বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৮ নং লাইন:
 
: '''[[ব্যবহারকারী:NahidSultan|নাহিদ]]''' ভাই এর সাথে আমিও একমত পোষণ করছি। অপসারণ প্রস্তাবনাটা কিছুটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন এই ব্যবহারকারী। ইচ্ছেমত এরকম গণহারে কিংবা একই নিবন্ধ বারবার অপসারন প্রস্তাবনা দিয়ে নিজের একঘেয়েমি আমি এর আগে কখনোই বাংলা উইকিডিয়াতে দেখিনী। প্রশাসকগন আলোচনা শেষে একটি নিবন্ধ বন্ধ করে দেওয়ার পর পরই তিনি আবার অপসারণ প্রস্তাবনা দিচ্ছেন আমার কাছে বিষয়টি খুবই দুঃখজনক এবং বাংলা উইকিপিডিয়ার জন্য হুমকিস্বরুপ মনে হয়েছে। এরপর আবার দেখলাম যে তিনি একজন প্রশাসকের বিরুদ্ধে উল্টো অভিযোগও করেছেন। আশা করছি যে সম্প্রদায় যথাযথ সিদ্ধান্ত নিবেন। ‍‍‍<span style="white-space:nowrap;">&mdash;[[User:Masum Ibn Musa|<span style="background:#0000CD;color:gold;"><b>&nbsp;মাসুম ইবনে মুসা&nbsp;</b></span>]] <sup>[[User talk:Masum Ibn Musa|<span style="color:#006400">'''কথোপকথন'''</span>]]</sup></span> ১২:১২, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)
:: আশা করছি, নিবন্ধ অপসারণ প্রস্তাবনায় আমার উপর ব্যবহার করা অশোভনীয় বাক্য কিংবা শব্দ ব্যবহারের (এক কথায় ব্যক্তিগত আক্রমণ) ব্যাপারে সম্প্রদায় যথাযথ সিদ্ধান্ত নিবে। যেখানে, আমি উইকিপিডিয়ায় প্রশাসক আলোচনায় ভোট অপসারণ করলে যদি তিরস্কৃত হই, তবে যারা আমার বিরুদ্ধে অশোভনীয় বাক্য কিংবা শব্দ ব্যবহার করেছেন, তারাও তার জন্য তিরস্কৃত হবেন, এটা আশা করছি। আমি জীবনে আমার কাজের জন্য '''বানোয়াট''' শব্দ শুনি নি (বাংলা উইকিপিডিয়ায় [[User:Masum Ibn Musa|মাসুম ইবনে মুসা]] ভাইয়ের নিকট প্রথম শুনেছি), কিংবা ইংরেজি উইকিপিডিয়ায় এএফডি স্ট্যাটসে আমার ম্যাচিং রেট গড়পড়তার থেকে ভালো হওয়া সত্ত্বেও [[User:FaysaLIbnDaruL|ফয়সাল ইবনে দারুল]] ভাইয়ের নিকট আমাকে শুনতে হয়েছে '''আমি অযাচিত এএফডি দেবার জন্য ইংরেজি প্রশাসক কর্তৃক সতর্কীকরণের নোটিশ পেয়েছি''' (বরঞ্চ স্প্যাম দূর করার জন্য উইকিপদক পেয়েছি)। কিংবা, তার নিকট আমার শুনতে হয়েছে '''আমি ছোট নিবন্ধ তৈরির মানসিক চক্রে পড়ে গিয়েছি।''' এসবের ব্যাপারেও আশা করি, সম্প্রদায় ব্যবস্থা নিবে।[[ব্যবহারকারী:S. M. Nazmus Shakib|এস. এম. নাজমুস শাকিব]] ([[ব্যবহারকারী আলাপ:S. M. Nazmus Shakib#top|আলাপ]]) ১২:৫১, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)