উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎মতামত প্রদান: নতুন অনুচ্ছেদ
১০২ নং লাইন:
'''বিষয়বস্তু-২ :'''
* আচরণবিধি বা নৈতিক দিকনির্দেশনার জন্য বৈশ্বিক নীতিমালার অবশ্যই প্রয়োজন রয়েছে। শুধু নীতিমালা থাকলে হবে সহস প্রাঞ্জল ভাষায় ব্যবহারকারীদের সচেতন করতে হবে। দেখা যাবে নীতিমালা প্রণীত হযেছে কিন্তু ব্যবহারকারীরা সে সম্পর্কে অবহিত বা সচেতন নন, তাহলে সে নীতিমালা তেমন কোনো কাজে আসবে নাই । তাই সচেতনতামূলক কর্মকান্ড বাড়াতে হবে।--[[ব্যবহারকারী:IqbalHossain|IqbalHossain]] ([[ব্যবহারকারী আলাপ:IqbalHossain|আলাপ]]) ১২:২২, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
 
== মতামত প্রদান ==
 
: বিষয়বস্তু - ১: স্থানীয়ভাবে বাংলাতে আমাদের এখানে নিজেদের কি কি আচরণবিধিজনিত অসুবিধাগুলো বেশি হয় এবং সেগুলো এখন কিভাবে সমাধান করা হয়?
 
:: বাংলা উইকিপিডিয়া ছোট পরিসরে মানে অল্প ব্যবহারকারী থাকায় অনেক সমস্যারই মুখোমুখি হতে হয় না, তারপরও আমার কাছে যেসব আচরণগত সমস্যা চোখে পড়েছে তা হলোঃ
* উল্লেখযোগ্যতা নীতিমালা না মানতে চাওয়া (সংকীর্ণভাবে উইকিকে চিন্তা করা),
* নতুনদের আক্রমণ,
* ধর্ম/বর্ণ/দেশ ভিত্তিক পক্ষপাতিত্ব,
* যে বিষয়ে অজ্ঞ তাতে মতামত দেয়া,
* আমি যা মনে করি সেটাই ঠিক মনে করা
 
:: মোটামুটি আলোচনার মাধ্যমেই সমাধান করার চেষ্টা করা হয়, নবীন, প্রবীন সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়। এখানে যতটা কম বা হালকাভাবে শাসন/সতর্ক করা যায়, তারই চেস্টা করা হয়। এজন্য আমরা বর্তমান নীতিমালার দ্বারস্থ হই।
 
: বিষয়বস্তু - ২: আচরণবিধি বা নৈতিক দিকনির্দেশনার জন্য এ ধরণের বৈশ্বিক নীতিমালা আসলেই প্রয়োজন কিনা?
:: অবশ্যই বৈশ্বিক নীতিমালার প্রয়োজন আছে, যা এধরণের সমস্যা সমাধানের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হবে।