নগ্নতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
DannyS712 (আলোচনা | অবদান)
৮৩ নং লাইন:
{{মূল|নগ্ন স্নান}}
[[চিত্র:Kids skinny dipping in India.jpg|thumb|250px|ভারতে শিশুরা নগ্ন অবস্থায় জলাধারে খেলছে।]]
এই প্রথানুযায়ী ইউরোপের অনেক দেশে (বিশেষত [[জার্মানি]], [[ফিনল্যান্ড]] ও [[নেদারল্যান্ড|নেদারল্যান্ডে]]) উভয় লিঙ্গের মানুষেরই দলবদ্ধ অবস্থায় নগ্ন হয়ে স্নান স্বীকৃত। অধিকাংশ জার্মান স্পা-তে মিশ্র নগ্ন স্নানের অনুমতি দেওয়া হয়। জার্মানি, ফ্রান্স, স্পেন ও গ্রিসের সৈকত ও সুইমিং পুলগুলিতে নগ্ন হয়ে স্নান অনুমোদিত। উল্লেখ্য, মহাদেশীয় ইউরোপে নগ্নতাকে অ্যাংলো-স্যাক্সন জগতের রক্ষণশীলতার তুলনায় অনেক লঘু করে দেখা হয়।[[image:Bundesarchiv Bild 183-1983-0815-302, FKK-Strände des Senftenberger Erholungsgebietes.jpg|thumb|400px|জার্মানির লেক সেনফটেনবার্গে এক নগ্ন পরিবার (1980)]]
 
[[সনা]] ব্যবস্থার উৎস [[ফিনল্যান্ড|ফিনল্যান্ডে]]। এই দেশে এবং স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের অন্যান্য জার্মান-ভাষী রাষ্ট্রে সনায় নগ্ন অবস্থান অনুমোদিত।<ref name=FS>[http://corz.org/public/docs/naturism/nakedness%20and%20the%20finnish%20sauna%20.txt Nakedness and the Finnish Sauna]</ref> সনা বর্তমান ফিনল্যান্ডে অতি সুপরিচিত। এখানে বর্তমানে প্রতি তিন জন নাগরিকের জন্য একটি করে সনা রয়েছে।<ref>[http://finland.fi/Public/default.aspx?contentid=170017 thisisFINLAND – Seeking the real Finnish Sauna]</ref> বিগত কয়েক দশকে সমগ্র ইউরোপেই সনা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।