সুজা হায়দার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ash wki (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Ash wki (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৪ নং লাইন:
সুজা হায়দার হলেন একজন পাকিস্তানী গায়ক, গীতিকার এবং সংগীত পরিচালক। ''খুদা কে লিয়ে'' (২০০৭) এবং ''বোল'' (২০১১) চলচ্চিত্রের প্লেব্যাক গায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ২০০৮ সালে ভারতীয় চলচ্চিত্র ''রু বা রু''তে গান গেয়েছিলেন। তিনি ২ বছরের জন্য লাক্স স্টাইল আওয়ার্ড অনুষ্ঠানে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।
 
এছাড়াও তিনি তুম ''মেরে হি রেহেনা'', ''মুকাদ্দাস'', ''সেহরা মে সফর'', ''[[মন মায়লেরমায়ল|মন মায়লে]]র'' মত ধারবাহিকগুলোর সংগীত পরিচালনা করেছেন। <ref>https://www.brandsynario.com/hum-tvs-drama-mann-mayal-ost-timings-pictures/</ref>
 
'তেরা ওহ পিয়ারপেয়ার', 'বাওয়ারে' এবং 'নাওয়াজিসে' হল হায়দারের গাওয়া তিনটি একক।
 
তিনি ২০১৬ সালে [[কোক স্টুডিও (পাকিস্তান)|কোক স্টুডিও]]তে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।<ref>{{cite news|url=http://tribune.com.pk/story/1015854/with-strings-attached-multiple-producers-to-helm-coke-studio-9/|title=With strings attached: Multiple producers to helm Coke Studio 9 - The Express Tribune|date=2015-12-24|newspaper=[[The Express Tribune]]|language=en-US|access-date=2019-11-01}}</ref>
৩৯ নং লাইন:
সুজা হায়দার ২০১৬ সালে কোক স্টুডিও সিজন ৯-এ সংগীত পরিচালক হিসেবে কাজ করেন। তিনি সর্বমোট ৬টি সংগীত পরিচালনা করেন সেই সিজনে। তিনি মিশা, [[সাফি]], [[নাঈম আব্বাস রাফি]], [[মোমিনা মুস্তাহসান]], [[উমর জায়স্বল]] ও [[রাহাত ফতেহ আলী খান]]এর সঙ্গে কাজ করেছেন।
 
যে চলচ্চিত্রগুলোতে তিনি সংগীত পরিচালনা করেছেন সেগুলো হল ''খুদা কে লিয়ে'' (২০০৭), ''রু বা রু'' (২০০৮), ''বোল'' (২০১১), ''ওয়ার্না'' (২০১৭), ''[[পরওয়াজ হ্যায় জুনুন]]'' (২০১৮), ''শান-এ-এশক'' (২০১৭), ''দি ডাঙ্কি কিং''।
 
তিনি যে ধারাবাহিকগুলোতে সংগীত পরিচালনা করেছেন সেগুলো হল ''তুম মেরে হি রেহেনা'' (২০১৪), ''মুকাদ্দাস'' (২০১৪), ''সেহরা মে সফর'' (২০১৬), ''[[সানাম]]'' (২০১৬), ''তও দিল কা কেয়া হুয়া'' (২০১৭), ''বাগী'' (২০১৭), ''জারদ জামানো কা সাওয়েরা'' (২০১৮), ''কমজরফ'' (২০১৯), ''সুনহেরা তিতলিয়া'' (২০১৯), ''পুকার'' (২০১৮), ''[[আলিফ]]'' (২০১৯)।
 
এছাড়া তিনি কোক স্টুডিওর তিনটি সিজনে (সিজন ৯, সিজন ১০, সিজন ১১) সংগীত পরিচালনা করেছেন।