বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
A Bangladeshi Boy (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
পৃষ্ঠাকে ''''কবির নাঈম''' ({{lang-ur|کبیر نعیم}}) * [https://t.me/kabirnayeem99 ট...' দিয়ে প্রতিস্থাপিত করা হল
ট্যাগ: প্রতিস্থাপিত
১ নং লাইন:
'''কবির নাঈম''' ({{lang-ur|کبیر نعیم}})
'''কবির নাঈম''' ({{lang-ur|کبیر نعیم}}; [https://t.me/kabirnayeem99 টেলিগ্রাম], [mailto:kabirnayeem.99@gmail.com মেইল])। [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে [[বিপণন]]-এ [[স্নাতক]] করছি। নিজেকে একজন মুক্ত সফটওয়্যার [[হ্যাকার সংস্কৃতি|হ্যাকার]] মনে করি, ৭০-এর দশকের [[উদারনীতিবাদ|উদারপন্থী]] [[নৈরাজ্যবাদ|নৈরাজ্যবাদী]] চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত। একজন [[জাতীয়তাবাদ|বাংলাদেশী বাঙালি মুসলিম]] হিশেবে ইসলামী দর্শন ও জাতীয়তাবাদ ছাড়া, কোন নির্দিষ্ট রাজনৈতিক বা দার্শনিক মতবাদে পরিপূর্ণ ও অন্ধ বিশ্বাস করি না। লেখালেখির মাধ্যমে নিজের ব্যক্তিগত মতামত দিই মাঝেমধ্যে, যার বেশীরভাগই কোন বিশেষ গোষ্ঠীর চর্বিতচর্বণ বুলি ও অধিকাংশ জনপ্রিয় ধারণা ও মতবাদ থেকে আলাদা। [[জনপ্রিয় সংস্কৃতি]] ও জনপ্রিয় মতবাদকে জনপ্রিয় বলে গ্রহণ কম করাটাই বোধকরি চিন্তা প্রক্রিয়ায় আমাকে অন্যদের থেকে স্বকীয় করে এবং মানুষ হিশেবে আমাকে কম জনপ্রিয় করে। তবে নিজের এ সদাপরিবর্তনশীল রাজনৈতিক চিন্তা, দর্শন, ভাবনাকে ব্যক্তি কবির ও ব্যক্তি জীবন থেকে দূরে রাখতে ভালবাসি। ব্যক্তিজীবনে আমি যুক্তির চেয়ে আবেগ দ্বারা বেশী চালিত হই এবং আধুনিক বিচ্ছিন্নতা, ঈর্ষাপরায়ন চিন্তা, স্বাভাবিক যৌন আকর্ষণ, মধ্যবৈত্তিক রূচি ও শিল্পভাবনা এবং সুবিধাভোগী সামাজিক আচরণ থেকে ব্যক্তি হিশেবে আমি মুক্ত নই।
* [https://t.me/kabirnayeem99 টেলিগ্রাম],
 
* [mailto:kabirnayeem.99@gmail.com মেইল]।
উইকিপিডিয়ায় আমার সম্পাদনার সংখ্যা [https://xtools.wmflabs.org/ec/bn.wikipedia.org/Kabirnayeem.99 ~৫,০০০] —সম্পাদিত নিবন্ধ ~৭৫০, নতুন নিবন্ধ ~৪০০। আমার লেখা বা পুনঃলেখা বা বিশেষ অবদান রাখা পছন্দের কিছু নিবন্ধ-
 
১) [[ভোগবাদ]] বা কনজ্যুমারিজম (Consumerism) হলো এমন একপ্রকারের সামাজিক ও অর্থনৈতিক অনুক্রম যেখানে নিয়ত ক্রমবর্ধমান পণ্য ও সেবা অধিগ্রহণকে উৎসাহিত করা হয়।
 
২) [[অ্যানড্রয়েড]] (Android) জনপ্রিয় উন্মু্ক্ত উৎসের পরিবর্তিত লিনাক্স কার্নেল ভিত্তিক মোবাইল অপারেটিং সিস্টেম।
 
