জেন্টু লিনাক্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩০ নং লাইন:
সফটওয়্যারের একটি বিশাল সংগ্রহ রয়েছে। প্রতিটি প্যাকেজেই অন্য সফটওয়্যারের উপর ডিপেন্ডিন্সির বিশদ বর্ণনা রয়েছে, তাই প্রয়োজনীয় অ্যাপলিকেশন চালানোর জন্য সর্বনিন্ম প্রয়োজনীয় সেট ইনস্টল করলেও চলে। পৃথক প্যাকেজের ঐচ্ছিক ফিচার যেমন, লাইটওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল বা এলডিএপি সমর্থন প্রয়োজন কিনা তা ব্যবহারকারী কর্তৃক নির্বাচন করা যেতে পারে এবং কোন রেজাল্টিং প্যাকেজ রিকোয়ারমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিপেন্ডেন্সি সেটগুলিতে অন্তর্ভুক্ত করা হয়।
জেন্টুর কোন স্ট্যান্ডার্ড লুক ও ফিল নেই।
 
===পোর্টেজ===
{{Main article|পোর্টেজ (সফটওয়্যার)}}
 
পোর্টেজ জেন্টুর সফটওয়্যার বন্টন ও প্যাকেজ ব্যবস্থাপনা পদ্ধতি। বার্কেলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন (বিএসডি) ভিত্তিক অপারেটিং সিস্টেমের ব্যবহার করা পোর্টস পদ্ধতির উপর ভিত্তি করে মূলত জেন্টুর প্যাকেজ ব্যবস্থাপক তৈরী করা হয়েছে। পোর্টেজ ট্রিতে ১৯,০০০-এরও বেশী ইন্সটলেশনের জন্য প্রস্তুত প্যাকেজ রয়েছে। ন<ref name="Negus2006">{{cite book|author=Chris Negus|title=Live Linux CDs: Building and Customizing Bootables|url=//books.google.com/books?id=2S3eUgb39C8C&pg=PA224|year=২০০৬|publisher=Prentice Hall Professional|isbn=978-0-13-243274-0|pages=224–}}</ref>
 
পোর্টেজের একটি একক আবাহন {{mono|emerge}} ই পোর্টেজ ট্রি-এর লোকাল কপি হালনাগাদ, অথবা ডাউনলোড, কম্পাইল বা এক বা একাধিক প্যাকেজ ও তাদের ডিপেন্ডেন্সি ইন্সটল করতে সক্ষম। প্রত্যাকটি প্যাকেজের জন্য আলাদা আলাদা বিল্ট-ইন বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়, করা যায় সবার জন্যেও, যেটি ইউজ ফ্ল্যাগ (USE flag) নামে পরিচিত। <ref name="Negus2006"/>
 
যে অ্যাপলিকেশনগুলতো বিশাল বিল্ড সময় লাগে, সেগুলোর জন্য পূর্ব থেকে কম্পাইলকৃত বাইনারিও সরবরাহ করা হয়, যেমন [[লিব্রেঅফিস]], অ্যাপাচি ওপেনঅপিস, এবং [[মোজিলা ফায়ারফক্স]], কিন্তু তাতে ব্যবহারকারীরা ঐচ্ছিক বৈশিষ্ট পরিবর্তনের সুযোগ হারায়। কম্পিলেশনের সময় কমানোর সুযোগও অবশ্য রয়েছে, যেমন সমান্তরাল কম্পিলেশন, টেম্পোরারি ফাইলের বদলে পাইপ ব্যবহার করা, আবার একাধিক কম্পিউটারের মাঝে প্যাকেজ কম্পিলেশন বন্টনও করে দেয়া যায়।
 
==তথ্যসূত্র==