ভয় (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান
সম্প্রসারণ
১ নং লাইন:
'''''ভয়''''' একটি বাংলা রহস্যকাহিনীমূলক চলচ্চিত্র যার পরিচালক ও প্রযোজক চিরঞ্জিত চক্রবর্তী। দীপাবলী চিত্রমের ব্যানারে নির্মিত এই ছবিটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে। ভয় সিনেমাটি হিন্দি চলচ্চিত্র অগ্নিসাক্ষীর সামান্য অনুকরণে তৈরী।
 
==কাহিনী==
বাবা মায়ের মতে জয়ার বিবাহ হয় রঞ্জিতের সাথে। রঞ্জিত একজন নিষ্ঠুর ও অসৎ লোক, তার মেয়ে পাচারের ব্যবসা আছে বিয়ের আগে কেউ জানতে পারেনি। তার সাথে বিয়ে হওয়ার জয়া প্রায় বন্দীজীবন কাটাতে থাকে। রঞ্জিত তার ওপর মানসিক ও শারিরীক অত্যাচার চালায়। নিজের অসুস্থ মা ও বাবার কথা চিন্তা করে জয়া এই বিবাহে মত দিলেও সে পালানোর কথা ভাবতে থাকে। সে যখন জানতে পারে রঞ্জিত ও তার সাথী জগমোহন নারী পাচারকারী ও স্মাগলিং এর সাথে যুক্ত সে বাড়ি থেকে পালায় এবং রাস্তায় দেখা হয় সাংবাদিক পল্লবের সাথে। পল্লবের বাড়ী আশ্রয় নেয় জয়া। রঞ্জিত তাকে খুজতে খুজতে কলকাতা আসে ও পল্লবের বিষয় জানতে পারে। জয়ার বন্ধু সমীর রঞ্জিতের কাছে জয়ার খোঁজ না পেয়ে কলকাতা আসে ও জয়াকে খুঁজে পায়। পল্লব জয়া ও সমীর তিনজনে ঠিক করে রঞ্জিতের হাত থেকে বাচাতে জয়াকে বিদেশে পাঠিয়ে দিতে হবে। সেইদিন রাত্রে পল্লব বাইরে বেরলে রঞ্জিত সমীরকে খুন করে ও জয়াকে অপহরণ করে নিয়ে আসে তার আস্তানায়। পল্লব খুজতে খুজতে এখানে যায়। ইতিমধ্যে রঞ্জিতকে ছুরি দিয়ে হত্যা করে জয়া আর জগমোহনও গুলিতে মারা যায়।
 
==অভিনয়==