গ্রেম বিয়ার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৬ নং লাইন:
| fullname = গ্রেম রবার্ট বিয়ার্ড
| nickname =
| birth_date = {{Birthজন্ম dateতারিখ and ageবয়স|1950|8|19|df=yes}}
| birth_place = অবার্ন, নিউ সাউথ ওয়েলস, [[অস্ট্রেলিয়া]]
| death_date =
৯৯ নং লাইন:
}}
 
'''গ্রেম রবার্ট বিয়ার্ড''' ({{lang-en|Graeme Beard}}; জন্ম: ১৯ আগস্ট, ১৯৫০) নিউ সাউথ ওয়েলসের অবার্ন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮১ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে [[নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল|নিউ সাউথ ওয়েলস দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ [[অল-রাউন্ডার]] হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম কিংবা [[অফ ব্রেক]] বোলিংয়ে পারদর্শী ছিলেন '''গ্রেম বিয়ার্ড'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৭৫-৭৬ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত গ্রেম বিয়ার্ডের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সহজাত ও কার্যকরী অল-রাউন্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে মিডিয়াম পেস কিংবা অফ স্পিন বোলিংয়ে দক্ষ ছিলেন।
 
১৯৭৫ সালে নিউ সাউথ ওয়েলসের সদস্যরূপে সফররত ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের বিপক্ষে খেলার মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে গ্রেম বিয়ার্ডের। ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে উভয় ইনিংসে [[শূন্য রান|শূন্য রানে]] বিদেয় নেন। পরবর্তীতে ১৯৭৯-৮০ মৌসুমে তিনি নিজেকে অল-রাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এ পর্যায়ে তিনি অফ স্পিন ও মিডিয়াম পেস বোলিং করতেন।
 
১৯৭৫-৭৬ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত গ্রেম বিয়ার্ডের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও দুইটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন গ্রেম বিয়ার্ড। সবগুলো টেস্টই পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন। ২৭ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে করাচীতে স্বাগতিক পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৮ মার্চ, ১৯৮০ তারিখে লাহোরে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
ঘরোয়া ক্রিকেটে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯-৮০ মৌসুমে পাকিস্তান গমনার্থে তাকে অস্ট্রেলিয়া দলের সদস্য করা হয়। তন্মধ্যে, সিরিজের তৃতীয় টেস্টে ৩৯ ও ৪৯ রান সংগ্রহের পাশাপাশি ১/২৬ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন।
 
== তথ্যসূত্র ==