ওয়াজির মোহাম্মদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৫ নং লাইন:
| fullname = ওয়াজির মোহাম্মদ
| nickname =
| birth_date = {{birthজন্ম dateতারিখ and ageবয়স|1929|12|22|df=y}}
| birth_place = জুনাগড়, জুনাগড় রাজ্য, [[ব্রিটিশ ভারত]]
| death_date =
৬০ নং লাইন:
}}
 
'''ওয়াজির মোহাম্মদ''' ({{lang-ur|وزیر محمد}}; জন্ম: ২২ ডিসেম্বর, ১৯২৯) তৎকালীন ব্রিটিশ ভারতের জুনাগড় এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানী আন্তর্জাতিক ক্রিকেটার। [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫২ থেকে ১৯৫৯ সময়কালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে [[Bahawalpur cricket team|বাহাওয়ালপুর]] ও করাচী দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত ওয়াজির মোহাম্মদের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। শক্ত প্রতিরক্ষাব্যূহ গড়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতেন।<ref>[[ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স|Christopher Martin-Jenkins]], ''The Complete Who's Who of Test Cricketers'', Rigby, Adelaide, 1983, p. 481.</ref>
 
১৯৫০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ওয়াজির মোহাম্মদের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের স্থিতিকাল ছিল। ১৯৬৩-৬৪ মৌসুমের [[Quaid-e-Azam Trophy|কায়েদ-ই-আজম ট্রফি]] প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় [[Karachi cricket teams|করাচী হোয়াইটসের]] অধিনায়কত্ব করেন ও দলকে স্বল্প ব্যবধানে জয়লাভে ভূমিকা রাখেন।<ref>{{cite web |title=Karachi Blues v Karachi Whites 1963-64 |url=http://cricketarchive.com/Archive/Scorecards/26/26639.html |website=CricketArchive |accessdate=13 July 2019}}</ref>
 
[[Pakistan Eaglets#Tour to England, 1963|১৯৬৩]] সালে পাকিস্তান ঈগলেটসের অধিনায়কের দায়িত্বে থেকে ইংল্যান্ড গমন করেন। এ সফরের ১৮ জন খেলোয়াড়ের ১৪ জনই পরবর্তীতে টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। এছাড়াও, চারজন টেস্ট অধিনায়কের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে বিশটি [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন ওয়াজির মোহাম্মদ। ১৩ নভেম্বর, ১৯৫২ তারিখে মুম্বইয়ে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৩ নভেম্বর, ১৯৫৯ তারিখে ঢাকায় সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
১৯৫৪ সালে ইংল্যান্ড গমন করেন। ১২ আগস্ট লন্ডনের ওভালে সিরিজের চতুর্থ টেস্টে অপরাজিত ৪২ রান তুলে দলের শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হন। ঐ খেলায় পাকিস্তান দল নাটকীয়ভাবে স্বাগতিকদেরকে ২৪ রানে পরাজিত করেছিল।<ref>{{cite web |title=4th Test, Pakistan tour of England at London, Aug 12-17 1954 |url=https://www.espncricinfo.com/series/17441/scorecard/62776/england-vs-pakistan-4th-test-pakistan-tour-of-england-1954 |website=Cricinfo |accessdate=13 July 2019}}</ref> টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান তুলেন ১৮৯। ১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ গমন করেন। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে সিরিজের পঞ্চম টেস্টে এ ইনিংসটি খেলেন। দীর্ঘ পৌনে সাত ঘন্টা ক্রিজে আঁকড়ে পড়ে থাকেন ও পাকিস্তানের ইনিংস ব্যবধানের বিজয়ে ভিত্তি গড়েন।<ref>''[[Wisden Cricketers' Almanack|Wisden]]'' 1959, pp. 817–18.</ref>
 
== তথ্যসূত্র ==