পশ্চিম ভারত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
শুরু
 
সম্পাদনা
২৯ নং লাইন:
|-
|}
'''পশ্চিম ভারত''' ভারতের পশ্চিমের গোয়া, গুজরাট ও মহারাষ্ট্র অঙ্গরাজ্য, এবং দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি নামক ইউনিয়ন অঞ্চলগুলি নিয়ে গঠিত। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় পশ্চিম ভারত অপেক্ষাকৃত বেশি শিল্পায়িত এবং এখানে নগরে বাসরত জনসংখ্যার পরিমাণও বেশি। <ref>{{cite web|url = http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm| title = Census GIS data| accessdate = 2008-03-12}}</ref> ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের আগে পশ্চিম ভারতের বেশির ভাগ অংশ মারাঠা সাম্রাজ্য ও মুঘল সাম্রাজ্যের অংশ ছিল। ভারতের স্বাধীনতা লাভের এগুলি ভারতের অংশে পরিণত হয় এবং ১৯৫৬ সালের ''Statesরাজ্য Reorganizationপুনর্গঠন Act''-এরআইন পরঅনুসারে বর্তমান রূপ পরিগ্রহ করে। <ref name = "states_reorganization_act">{{cite web| url = http://www.commonlii.org/in/legis/num_act/sra1956250/| title = States Reorganization Act| accessdate = 2008-03-12}}</ref> পশ্চিম ভারতের রাজ্যগুলি উত্তর-পশ্চিমে থর মরুভূমি, উত্তরে বিন্ধ্য পর্বতমালা, এবং পশ্চিমে আরব সাগর দ্বারা বেষ্টিত। পশ্চিম ভারতের একটি বড় অংশ দক্ষিণ ভারতের সাথে দাক্ষিণাত্যের মালভূমির অংশীদার।
 
==তথ্যসূত্র==