৩১ ডিসেম্বর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
37.111.198.180-এর সম্পাদিত সংস্করণ হতে কায়সার আহমাদ-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
Babuy2k (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
 
== ঘটনাবলী ==
* [[১৬০০]] - [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।
* [[১৯৫৫]] - [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী [[রোসা পার্ক]] বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে [[মার্টিন লুথার কিং জুনিয়র|মার্টিন লুথার কিং জুনিয়রের]] নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।
*১৮০২ - পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
*১৮২৭ - ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
*১৮৩১ - কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
*১৯০৬ - চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।
*১৯১৬ - রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।
*১৯২৫ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।
*১৯২৯ - জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
*১৯৪২ - স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।
*১৯৪৮ - কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
* [[১৯৫৫]] - [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী [[রোসা পার্ক]] বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে [[মার্টিন লুথার কিং জুনিয়র|মার্টিন লুথার কিং জুনিয়রের]] নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।
* [[১৯৫৯]] - একটি [[যুক্তরাষ্ট্র|মার্কিন]] ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
* ১৯৮৩ – ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
* [[১৬০০]] - [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।
*১৯৮৭ - চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয় ।
*১৯৮৮ - পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।
*১৯৮৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সঙ্গে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।
* [[১৯৯০]] - [[ইংলিশ চ্যানেল|ইংলিশ চ্যানেলের]] ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে [[ইংল্যান্ড|বৃটেন]] ও [[ফ্রান্স|ফ্রান্সের]] মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।
*১৯৯৩ - হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।
*১৯৯৬ - ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
*১৯৯৯ - আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।
*১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।
* [[২০০২]] - [[জার্মানী|জার্মানীতে]] প্রথম দ্রুতগামী ম্যাগনেটিক ট্রেনের যাত্রা।
*২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।
*২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।
 
== জন্ম ==
৩০ ⟶ ৪৯ নং লাইন:
 
== ছুটি ও অন্যান্য ==
 
*আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান)
*নভি গড ইভ (রাশিয়া)
*অমিসোকা (জাপান)
*খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।
 
== বহিঃসংযোগ ==
{{কমন্স|December 31}}