বাংলাদেশ ব্যাংক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
→‎বোর্ড: বোর্ড এর পরিবর্তে পরিচালনা পর্ষদ করা হয়েছে, এছাড়াও কিছু সংশোধন, বানান সংশোধন করা হয়েছে।
১৭ নং লাইন:
}}
 
'''বাংলাদেশ ব্যাংক''' হচ্ছে [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[কেন্দ্রীয় ব্যাংক]]। এটি '''বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২''' এর মাধ্যমে [[ডিসেম্বর ১৬]], ১৯৭১ সালে প্রতিষ্ঠা লাভ করে। এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ‘ব্যাংকসমূহের ব্যাংক’।<ref>{{citation|url=http://www.afi-global.org/afi-network/members|title=AFI Member Institutions|website=Alliance for Financial Inclusion|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20120822075823/http://www.afi-global.org:80/afi-network/members|archivedate=2012-08-22|df=}}</ref> রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের [[মুদ্রানীতি]] বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।
 
== ইতিহাস ==
২৮ নং লাইন:
 
== শাখা কার্যালয়সমূহ ==
বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় ছারাও আরও ১০ টি শাখা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। শাখা কার্যালয়গুলো হচ্ছে-<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMTdfMTNfMV8xMV8xXzExODUw|শিরোনাম=ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের নতুন অফিসের যাত্রা শুরু :: দৈনিক ইত্তেফাক|ওয়েবসাইট=archive.ittefaq.com.bd|ভাষা=Bengali|সংগ্রহের-তারিখ=2020-04-07}}</ref><ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://bb.org.bd/aboutus/dept/depts.php|শিরোনাম=বাংলাদেশ ব্যাংক|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=bb.org.bd|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|ইউআরএল-অবস্থা=কার্যকর|সংগ্রহের-তারিখ=2020-04-07}}</ref>
{{columns-list|# মতিঝিল
# সদরঘাট
৪২ নং লাইন:
[[চিত্র:Bangladesh Bank Bhaban, Rangpur (02).jpg|থাম্ব|261x261পিক্সেল|বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়, রংপুর।]]
[[চিত্র:Bangladesh Bank Training Academy.jpg|থাম্ব|260x260পিক্সেল|বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, মিরপুর, ঢাকা। ]]
 
== বোর্ড ==
== পরিচালনা পর্ষদ ==
বাংলাদেশ ব্যাংক-এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ৯ জন ব্যক্তি সমন্বয়ে গঠিত একটি বোর্ডেরপরিচালনা পর্ষদের ওপর অর্পিত আছে। বোর্ডেপর্ষদে গভর্নর, একজন ডেপুটি গভর্নর, তিন জন উচচ পদস্থ সরকারি কর্মকর্তা এবং চার জন এমন ব্যক্তি থাকেন যারা ব্যাংকিং, বাণিজ্য, ব্যবসায়, শিল্প অথবা কৃষি খাতে যথেষ্ট অভিজ্ঞতা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন। বোর্ডেরপর্ষদের চেয়ারম্যান হলেন ''গভর্নর'' নিজেই। বোর্ডেরপরিচালনা পর্ষদের সবাই সরকার দ্বারা নির্বাচিত হন। এইপরিচালনা বোর্ডেরপর্ষদের সভা প্রতি ছয় মাসে কমপক্ষে একবার অথবা প্রতি তিন মাস অন্তর একবার বসে। সরকার দ্বারা অনুমোদিত গভর্নর বোর্ডেরপর্ষদের পক্ষে, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বাংলাদেশ ব্যাংকের সকল কাজের দিক নির্দেশনা ও নিয়ন্ত্রণ করেন।
 
==বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাবলীসমূহ==
 
-আর্থিকমুদ্রানীতি এবং ক্রেডিট নীতিঋণনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন।বাস্তবায়ন;
 
-ব্যাংক এবং নন-ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিরপ্রতিষ্ঠানসমূহ নিয়ন্ত্রণতত্ত্বাবধানতত্ত্বাবধান,নিয়ন্ত্রণ এবং দেশীয় আর্থিক বাজারের প্রসারর ও উন্নয়ন।উন্নয়ন;
 
-দেশের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা;
-দেশের আন্তর্জাতিক রিজার্ভেশন ব্যবস্থাপনা।
 
-মুদ্রা নোট(ধাতব ইস্যু।ও কাগজী মুদ্রা) ইস্যু করা;
 
-পেমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান।তত্ত্বাবধান;
 
-মানি লন্ডারিং প্রতিরোধ।প্রতিরোধ;
 
-ক্রেডিটঋণের তথ্য সংগ্রহ করা।করা;
 
-বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা;
-ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট বাস্তবায়ন।
 
-আমানত বীমা প্রকল্প পরিচালনা।<ref name=":0" />
 
== বাংলাদেশ ব্যাংকের প্রকাশনাসমূহ ==
৭৪ ⟶ ৭৬ নং লাইন:
* আমদানি রপ্তানি প্রতিবেদন এবং
* আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদন
 
 
== গভর্নর ==