খান |প্রথমাংশ১=ড. হালিমা |শেষাংশ২=ইসলাম |প্রথমাংশ২=ড. এম সাইফুল |শিরোনাম= জৈবপ্রযুক্তি এবং জীন প্রকৌশল |অধ্যায়=ক্রোমোজোম |প্রকাশক=আগামী প্রকাশনী }}</ref> ক্রোমোজোম ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড বা ডিএনএ বা জীন অণু ধারণ করে এবং [[ডিএনএ]]-এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। ইহা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত থাকে। এটি সবচেয়ে বড় ক্রোমোজোম।
 
==ক্রোমোজোম আবিষ্কার==
১৫ নং লাইন:
 
==ক্রোমোজোমের সংখ্যা==
একটি নির্দিষ্ট [[প্রজাতি|প্রজাতির]] ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। একই প্রজাতির ক্ষেত্রে জনন (শুক্রাণু ও ডিম্বাণু) কোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে যাকে গ্যামেটিক একক সংখ্যক [[Ati khub kothin. kew poriona|বা হ্যাপ্লয়েড সেট (যা n দিয়ে প্রকাশ করা হয়) বলে। অন্যদিকে দেহকোষে গ্যামেটিক দ্বি]]-সংখ্যক বা ডিপ্লয়েড সেট (যা 2n দিয়ে প্রকাশ করা হয়) ক্রোমোজোম থাকে ফলে দেহকোষে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় গোল কৃমিতে (Ascaris univalens) মাত্র ১ জোড়া (অর্থাৎ 2n = ২ ও n = ১)। অন্যদিকে [[অ্যামিবা|অ্যামিবাতে]] (Amoeba proteus) ক্রোমোজোম সংখ্যা ২৫০ জোড়া (অর্থাৎ 2n = ৫০০ ও n = ২৫০)।
 
== ক্রোমোজোমের কাজ ==