এলডিন ব্যাপটিস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
৪ নং লাইন:
| fullname = এলডিন অ্যাশওয়ার্থ এল্ডারফিল্ড ব্যাপটিস্ট
| nickname =
| birth_date = {{Birthজন্ম dateতারিখ and ageবয়স|1960|3|12|df=yes}}
| birth_place = লিবার্টা, অ্যান্টিগুয়া ও বারবুদা
| death_date =
১০৬ নং লাইন:
}}
 
'''এলডিন অ্যাশওয়ার্থ এল্ডারফিল্ড ব্যাপটিস্ট''' ({{lang-en|Eldine Baptiste}}; [[জন্ম]]: [[১২ মার্চ]], [[১৯৬০]]) অ্যান্টিগুয়া ও বারবুদার লিবার্টা এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৩ থেকে ১৯৯০ সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে অ্যান্টিগুয়া ও বারবুদা, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে [[ইস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল|ইস্টার্ন প্রভিন্স]] এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্ট]] এবং [[নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|নর্দাম্পটনশায়ার দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন '''এলডিন ব্যাপটিস্ট'''।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৮১ সাল থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত এলডিন ব্যাপটিস্টের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯৮১ সালে কেন্টের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে দশটি [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও তেতাল্লিশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন এলডিন ব্যাপটিস্ট। ২১ অক্টোবর, ১৯৮৩ তারিখে কানপুরে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ এপ্রিল, ১৯৯০ তারিখে সেন্ট জোন্সে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তবে, সাত বছরের অধিক সময়ে মাত্র দশটি টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন।
 
১৯৮৪ সালে এজবাস্টনে ৮৭ রান তুলেছিলেন। ঐ গ্রীষ্মে লর্ডসে স্মরণীয় ফিল্ডিং করেছিলেন। ৮০ গজ দূর থেকে মাঝের স্ট্যাম্প ভেঙ্গে জিওফ মিলারকে রান আউট করেছিলেন। ইংল্যান্ড দলকে পরাজিত করার পর ২০০৮ সালে স্ট্যানফোর্ড ২০/২০ প্রতিযোগিতায় সুপারস্টার্স দলকে $২০ মিলিয়ন ডলারের পুরস্কার জয়ে প্রভূতঃ ভূমিকা রাখেন।
 
== তথ্যসূত্র ==