দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্প্রসারণ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৫ নং লাইন:
 
তারা দ্বিতীয় দ্বীপে গেলে একটি ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজকে পুনরায় সমুদ্রে নামানোর উপযোগী করতে সকলের সাথে কাজ করা এড়ানোর জন্য ইউস্টাচ দল থেকে বেরিয়ে যায়। হঠাৎ প্রবল বর্ষণ শুরু হলে সে একটি মৃত ড্রাগনের গুহায় আশ্রয় নেয়। ড্রাগনের গুপ্তধন তার লোভ জাগিয়ে তোলে। সে সোনা ও রত্ন দিয়ে নিজের পকেট পূর্ণ করে এবং একটি বড় সোনার ব্রেসলেট পরিধান করে। কিন্তু ঘুমিয়ে পড়লে সে এক ড্রাগনে পরিণত হয়। ড্রাগন হয়ে সে বুঝতে পারে তার পুর্ববর্তী আচরণ কতটা খারাপ ছিল। সে সফলতা ছাড়াই নিজের ড্রাগনের চামড়া খুলে ফেলার চেষ্টা করে। তার পুনরায় মানুষ হওয়ার ক্ষেত্রে আসলান তাকে সাহায্য করতে পারে, যদিও প্রক্রিয়াটি অনেক যন্ত্রণাদায়ক। ক্যাস্পিয়ান ব্রেসলেটটি চিনতে পারে। এটি হারিয়ে যাওয়া লর্ডদের একজন লর্ড অক্টেশিয়ানের। তারা সন্দেহ করে ড্রাগনটি অক্টেশিয়ানকে হত্যা করেছে অথবা হতে পারে ড্রাগনটিই অক্টেশিয়ান। আসলান ইউস্টাচকে পুর্বের অবস্থায় ফিরিয়ে আনে এবং তার অভিজ্ঞতাগুলোর প্রেক্ষিতে এখন সে অনেক ভালো মানুষ।
 
তারা সামান্যের জন্য এক সমুদ্র দৈত্যের তাদের জাহাজ ডোবানো থেকে রক্ষা পায় এবং এবং ডেথ ওয়াটার আইল্যান্ডে গিয়ে নামে। এর মধ্যে পড়া সকল কিছুকে সোনায় রুপান্তরিত করা এক পানির উৎসের জন্যই দ্বীপটির এমন নামকরণ করা হয়েছে। এতে লর্ড রেস্টমারকে সোনার মুর্তি অবস্থায় পাওয়া যায়। তারপর তারা ডাফার্স আইল্যান্ডে নামে, যেখানে লুসি ডাফার্সদের (পরবর্তীতে ডুফলিফাডস) অনুরোধে তাদের থেকে অদৃশ্য হয়ে থাকার জাদু সরিয়ে নেয় এবং যেই জাদুকর এই জাদু করেছে তার সাথে বন্ধুত্ব করে। স্বপ্ন সত্যি হওয়া দ্বীপ, চিরস্থায়ীভাবে অন্ধকারে লুকানো থাকার কারণে যাকে ডার্ক আইল্যান্ডও বলা হয় – তারা সেখানে মরিয়া হয়ে ওঠা লর্ড রুফকে উদ্ধার করে। এরপর তার তারাদের দ্বীপে পৌছায়, যেখানে তারা জাদুর ঘুমে নিমগ্ন থাকা অবস্থায় বাকি তিনজন হারোনো লর্ডকে খুঁজে পায়। দ্বীপটিতে বাস করা খসে পড়া তারা রামান্ডু জানায় তাদের জাগিয়ে তোলার একমাত্র উপায় হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে সেখানে একজন নাবিককে রেখে আসা।
 
''ডন ট্রেডার'' এমন এক এলাকায় গিয়ে পৌঁছায়, যেখানে মৎসমানবদের বাস। এক জলমানব তাকে লড়াইয়ে আহ্বান জানিয়েছে মনে করে পানিতে ঝাঁপ দিলে রিপিসিপ আবিষ্কার করে সেখানকার পানি লবনাক্ত হওয়ার পরিবর্তে মিষ্টি স্বাদের। অবশেষে পানি এত অগভীর হয়ে পড়ে যে জাহাজ নিয়ে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। ক্যাস্পিয়ান একটি নৌকা নামানোর আদেশ দেয় এবং ঘোষণা করে রিপিসিপকে নিয়ে সে পৃথিবীর শেষপ্রান্তে যাবে। নাবিকের এই বলে বাঁধা দেয় যে, নার্নিয়ার রাজা হিসাবে তাদের ছেড়ে যাওয়ার কোন অধিকার তার নেই। ক্যাস্পিয়ান রাগান্বিত হয়ে তার কামরায় প্রবেশ করে, কিন্তু পরে ফিরে এসে জানায় তার কক্ষে আসলান এসেছিল এবং তাকে বলেছিল শুধুমাত্র লুসি, এডমন্ড, ইউস্টাচ এবং রিপিসিপ সামনে এগিয়ে যাবে।
 
তারা চারজন ছোট একটি নৌকায় চড়ে শাপলা ভর্তি একটি সমুদ্রের মধ্য দিয়ে আকাশ পর্যন্ত প্রসারিত হওয়া এক পানির দেওয়ালের কাছে উপস্থিত হয়। রামান্ডুর শর্ত পূরণ করে রিপিসিপ তার কোরাকলের দাঁড় টেনে ঐ পানির দেওয়ালের ওপর উঠে যায়, তাকে আর কখনো নার্নিয়ায় দেখা যায়নি। এডমন্ড, ইউস্টাচ এবং লুসি একটি ভেড়া খুঁজে পায়, যে আসলানে রুপান্তরিত হয়ে এডমন্ড এবং লুসিকে জানায় তারা আর নার্নিয়ায় ফিরে আসতে পারবে না। তাদেরকে তাদের নিজ জগতে আসলানকে 'অন্য নামে' চেনা শিখতে হবে। সে তারপর তাদের তিনজনকে বাড়ি ফিরিয়ে দেয়।
 
তাদের নিজেদের জগতে তারা প্রত্যেকেই ইউস্টাচ কিভাবে বদলে গেছে সেটা নিয়ে আলোচনা করে এবং "তোমারা আর তাকে কখনই একই বালক হিসেবে দেখবে না"। যদিও তার মা মনে করে এডমন্ড ও লুসি তার ওপর খারাপ প্রভাব ফেলেছে এবং তারা তাকে "সাধারণ ও বিরক্তিকর" করে তুলেছে।<ref>{{Cite book|title = The Voyage of the Dawn Treader|last = |first = |publisher = |year = |isbn = |location = |pages = }}</ref>
 
==প্রধান চরিত্র==