৩) [[জেরুজালেম অবরোধ (১০৯৯)|জেরুজালেম অবরোধ]] (حصار القدس‎‎) ৭ থেকে ১৫ জুলাই ১০৯৯ সালে প্রথম ক্রুসেডের সময় ঘটে। প্রথম ক্রুসেডের সমাপ্তি হয় হাজার হাজার লাশের উপর হেঁটে ক্রুসেডাররা ফাতিমিদ খিলাফত থেকে জেরুজালেম জয় করে এবং জেরুজালেম রাজত্বের ভিত্তি স্থাপন করার মাধ্যমে।
 
৪) [[লিব্রাঅফিস]] (LibreOffice) দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন কর্তৃক উন্নয়ন করা একটি ফ্রি ও উন্মুক্ত অফিস স্যুট, লিনাক্সে বেশ জনপ্রিয়।
 
৫) [[জাপানি সম্মানসূচক প্রত্যয়]] নিয়ে লিখলাম জাপানি মাঙ্গা আর অ্যানিমে দেখে উৎসাহিত হয়ে।
 
৬) [[সাবায়ন লিনাক্স]], ও [[জেন্টু লিনাক্স]] পোর্টেজ ব্যবহার করা দুটো জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন, এবং প্যাকম্যান ব্যবহার করা [[মানজারো লিনাক্স]]।
 
৭) [[মাঙ্গা]] (漫画) হলো জাপানে বা জাপানি ভাষায় নির্মিত কোন কমিক্স বা গ্রাফিক উপন্যাস, যার শৈলীর উৎপত্তি ১৯ শতকে, জাপানে। আগের জাপানী শিল্পের মাঙ্গার একটি বিশাল ও জটিল ইতিহাস রয়েছে।
 
৮) [[এমএক্স লিনাক্স]] (MX Linux) ডেবিয়ান স্টেবল ব্রাঞ্চ ভিত্তিক ও এন্টিক্স লিনাক্সের মূল উপাদানের সাথে এমএক্স সম্প্রদায়ের নিজস্ব কিছু সফটওয়্যার ব্যবহার করা জনপ্রিয় গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশন।
 
৯) [[গ্নু/লিনাক্স]] (GNU/Linux) বলতে লিনাক্স কার্নেলের সাথে বিশেষত গ্নু ও অন্যান্য উপাদানের সংমিশ্রণে প্যাকেজ করা অপারেটিং সিস্টেমের একটি পরিবারকে বুঝায়।
 
১০) [[থিংকপ্যাড]], জনপ্রিয় ল্যাপটপ পণ্য ও তাদের বিশেষ ধারা [[থিংকপ্যাড টি সিরিজ]]।
 
১১) [[ইউনিক্স-সদৃশ]] (Unix-like; মাঝেমধ্যে যাকে *নিক্সও বলা হয়) অপারেটিং সিস্টেম হলো যেগুলোর কার্যপ্রণালী ও ব্যবহারে ইউনিক্সের সাথে মিল রয়েছে।
 
১২) [[ডাকডাকগো]] (DuckDuckGo) একটি ইন্টারনেট অনুসন্ধান ইঞ্জিন যেটা অনুসন্ধানকারীর ইন্টারনেট গোপনীয়তা এবং ব্যক্তিবিশেষায়িত ফলাফল বর্জনের উপর গুরুত্বারোপ করে।
 
বই পড়তে ভালবাসি। প্রিয় কবি [[জীবনানন্দ দাশ]], [[আল মাহমুদ]], কৌষিক মজুমদার শুভ ও সুনীল সাইফুল্লাহ; লেখক [[আহমেদ ছফা]], [[নোয়াম চমস্কি]], [[হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট]], [[এডগার অ্যালান পো|অ্যাডগার অ্যালেন পো]], [[উইলবার স্মিথ]], [[বুদ্ধদেব বসু]] ও [[শিবরাম চক্রবর্তী]]। প্রযুক্তি ভালবাসি। [[ফ্রি সফটওয়্যার আন্দোলন|সফটওয়্যার হোক মুক্ত]] — এ কথা বিশ্বাস করি। ব্যবহার করি [[গ্নোম]]সহ [[আর্চ লিনাক্স]] চালিত [[থিংকপ্যাড]] [[থিংকপ্যাড টি সিরিজ|টি৪৪০পি]] [[বহনযোগ্য কম্পিউটার]]।
 
আসুন, একসাথে [[বাংলা উইকিপিডিয়া]]য় অবদান রেখে [[ওপেন কন্টেন্ট|জ্ঞানকে উন্মুক্ত]] করি।