বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৬ নং লাইন:
 
: {{u|NahidSultan}} ভাই, তাহলে বলুন কতক্ষণ পর দিব? কালকে আপনি রাতে বন্ধ করেছিলেন আর আজ আমি সকালে দিয়েছি। আর, যদি কোনো প্রশাসক বারংবার আলোচনায় নজর না দিয়ে নিবন্ধ রেখে দেন সেক্ষেত্রে কী হবে, সেটা কী ব্যক্তিকেন্দ্রিকতা হবে না? আর হ্যাঁ, আমি উইকিপিডিয়ায় শুদ্ধি অভিযান চালাই (আমার মতে)। মানে একটা ক্যাটাগরি ধরে দেখি তার নিবন্ধগুলো আমাদের মানদণ্ড পূরণ করে কি না। যদি তা উইকিপিডিয়ার জন্য ক্ষতিকর (ধ্বংসপ্রবণতা) হয়, তবে আমি আর এএফডি দিব না বাংলা উইকিপিডিয়ায়।[[ব্যবহারকারী:S. M. Nazmus Shakib|এস. এম. নাজমুস শাকিব]] ([[ব্যবহারকারী আলাপ:S. M. Nazmus Shakib#top|আলাপ]]) ১০:০৭, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)
 
: '''[[ব্যবহারকারী:NahidSultan|নাহিদ]]''' ভাই এর সাথে আমিও একমত পোষণ করছি। অপসারণ প্রস্তাবনাটা কিছুটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন এই ব্যবহারকারী। ইচ্ছেমত এরকম গণহারে কিংবা একই নিবন্ধ বারবার অপসারন প্রস্তাবনা দিয়ে নিজের একঘেয়েমি আমি এর আগে কখনোই বাংলা উইকিডিয়াতে দেখিনী। প্রশাসকগন আলোচনা শেষে একটি নিবন্ধ বন্ধ করে দেওয়ার পর পরই তিনি আবার অপসারণ প্রস্তাবনা দিচ্ছেন আমার কাছে বিষয়টি খুবই দুঃখজনক এবং বাংলা উইকিপিডিয়ার জন্য হুমকিস্বরুপ মনে হয়েছে। এরপর আবার দেখলাম যে তিনি একজন প্রশাসকের বিরুদ্ধে উল্টো অভিযোগও করেছেন। আশা করছি যে সম্প্রদায় যথাযথ সিদ্ধান্ত নিবেন। ‍‍‍<span style="white-space:nowrap;">&mdash;[[User:Masum Ibn Musa|<span style="background:#0000CD;color:gold;"><b>&nbsp;মাসুম ইবনে মুসা&nbsp;</b></span>]] <sup>[[User talk:Masum Ibn Musa|<span style="color:#006400">'''কথোপকথন'''</span>]]</sup></span> ১২:১২, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)