দ্বারকেশ্বর নদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বাংলা নাম
RagibBot (আলোচনা | অবদান)
clean up using AWB
৮২ নং লাইন:
}}
 
'''দ্বারকেশ্বর''' বা '''ঢলকিশোর''' বা '''ধলকিশোর''' দক্ষিণ-পশ্চিম [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] একটি অন্যতম প্রধান নদ। [[পুরুলিয়া জেলা|পুরুলিয়া]], [[বাঁকুড়া জেলা|বাঁকুড়া]], [[হুগলি জেলা|হুগলি]] ও [[পশ্চিম মেদিনীপুর জেলা|পশ্চিম মেদিনীপুর]] জেলার উপর দিয়ে শিলাই প্রবাহিত। পুরুলিয়া জেলার কাশীপুর থানার আদ্রা শহর ও হুড়া গ্রামের মাঝে অবস্থিত একটি ঝিল থেকে উৎপন্ন হয়ে দ্বারকেশ্বর নদ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কিছুদূরে রোক ও দুধভরিয়া নামে দুটি নালা এই নদে এসে মিলিত হয়েছে। বাঁকুড়া জেলার ছাতনার কাছে কুমাসি নদী দ্বারকেশ্বরে মিশেছে। [[বাঁকুড়া]] শহরের কাছে প্রতাপপুরে গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বরের সঙ্গে মিলিত হয়েছে। এই জেলাইয় দ্বারকেশ্বরের অপর চারটি উপনদী হল – বিড়াই, আড়কুশা, হোরিংমুড়ি ও ছোলাকান্ডার। তারপর দক্ষিণপূর্বে প্রবাহিত হয়ে [[আরামবাগ মহকুমা|আরামবাগ মহকুমার]] কুমারগঞ্জের এটি [[হুগলি জেলা|হুগলি জেলায়]] প্রবেশ করেছে। [[পশ্চিম মেদিনীপুর|পশ্চিম মেদিনীপুর জেলার]] ঘাটালের কাছে [[শিলাই নদী|শিলাই নদীর]] সঙ্গে মিলিত হয়ে দ্বারকেশ্বর [[রূপনারায়ণ নদ|রূপনারায়ণ]] নামে প্রবাহিত হয়েছে।
 
দ্বারকেশ্বর সাধারণত একটি জলহীন নদী। এর তলদেশ বালুকাময়। তবে বর্ষাকালে দুই কূল ছাপিয়ে বন্যা হয়। [[বাঁকুড়া]], [[বিষ্ণুপুর]] ও [[আরামবাগ]] শহর তিনটি এই নদীর তীরে অবস্থিত।
৯১ নং লাইন:
{{বাংলার নদী}}
 
[[Categoryবিষয়শ্রেণী:পশ্চিমবঙ্গের নদী]]
[[Categoryবিষয়শ্রেণী:বাংলার নদী]]
[[Categoryবিষয়শ্রেণী:ভারতের নদী]]
 
 
[[en:Dwarakeswar River]]